ETV Bharat / bharat

K Chandrashekar Rao: চলছে নীতি নির্ধারণের কাজ, শীঘ্রই নতুন দল গড়বেন কেসিআর ! - এইচ ডি কুমারস্বামী

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার একটি নতুন জাতীয় দল গঠন করার কথা ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ৷ এদিন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর (H D Kumaraswamy) সঙ্গে বৈঠকও করেন কেসিআর (KCR) ৷

K Chandrashekar Rao Will launch new national party very soon
K Chandrashekar Rao: শীঘ্রই নতুন দল গঠন করবেন কেসিআর !
author img

By

Published : Sep 11, 2022, 8:47 PM IST

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: চব্বিশের নির্বাচনের আগেই একটি নতুন জাতীয় দল গঠন করবেন তিনি ! যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার একথা ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ৷ তিনি জানিয়েছেন, নতুন দলের নীতি নির্ধারণ করতে ইতিমধ্য়েই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

এদিন কেসিআর (KCR)-এর দফতর সূত্রে এই প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "একটি বিকল্প জাতীয় দল গঠনের বিষয়ে সকলে সহমত হয়েছেন ৷ এ নিয়ে বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করা হয়েছে ৷ তেলাঙ্গানা আন্দোলন শুরু করার আগেও আমরা এমনটাই করেছিলাম ৷ খুব শীঘ্রই একটি নতুন জাতীয় দল গঠন করা হবে ৷"

আরও পড়ুন: মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

প্রসঙ্গত, এদিনই কেসিআর-এর সঙ্গে দেখা করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) ৷ হায়দরাবাদে তাঁদের সাক্ষাৎ হয় ৷ বস্তুত, এদিন কেসিআর-এর সরকারি বাসভবনেই মধ্যাহ্নভোজ সারেন কুমারস্বামী ৷ সেখানেই বিকল্প রাজনৈতিক দলগঠন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে দাবি সূত্রের ৷ পাশাপাশি, তেলাঙ্গানার সার্বিক উন্নয়ন, জাতীয় রাজনীতিতে বিভিন্ন আঞ্চলিক দলের অবদান প্রভৃতি সম্পর্কেও দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় ৷ পরবর্তীতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে কেসিআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ৷ এই বিষয়টি নিয়ে কুমারস্বামীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ৷

এদিনের এই বৈঠক যে অত্যন্ত ইতিবাচক হয়েছে, কুমারস্বামীর পক্ষ থেকেও তেমনই বার্তা মিলেছে ৷ তিনি এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে কুমারস্বামী লিখেছেন, "এদিনের বৈঠকে আমরা কর্ণাটক এবং তেলাঙ্গানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ৷ পাশাপাশি, আমাদের আলোচনায় একাধিক জাতীয় ইস্যুও উঠে এসেছে ৷ কেসিআর-এর আতিথেয়তা এবং আপ্য়ায়ন আমাকে মুগ্ধ করেছে ৷"

প্রসঙ্গত, কিছু দিন আগেই 'বিজেপিমুক্ত ভারত' গঠনের ডাক দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন কেসিআর ৷ তাই কুমারস্বামীর সঙ্গে তাঁর এদিনের বৈঠক এবং তারপরই নতুন জাতীয় দল তৈরির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: চব্বিশের নির্বাচনের আগেই একটি নতুন জাতীয় দল গঠন করবেন তিনি ! যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার একথা ঘোষণা করলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী তথা তেলাঙ্গানা রাষ্ট্র সমিতি (Telangana Rashtra Samithi) বা টিআরএস (TRS)-এর প্রধান কে চন্দ্রশেখর রাও (K Chandrashekar Rao) ৷ তিনি জানিয়েছেন, নতুন দলের নীতি নির্ধারণ করতে ইতিমধ্য়েই কাজ শুরু হয়ে গিয়েছে ৷

এদিন কেসিআর (KCR)-এর দফতর সূত্রে এই প্রসঙ্গে একটি বিবৃতিও প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়েছে, "একটি বিকল্প জাতীয় দল গঠনের বিষয়ে সকলে সহমত হয়েছেন ৷ এ নিয়ে বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা করা হয়েছে ৷ তেলাঙ্গানা আন্দোলন শুরু করার আগেও আমরা এমনটাই করেছিলাম ৷ খুব শীঘ্রই একটি নতুন জাতীয় দল গঠন করা হবে ৷"

আরও পড়ুন: মানুষকে বিভ্রান্ত করব না, 370 ধারা ফেরানো সম্ভব নয়: আজাদ

প্রসঙ্গত, এদিনই কেসিআর-এর সঙ্গে দেখা করেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী (H D Kumaraswamy) ৷ হায়দরাবাদে তাঁদের সাক্ষাৎ হয় ৷ বস্তুত, এদিন কেসিআর-এর সরকারি বাসভবনেই মধ্যাহ্নভোজ সারেন কুমারস্বামী ৷ সেখানেই বিকল্প রাজনৈতিক দলগঠন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে দাবি সূত্রের ৷ পাশাপাশি, তেলাঙ্গানার সার্বিক উন্নয়ন, জাতীয় রাজনীতিতে বিভিন্ন আঞ্চলিক দলের অবদান প্রভৃতি সম্পর্কেও দুই নেতার মধ্যে দীর্ঘক্ষণ কথা হয় ৷ পরবর্তীতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সময়ে জাতীয় রাজনীতিতে কেসিআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত ৷ এই বিষয়টি নিয়ে কুমারস্বামীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে ৷

এদিনের এই বৈঠক যে অত্যন্ত ইতিবাচক হয়েছে, কুমারস্বামীর পক্ষ থেকেও তেমনই বার্তা মিলেছে ৷ তিনি এ নিয়ে একটি টুইট করেছেন ৷ সেখানে কুমারস্বামী লিখেছেন, "এদিনের বৈঠকে আমরা কর্ণাটক এবং তেলাঙ্গানার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি ৷ পাশাপাশি, আমাদের আলোচনায় একাধিক জাতীয় ইস্যুও উঠে এসেছে ৷ কেসিআর-এর আতিথেয়তা এবং আপ্য়ায়ন আমাকে মুগ্ধ করেছে ৷"

প্রসঙ্গত, কিছু দিন আগেই 'বিজেপিমুক্ত ভারত' গঠনের ডাক দিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন কেসিআর ৷ তাই কুমারস্বামীর সঙ্গে তাঁর এদিনের বৈঠক এবং তারপরই নতুন জাতীয় দল তৈরির ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.