কলকাতা, 2 সেপ্টেম্বর: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) পরে ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) (AIFF) এর শীর্ষেও এক বাঙালি ৷ ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ফুটবলে পরে কল্যাণ চৌবে, দেশের দুই জনপ্রিয়তম খেলার প্রশাসনিক রাজদন্ড দুই বাঙালির হাতে ।
জাতীয় ক্রীড়া সংস্থার মাথায় প্রাক্তন খেলোয়াড়দের অবস্থান স্বাধীনতার 75 বছরে হয়নি ৷ 85 বছরের পুরনো ভারতীয় ফুটবল ফেডারেশনে বিষয়টি প্রথমবার ঘটল । 45 বছর বয়সি কল্যাণ চৌবে 33-1 ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বাইচুং ভুটিয়াকে পরাজিত করে এআইএফএফ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শুক্রবার (New AIFF President Kalyan Chaubey) ।
আরও পড়ুন: বাইচুং ভুটিয়াকে হারিয়ে এআইএফএফ সভাপতি হলেন কল্যাণ চৌবে
এতটা একপেশে ফল হয়তো কেউ আশা করেননি । কারণ গুজরাত অ্যাসোসিয়েশন থেকে মনোনয়ন দেওয়া কল্যাণ চৌবের জয় নিশ্চিত ছিল । কিন্তু চৌত্রিশটি ভোটের একটি মাত্র ভোট বাইচুং পাবেন তা বোধহয় কল্যাণ চৌবেও আশা করেননি (AIFF President Kalyan Chaubey)। ফেডারেশনের প্রেসিডেন্টের চেয়ারে বসে কল্যাণ চৌবে বলেছেন, "আগামী তিন মাসের মধ্যে ভারতীয় ফুটবলের রূপরেখা তৈরি করে ফিফার প্রেসিডেন্টের সঙ্গে আমরা দেখা করব ।"
আরও পড়ুন: ফুটবলের উন্নতিতে তৃণমূলস্তর থেকে কাজ করুক কল্যাণ, চান স্ত্রী সোহিনী
ইতিমধ্যেই ফিফার অভিনন্দন বার্তা চলে এসেছে নতুন এআইএফএফ সভাপতির কাছে । চলতি মাসের 17 বা 18 তারিখ কলকাতায় প্রথম কার্যকরী কমিটির বৈঠকের কথা জানিয়েছেন ফুটবল ফেডারেশনের নয়া প্রেসিডেন্ট । প্রাক্তন ফুটবলারদের খেলার উন্নতিতে কাজে লাগানোর কথা জানিয়েছেন তিনি । নতুন ফেডারেশন সভাপতির চেয়ারে কল্যাণ চৌবের দায়িত্ব নেওয়াকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য । তিনি বলেন, “আমি কল্যাণকে চিনি । ও ভালো ছেলে । কাজটা জানে । কী করতে হবে সেটারও ধারণা রয়েছে ওর । তাই ফুটবলের উন্নতি হবে নিশ্চিত আমি ৷”