নয়াদিল্লি, 28 জুন: বিজেপি নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত ভিডিয়ো ফাঁস করা সাংবাদিক মহম্মদ জুবেইকে পুরনো একটি ঘটনায় গ্রেফতার করল দিল্লি পুলিশ (Journalist Mohammad Zubair arrested)৷ 2018 সালে তাঁর করা একটি টুইট ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়েছে ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৷ তাঁর গ্রেফতারিতে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দায় সরব হয়েছে বিরোধী দলগুলি ৷ কংগ্রেস, তৃণমূল-সহ বিভিন্ন দল চাঁছাছোলা ভাষায় আক্রমণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ উল্লেখ্য, দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকেরই অধীনে (Opposition slams BJP)৷
দিল্লি পুলিশের ডিসিপি (সাইবার ক্রাইম) কেপিএস মালহোত্রা জানিয়েছেন, আগেই মহম্মদ জুবেইরের বিরুদ্ধে 153এ ধারায় ও 295এ ধারায় মামলা দায়ের করা হয়েছিল ৷ তাঁর বিরুদ্ধে ধর্ম, জন্মস্থান, ভাষা ও অন্যান্য বিষয়ে বিভিন্ন দলের মধ্যে শত্রুতা ছড়ানো এবং ইচ্ছাকৃত ভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ রয়েছে ৷ ডিসিপি আরও জানিয়েছেন, জুবেইরের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁকে আদালতে পেশ করার পর একদিনের পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক ৷
সাংবাদিকের গ্রেফতারির পর এই নিয়ে তীব্র শোরগোল শুরু হয় রাজনৈতিক মহলে ৷ কেন্দ্রকে একহাত নিয়ে টুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi on Mohammad Zubair arrest)৷ তিনি লিখেছেন, "যাঁরাই বিজেপির ঘৃণা, ধর্মান্ধতা ও মিথ্যেকে তুলে ধরছে তাঁদেরই জন্য হুমকি এসেছে ৷ সত্যের একটা কণ্ঠকে গ্রেফতার করা হলে আরও হাজারটা এমন কণ্ঠ উঠবে ৷ সত্য সর্বদা স্বৈরাচারের বিরুদ্ধে জয়লাভ করে ৷" এই টুইটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ডরোমত (ভয় পেয়ো না) লিখেছেন রাগা ৷
আরও পড়ুন: Nupur Sharma: কলকাতা পুলিশের তলব এড়িয়ে চার সপ্তাহ সময় চাইলেন নূপুর, নারাজ লালবাজার
মহম্মদ জুবেইরের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে তৃণমূলও (Alt News founder arrested in Delhi)৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন টুইটে লিখেছেন, "বিশ্বের মধ্যে অন্যতম দুর্দান্ত সাংবাদিক, যিনি প্রতিদিন বিজেপির ভুয়ো খবরকে ফাঁস করেছেন, তাঁর গ্রেফতারিকে তীব্র নিন্দা করছি ৷" মোদি ও শাহকে কাপুরুষ বলেও কটাক্ষ করেছেন ডেরেক ৷
অপরদিকে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra on Mohammad Zubair arrest) এই ঘটনায় একহাত নিয়েছেন দিল্লি পুলিশকে ৷ তিনি টুইটে লিখেছেন, "সাহেবদের তুষ্ট করতে শিঁরদাড়া বেঁকিয়ে ফেলছে দিল্লি পুলিশ ৷" কৃষ্ণনগরের সাংসদের কটাক্ষ, জুবেইরকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হল অথচ বিজেপির বিতর্কিত নেত্রী নূপুর শর্মা সুরক্ষিত ভাবেই দিন কাটাচ্ছেন (Mohammad Zubair arrested)৷
-
Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection.
— Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences.
">Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection.
— Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022
While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences.Delhi Police bending over backwards to please sahibs & thumb nose at law.@zoo_bear arrested on trumped up case w/o notice while assisting in case where HC given him protection.
— Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022
While Ms. Fringe Sharma enjoys life of protection at tax payer expense for EXACT same offences.
তৃণমূলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছে যে, "নূপুর শর্মাকেও গ্রেফতার করে দেশকে এটা দেখিয়ে দিন যে নিয়ম সবার জন্যই সমান ৷" কেরালার বিধায়ক এমকে মুনীরের বিদ্রুপ, "কী আশ্চর্যের বিষয়, যিনি হেট স্পিচ দিয়েছেন তিনি মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর যিনি সেই বক্তব্য প্রকাশ্যে এনেছেন তাঁকে আটক করা হল ৷"
এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও সাংবাদিকের গ্রেফতারিকে তীব্র নিন্দা করে বলেছেন, কোনও রকম নোটিশ ছাড়া অপরিচিত একজনের এফআইআর-এর ভিত্তিতে জুবেইরকে গ্রেফতার করা হয়েছে ৷
2018 সালের মার্চ মাসে করা একটি টুইটের কারণে গ্রেফতার করা হয়েছে মহম্মদ জুবেইরকে ৷ সেই টুইটে তিনি যে ছবি ব্যবহার করেছিলেন, তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