ETV Bharat / bharat

JP Nadda: হিমাচলে ফিরবে বিজেপি'ই, প্রত্যয়ী জেপি নাড্ডা - বিজেপি সভাপতি জেপি নাড্ডা

হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি, এমনটাই আশা প্রকাশ করেছেন দলের সভাপতি জেপি নাড্ডা (JP Nadda on Himachal Assembly election) ৷ ইটিভি ভারতের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি ৷

ETV Bharat
jagat prakash nadda
author img

By

Published : Nov 6, 2022, 9:31 PM IST

বিলাসপুর, 6 নভেম্বর: দরজায় কড়া নাড়ছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই রাজ্যের ভোট প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda on Himachal Assembly election) ৷ তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে সফর করেছেন তিনি ৷ তাঁর দৃঢ় বিশ্বাস ফের বিজেপি সরকার গড়বে এই রাজ্যে ৷ তাঁর কথায়, "এই রাজ্যের মানুষের আশীর্বাদ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে ৷ ভোটের জন্য দল প্রস্তুত ৷"

ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে নাড্ডা আরও বলেন, "ভোট এলে বিজেপি প্রস্তুতি শুরু করে না, আমাদের দল আদর্শ আচরণ বিধি লাগু হওয়া পর্যন্ত অপেক্ষা করে না ৷ বিজেপি 365 দিন 24 ঘণ্টাই প্রস্তুত ৷ কংগ্রেস যে দাবিই করুক এবারও হিমাচলে বিজেপি সরকার গড়বে ৷"

হিমাচলে ফিরবে বিজেপি'ই, প্রত্যয়ী জেপি নাড্ডা

আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির

বিজেপি সভাপতি জানিয়েছেন, হিমাচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় ঘর ৷ মণিপুর, উত্তরাখণ্ড, গোয়ার মতো এরাজ্যেও ফের সরকার গড়বে ভাজপা ৷ জেপি নাড্ডার কটাক্ষ, "কংগ্রেস যত খুশি ভারত জোড়ো যাত্রা করুক, কিন্তু বিজেপি যেভাবে সমর্থন পাচ্ছে তাতে এটা পরিষ্কার দেশ থেকে কংগ্রেস মুছে যেতে চলেছে ৷"

বিলাসপুর, 6 নভেম্বর: দরজায় কড়া নাড়ছে হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচন ৷ তার আগে এই রাজ্যের ভোট প্রসঙ্গে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda on Himachal Assembly election) ৷ তিনি জানিয়েছেন, গোটা রাজ্যে সফর করেছেন তিনি ৷ তাঁর দৃঢ় বিশ্বাস ফের বিজেপি সরকার গড়বে এই রাজ্যে ৷ তাঁর কথায়, "এই রাজ্যের মানুষের আশীর্বাদ বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রয়েছে ৷ ভোটের জন্য দল প্রস্তুত ৷"

ইটিভি ভারতের সঙ্গে কথা বলতে গিয়ে নাড্ডা আরও বলেন, "ভোট এলে বিজেপি প্রস্তুতি শুরু করে না, আমাদের দল আদর্শ আচরণ বিধি লাগু হওয়া পর্যন্ত অপেক্ষা করে না ৷ বিজেপি 365 দিন 24 ঘণ্টাই প্রস্তুত ৷ কংগ্রেস যে দাবিই করুক এবারও হিমাচলে বিজেপি সরকার গড়বে ৷"

হিমাচলে ফিরবে বিজেপি'ই, প্রত্যয়ী জেপি নাড্ডা

আরও পড়ুন: 'আমি এই গুজরাত তৈরি করেছি' ! ভোটের আগে নতুন স্লোগান মোদির

বিজেপি সভাপতি জানিয়েছেন, হিমাচল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় ঘর ৷ মণিপুর, উত্তরাখণ্ড, গোয়ার মতো এরাজ্যেও ফের সরকার গড়বে ভাজপা ৷ জেপি নাড্ডার কটাক্ষ, "কংগ্রেস যত খুশি ভারত জোড়ো যাত্রা করুক, কিন্তু বিজেপি যেভাবে সমর্থন পাচ্ছে তাতে এটা পরিষ্কার দেশ থেকে কংগ্রেস মুছে যেতে চলেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.