ETV Bharat / bharat

Journalist Mohammad Zubair arrested: পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের - রাহুল গান্ধি

পুরনো একটি ঘটনায় নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইরকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Journalist Mohammad Zubair arrested)৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে বিরোধীরা (Opposition slams BJP)৷

journalist-mohammad-zubair-arrested-in-delhi Opposition slams BJP
পুরনো ঘটনায় গ্রেফতার নূপুর শর্মার ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক, নিন্দার ঝড় বিরোধীদের
author img

By

Published : Jun 28, 2022, 10:55 AM IST

নয়াদিল্লি, 28 জুন: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করল দিল্লি পুলিশ (Journalist Mohammad Zubair arrested)৷ 2018 সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই অধীনে (Opposition slams BJP)৷

দিল্লি পুলিশের ডিসিপি (সাইবার ক্রাইম) কেপিএস মালহোত্রা জানিয়েছেন, আগেই মহম্মদ জুবেইরের বিরুদ্ধে 153এ ধারায় ও 295এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ধর্ম, জন্মস্থান, ভাষা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন দলের মধ্যে শত্রুতা ছড়ানো এবং ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে ৷ ডিসিপি আরও জানিয়েছেন, জুবেইরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আদালতে পেশ করার পর একদিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সাংবাদিকের গ্রেফতারির পর এই নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কেন্দ্রকে একহাত নিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Mohammad Zubair arrest)৷ তিনি লিখেছেন, "যাঁরাই বিজেপির ঘৃণা, ধর্মান্ধতা ও মিথ্যেকে তুলে ধরছে তাঁদেরই জন্য হুমকি এসেছে ৷ সত্যের একটা কণ্ঠকে গ্রেফতার করা হলে আরও হাজারটা এমন কণ্ঠ উঠবে ৷ সত্য সর্বদা স্বৈরাচারের বিরুদ্ধে জয়লাভ করে ৷" এই টুইটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ডরোমত (ভয় পেয়ো না) লিখেছেন রাগা ৷

আরও পড়ুন: Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার

মহম্মদ জুবেইরের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে তৃণমূলও (Alt News founder arrested in Delhi)৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, "বিশ্বের মধ্যে অন্যতম দুর্দান্ত সাংবাদিক, যিনি প্রতিদিন বিজেপির ভুয়ো খবরকে ফাঁস করেছেন, তাঁর গ্রেফতারিকে তীব্র নিন্দা করছি ৷" মোদি ও শাহকে কাপুরুষ বলেও কটাক্ষ করেছেন ডেরেক ৷

অপরদিকে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Mohammad Zubair arrest) এই ঘটনায় একহাত নিয়েছেন দিল্লি পুলিশকে ৷ তিনি টুইটে লিখেছেন, "সাহেবদের তুষ্ট করতে শিঁরদাড়া বেঁকিয়ে ফেলছে দিল্লি পুলিশ ৷" কৃষ্ণনগরের সাংসদের কটাক্ষ, জুবেইরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হল অথচ বিজেপির বিতর্কিত নেত্রী নূপুর শর্মা সুরক্ষিত ভাবেই দিন কাটাচ্ছেন (Mohammad Zubair arrested)৷

  • Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection.

    While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences.

    — Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে যে, "নূপুর শর্মাকেও গ্রেফতার করে দেশকে এটা দেখিয়ে দিন যে নিয়ম সবার জন্যই সমান ৷" কেরালার বিধায়ক এমকে মুনীরের বিদ্রুপ, "কী আশ্চর্যের বিষয়, যিনি হেট স্পিচ দিয়েছেন তিনি মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যিনি সেই বক্তব্য প্রকাশ্যে এনেছেন তাঁকে আটক করা হল ৷"

এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও সাংবাদিকের গ্রেফতারিকে তীব্র নিন্দা করে বলেছেন, কোনও রকম নোটিশ ছাড়া অপরিচিত একজনের এফআইআর-এর ভিত্তিতে জুবেইরকে গ্রেফতার করা হয়েছে ৷

