বেঙ্গালুরু, 9 ডিসেম্বর: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডের একাদশতম অভিযুক্ত মোহন নায়ক এন-কে জামিন দিল কর্ণাটক হাইকোর্ট ৷ মোহন নায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি গৌরী লঙ্কেশকে হত্যার পরিকল্পনা করেন ৷ সেই মতো কর্ণাটকের রামগঙ্গা এলাকায় নির্জন স্থানে একটি বাড়ি ভাড়া নেন ৷ সেই বাড়িতে তিনি আশ্রয় দিয়েছিলেন এই হত্যাকাণ্ডের দুই ও তিন নম্বর অভিযুক্তকে ৷ ওই দু’জনই গৌরী লঙ্কেশকে হত্যা করে বলে অভিযোগ ৷
মোহন নায়ককে জামিন দিয়েছে কর্ণাটক হাইকোর্টের বিচারপতি এস বিশ্বজিৎ শেট্টির সিঙ্গল বেঞ্চ ৷ এই হত্যা মামলায় তিনিই প্রথম অভিযুক্ত, যাঁকে জামিন দেওয়া হল ৷ বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা নায়কের জামিন পাওয়ার অন্যতম কারণ ৷ জামিন দিতে গিয়ে হাইকোর্ট জানিয়েছে, 2019 সালের 11 ফেব্রুয়ারি ট্রায়াল কোর্টকে বিচার প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট ৷ অথচ তার প্রায় আড়াই বছর পর, 2021 সালের 30 অক্টোবর এই মামলায় চার্জ গঠন করা হয় ৷ তার পরও কেটে গিয়েছে দু’বছর ৷ এই সময়ের মধ্যে চার্জশিটে থাকা 527 জন সাক্ষীর মধ্যে মাত্র 90 জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে ৷
এই হত্যা মামলায় নায়ককে গ্রেফতার করা হয় 2018 সালের 18 জুলাই ৷ তার পর থেকে তিনি হেফাজতেই রয়েছেন ৷ অবশেষে তিনি জামিন পেলেন ৷ তাঁকে জামিন দিতে গিয়ে বিচার প্রক্রিয়ার মন্থর গতির কথা উঠেছে এসেছে হাইকোর্টে ৷ আদালত জানিয়েছে, হয়তো চার্জশিটে থাকা সমস্ত সাক্ষীর সাক্ষগ্রহণ প্রয়োজন হবে না ৷ কিন্তু দু’বছরে মাত্র 90 জনের সাক্ষ্যগ্রহণ দেখে এটা বলা যেতেই পারে যে এই মামলার বিচার হয়তো কোনোদিনই শেষ হবে না ৷
হাইকোর্ট আরও জানিয়েছে, আবেদনকারী গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে হেফাজতে রয়েছেন ৷ যদিও কোকা (সিওসিএ বা কর্ণাটক কন্ট্রোল অফ অর্গানাইজড ক্রাইমস অ্যাক্ট, 2000)-এর ধারা 22(4) শাস্তিযোগ্য অপরাধের অভিযুক্তদের জামিনে ছাড়ার জন্য নির্দিষ্ট কঠোর বিধান রয়েছে ৷ কোকা-র অধীনে, বিচারে অযৌক্তিক বিলম্ব হলে অভিযুক্তকে জামিনে ছাড়ার জন্য আদালতের ক্ষমতাকে আটকানো যায় না ৷ কারণ, বিচারে বিলম্বের জন্য অভিযুক্ত দায়ী নয় ৷
এর আগেও জামিনের আবেদন করেছিলেন মোহন নায়ক ৷ তবে সেবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায় কর্ণাটক হাইকোর্টে ৷ এবার জামিনের আবেদনে আদালতে নায়কের আইনজীবী জানান, হত্যা মামলায় এই অভিযুক্তের বিরুদ্ধে 23 জন সাক্ষী রয়েছে ৷ তাঁদের মধ্যে মাত্র একজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে ৷ বাকি 22 জনের সাক্ষ্যগ্রহণ কবে হবে, সেই প্রশ্ন তোলেন ওই আইনজীবী ৷ তার পর সবপক্ষের বক্তব্য শোনার পর মোহন নায়ক এন-কে জামিন দেয় কর্ণাটক হাইকোর্ট ৷ তাঁকে এক লাখ টাকার ব্যক্তিগত বন্ড ও একই পরিমাণের দু’টি সিওরিটি (নিশ্চিয়তা)-র বদলে জামিন দেওয়া হয়েছে ৷
উল্লেখ্য, 2017 সালের 5 সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির সামনে খুন হন সাংবাদিক গৌরী লঙ্কেশ ৷ তাঁকে খুন করতে আততায়ীরা বাইকে এসেছিল ৷ পুলিশ তদন্ত শুরু করে৷ গ্রেফতার করা হয় 17 জনকে ৷ গৌরী লঙ্কেশের হত্যার সঙ্গে কন্নড় লেখক এম এম কালবুর্গী এবং মহারাষ্ট্রের গোবিন্দ পানসারে ও নরেন্দ্র দাভোলকরের খুনেরও যোগ রয়েছে বলে তদন্তে উঠে আসে ৷
আরও পড়ুন: