ETV Bharat / bharat

New parliament, Old Woes: নয়া সংসদ ভবনেও আদানি ইস্যুতে জেপিসির দাবি জারি থাকবে, জানিয়ে দিল কংগ্রেস

গত রবিবার নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে ৷ বাদল অধিবেশনেই সেখানে প্রথমবার সাংসরা অংশগ্রহণ করবেন ৷ কিন্তু সংসদের ভবন বদল হলেও আদানি ইস্যুতে পিছু না হটার বার্তা দিয়েছে কংগ্রেস ৷

New parliament Old Woes
New parliament Old Woes
author img

By

Published : Jun 1, 2023, 7:33 PM IST

নয়াদিল্লি, 1 জুন: স্থান বদলেও পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না ৷ আসন্ন বাদল অধিবেশনই সংসদের নয়া ভবনের প্রথম অধিবেশন হতে চলেছে ৷ কিন্তু সেখানেই মোদি সরকারের বিরুদ্ধে আদানি ইস্যুতেই কোমর কষার বার্তা এখনই দিয়ে রাখল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তাদের তরফে জানানো হয়েছে যে বাদল অধিবেশনেও আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি ফের তোলা হবে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, “আগামী অধিবেশন নতুন সংসদ ভবনে হবে ৷ তবে মূল ইস্যুটি হবে পুরনো ।”

গত বাজেট অধিবেশনেই বারবার উত্তপ্ত হয়েছে লোকসভা ও রাজ্যসভা ৷ কংগ্রেস-সহ 19টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল এই ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরব হয় ৷ প্রায় রোজই বিরোধী বিক্ষোভের জেরে সংসদের দুই কক্ষে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ তখনও রাহুল গান্ধি সাংসদ ৷ লোকসভায় ভাষণ দিতে গিয়ে আদানি ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ পরে অভিযোগ করেন যে তাঁর ভাষণ লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন: নীতীশের ডাকা বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কে ? ধোঁয়াশা জিইয়ে রাখল কংগ্রেস

যদিও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলাকালীনই ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ আদালত তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় ৷ তার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায় ৷ ফলে আসন্ন বাদল অধিবেশনে রাহুল আর সংসদে থাকবেন না ৷ কিন্তু তা বলে কংগ্রেসের মোদি বিরোধিতার স্বর এতটুকুও কমবে না বলে দাবি করা হয়েছে ওই দলের তরফে ৷

কংগ্রেসের নেতা জয়রাম রমেশ বলেন, “আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ । সব বিরোধী দল একসঙ্গে এই দাবি তুলবে । আসলে, এটি আদানি গোষ্ঠীর বিষয়ে আর নয়, এটি মোদানি ইস্যুতে পরিণত হয়েছে । প্রধানমন্ত্রী তাঁর বন্ধু গৌতম আদানিকে সমর্থন করেছেন এবং শুধুমাত্র যৌথ সংসদীয় কমিটিই প্রধানমন্ত্রী মোদি ও আদানি গ্রুপের মধ্যে সম্পর্ক তদন্ত করতে পারে ।’’

ফলে বাদল অধিবেশনে নয়া সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভার অধিবেশন কক্ষ যে উত্তপ্ত হতে চলেছে, তা এখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এখন দেখার বিজেপি বিরোধীদের কীভাবে মোকাবিলা করে !

আরও পড়ুন: হ্যালো মিস্টার মোদি, মার্কিন মুলুকে বসে তথ্যের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, 1 জুন: স্থান বদলেও পরিস্থিতি পরিবর্তনের কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না ৷ আসন্ন বাদল অধিবেশনই সংসদের নয়া ভবনের প্রথম অধিবেশন হতে চলেছে ৷ কিন্তু সেখানেই মোদি সরকারের বিরুদ্ধে আদানি ইস্যুতেই কোমর কষার বার্তা এখনই দিয়ে রাখল কংগ্রেস ৷ বৃহস্পতিবার তাদের তরফে জানানো হয়েছে যে বাদল অধিবেশনেও আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি ফের তোলা হবে ৷ কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, “আগামী অধিবেশন নতুন সংসদ ভবনে হবে ৷ তবে মূল ইস্যুটি হবে পুরনো ।”

গত বাজেট অধিবেশনেই বারবার উত্তপ্ত হয়েছে লোকসভা ও রাজ্যসভা ৷ কংগ্রেস-সহ 19টি বিজেপি বিরোধী রাজনৈতিক দল এই ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরব হয় ৷ প্রায় রোজই বিরোধী বিক্ষোভের জেরে সংসদের দুই কক্ষে অধিবেশন মুলতুবি করে দিতে হয় ৷ তখনও রাহুল গান্ধি সাংসদ ৷ লোকসভায় ভাষণ দিতে গিয়ে আদানি ইস্যুতে মোদি সরকারকে আক্রমণ করেন তিনি ৷ পরে অভিযোগ করেন যে তাঁর ভাষণ লোকসভার রেকর্ড থেকে মুছে ফেলা হয়েছে ৷

আরও পড়ুন: নীতীশের ডাকা বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি কে ? ধোঁয়াশা জিইয়ে রাখল কংগ্রেস

যদিও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলাকালীনই ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি ৷ আদালত তাঁকে দু’বছরের কারাদণ্ড দেয় ৷ তার জেরে তাঁর সাংসদ পদ খারিজ হয়ে যায় ৷ ফলে আসন্ন বাদল অধিবেশনে রাহুল আর সংসদে থাকবেন না ৷ কিন্তু তা বলে কংগ্রেসের মোদি বিরোধিতার স্বর এতটুকুও কমবে না বলে দাবি করা হয়েছে ওই দলের তরফে ৷

কংগ্রেসের নেতা জয়রাম রমেশ বলেন, “আদানি ইস্যুতে জেপিসি তদন্তের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধ । সব বিরোধী দল একসঙ্গে এই দাবি তুলবে । আসলে, এটি আদানি গোষ্ঠীর বিষয়ে আর নয়, এটি মোদানি ইস্যুতে পরিণত হয়েছে । প্রধানমন্ত্রী তাঁর বন্ধু গৌতম আদানিকে সমর্থন করেছেন এবং শুধুমাত্র যৌথ সংসদীয় কমিটিই প্রধানমন্ত্রী মোদি ও আদানি গ্রুপের মধ্যে সম্পর্ক তদন্ত করতে পারে ।’’

ফলে বাদল অধিবেশনে নয়া সংসদ ভবনের লোকসভা ও রাজ্যসভার অধিবেশন কক্ষ যে উত্তপ্ত হতে চলেছে, তা এখন থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এখন দেখার বিজেপি বিরোধীদের কীভাবে মোকাবিলা করে !

আরও পড়ুন: হ্যালো মিস্টার মোদি, মার্কিন মুলুকে বসে তথ্যের সুরক্ষা নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ রাহুলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.