2018 সালের মার্চ মাসে করা একটি টুইটের কারণে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জুবেইরকে ৷ সেই টুইটে তিনি যে ছবি ব্যবহার করেছিলেন, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷

নয়াদিল্লি, 28 জুন: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করল দিল্লি পুলিশ (Journalist Mohammad Zubair arrested)৷ 2018 সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই অধীনে (Opposition slams BJP)৷

দিল্লি পুলিশের ডিসিপি (সাইবার ক্রাইম) কেপিএস মালহোত্রা জানিয়েছেন, আগেই মহম্মদ জুবেইরের বিরুদ্ধে 153এ ধারায় ও 295এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ধর্ম, জন্মস্থান, ভাষা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন দলের মধ্যে শত্রুতা ছড়ানো এবং ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে ৷ ডিসিপি আরও জানিয়েছেন, জুবেইরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আদালতে পেশ করার পর একদিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷

সাংবাদিকের গ্রেফতারির পর এই নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কেন্দ্রকে একহাত নিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Mohammad Zubair arrest)৷ তিনি লিখেছেন, "যাঁরাই বিজেপির ঘৃণা, ধর্মান্ধতা ও মিথ্যেকে তুলে ধরছে তাঁদেরই জন্য হুমকি এসেছে ৷ সত্যের একটা কণ্ঠকে গ্রেফতার করা হলে আরও হাজারটা এমন কণ্ঠ উঠবে ৷ সত্য সর্বদা স্বৈরাচারের বিরুদ্ধে জয়লাভ করে ৷" এই টুইটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ডরোমত (ভয় পেয়ো না) লিখেছেন রাগা ৷

আরও পড়ুন: Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার

মহম্মদ জুবেইরের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে তৃণমূলও (Alt News founder arrested in Delhi)৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, "বিশ্বের মধ্যে অন্যতম দুর্দান্ত সাংবাদিক, যিনি প্রতিদিন বিজেপির ভুয়ো খবরকে ফাঁস করেছেন, তাঁর গ্রেফতারিকে তীব্র নিন্দা করছি ৷" মোদি ও শাহকে কাপুরুষ বলেও কটাক্ষ করেছেন ডেরেক ৷

অপরদিকে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Mohammad Zubair arrest) এই ঘটনায় একহাত নিয়েছেন দিল্লি পুলিশকে ৷ তিনি টুইটে লিখেছেন, "সাহেবদের তুষ্ট করতে শিঁরদাড়া বেঁকিয়ে ফেলছে দিল্লি পুলিশ ৷" কৃষ্ণনগরের সাংসদের কটাক্ষ, জুবেইরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হল অথচ বিজেপির বিতর্কিত নেত্রী নূপুর শর্মা সুরক্ষিত ভাবেই দিন কাটাচ্ছেন (Mohammad Zubair arrested)৷

  • Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection.

    While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences.

    — Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে যে, "নূপুর শর্মাকেও গ্রেফতার করে দেশকে এটা দেখিয়ে দিন যে নিয়ম সবার জন্যই সমান ৷" কেরালার বিধায়ক এমকে মুনীরের বিদ্রুপ, "কী আশ্চর্যের বিষয়, যিনি হেট স্পিচ দিয়েছেন তিনি মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যিনি সেই বক্তব্য প্রকাশ্যে এনেছেন তাঁকে আটক করা হল ৷"

এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও সাংবাদিকের গ্রেফতারিকে তীব্র নিন্দা করে বলেছেন, কোনও রকম নোটিশ ছাড়া অপরিচিত একজনের এফআইআর-এর ভিত্তিতে জুবেইরকে গ্রেফতার করা হয়েছে ৷

2018 সালের মার্চ মাসে করা একটি টুইটের কারণে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জুবেইরকে ৷ সেই টুইটে তিনি যে ছবি ব্যবহার করেছিলেন, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.