ETV Bharat / bharat

Kidnapped Boy Rescued: 4 বছর আগে যোধপুর থেকে অপহৃত বালক উদ্ধার গুজরাতে

Boy Rescued from Gujarat 4 years After Kidnapping: গুজরাতের দাহোদ জেলা থেকে রাহুল নামে এক বালককে উদ্ধার করল পুলিশ ৷ জানা গিয়েছে, বর্তমানে 7 বছরের রাহুলকে 3 বছর বয়সে যোধপুর থেকে অপহরণ করা হয়েছিল ৷ অন্য একটি শিশুকে অপরহণের মামলার তদন্তে নেমে পুলিশ রাহুলকে উদ্ধার করেছে ৷ তাকে তাঁর বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে ৷

author img

By

Published : Aug 9, 2023, 7:15 PM IST

Kidnapped Boy Rescued ETV BHARAT
Kidnapped Boy Rescued

যোধপুর, 9 অগস্ট: চার বছর আগে অপহরণ হওয়া বালককে উদ্ধার করল গুজরাত পুলিশ ৷ গুজরাতের দাহোদ জেলা থেকে রাহুল নামে ওই বালককে উদ্ধার করা হয়েছে ৷ পরবর্তী সময়ে দাহোদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যেমে যোধপুরের শাস্ত্রীনগর থানাকে খবর দেওয়া হয় ৷ শাস্ত্রীনগর থানার পুলিশ যোধপুরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৷ এর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বালক এবং তাঁর মা-বাবার পরিচয় নিশ্চিত করা হয় ৷ উল্লেখ্য, চার বছর আগে নিখোঁজ হওয়ার সময় রাহুলের বয়স মাত্র 3 বছর ছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রাজস্থানের ভিলওয়াড়া থেকে এক শিশুকে চুরির অভিযোগ ওঠে গত 3 অগস্ট ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিটিটিভি ফুটেজ থেকে বাচ্চাটিকে অপহরণকারী দম্পতির খোঁজ পায় ৷ সেই সূত্র ধরে ভিলওয়াড়া পুলিশ জানতে পারে শিশুটিকে নিয়ে দম্পতি গুজরাতের দাহোদে গিয়েছে ৷ এর পর দাহোদ জেলার পুলিশকে খবর দেওয়া হয় ৷ দাহোদে ট্রেন থেকে ওই দম্পতিকে মোট তিনটি বাচ্চার সঙ্গে আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিলওয়াড়া, যোধপুর ও দিল্লি থেকে এই বাচ্চাগুলিকে অপহরণ করা হয়েছিল ৷ যোধপুর থেকে অপহৃত বালক রাহুল বলে জানতে পারে পুলিশ ৷

এর পর দাহোদ পুলিশ যোধপুরের শাস্ত্রীনগর থানার সঙ্গে যোগাযোগ করে ৷ শাস্ত্রীনগর থানা রাহুলের পরিবারকে খবর দেয় ৷ জানা গিয়েছে, 2019 সালের নভেম্বর মাসে রাহুলকে তুলে নিয়ে গিয়েছিলেন করণ নামে এক ব্যক্তি ৷ রাহুলের ঠাকুমা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তিনি অভিযোগে জানিয়েছিলেন, করণ নামে ওই ব্যক্তি রোজ রাহুলের সঙ্গে দেখা করতে আসতেন, তাকে চকলেট দিতেন ৷ একদিন তাদের বাড়িতে করণ খালি হাতে আসেন এবং রাহুলকে বলেন তিনি চকলেট আনতে ভুলে গিয়েছেন ৷ এর পর পরিবারের অনুমতিতে রাহুলকে নিয়ে যান তিনি ৷ কিন্তু, আর ফেরেননি ৷

আরও পড়ুন: শিশু অপহরণ, পুলিশের জালে মহিলা-সহ পাচার চক্রের 5 অভিযুক্ত

কিন্তু, ভিলওয়াড়া থেকে শিশু অপহরণের পর পুলিশের জালে ধরা পড়েন করণ ওরফে বালু সিং ওরফে মহেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী গীতা ৷ পুলিশকে জেরায় তাঁরা জানিয়েছেন, বাচ্চাদের অপহরণ করে তাঁরা বিভিন্ন জায়গায় ভিক্ষা করান ৷ এটাই তাদের কাজ ৷ রাহুলকে উদ্ধার করার পর, পুলিশ দাহোদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাহায্যে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য অফিসিয়াল নিয়ম মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

যোধপুর, 9 অগস্ট: চার বছর আগে অপহরণ হওয়া বালককে উদ্ধার করল গুজরাত পুলিশ ৷ গুজরাতের দাহোদ জেলা থেকে রাহুল নামে ওই বালককে উদ্ধার করা হয়েছে ৷ পরবর্তী সময়ে দাহোদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যেমে যোধপুরের শাস্ত্রীনগর থানাকে খবর দেওয়া হয় ৷ শাস্ত্রীনগর থানার পুলিশ যোধপুরে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে ৷ এর পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে বালক এবং তাঁর মা-বাবার পরিচয় নিশ্চিত করা হয় ৷ উল্লেখ্য, চার বছর আগে নিখোঁজ হওয়ার সময় রাহুলের বয়স মাত্র 3 বছর ছিল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় পুলিশ এক দম্পতিকে গ্রেফতার করেছে ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, রাজস্থানের ভিলওয়াড়া থেকে এক শিশুকে চুরির অভিযোগ ওঠে গত 3 অগস্ট ৷ সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ সিটিটিভি ফুটেজ থেকে বাচ্চাটিকে অপহরণকারী দম্পতির খোঁজ পায় ৷ সেই সূত্র ধরে ভিলওয়াড়া পুলিশ জানতে পারে শিশুটিকে নিয়ে দম্পতি গুজরাতের দাহোদে গিয়েছে ৷ এর পর দাহোদ জেলার পুলিশকে খবর দেওয়া হয় ৷ দাহোদে ট্রেন থেকে ওই দম্পতিকে মোট তিনটি বাচ্চার সঙ্গে আটক করে ৷ জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিলওয়াড়া, যোধপুর ও দিল্লি থেকে এই বাচ্চাগুলিকে অপহরণ করা হয়েছিল ৷ যোধপুর থেকে অপহৃত বালক রাহুল বলে জানতে পারে পুলিশ ৷

এর পর দাহোদ পুলিশ যোধপুরের শাস্ত্রীনগর থানার সঙ্গে যোগাযোগ করে ৷ শাস্ত্রীনগর থানা রাহুলের পরিবারকে খবর দেয় ৷ জানা গিয়েছে, 2019 সালের নভেম্বর মাসে রাহুলকে তুলে নিয়ে গিয়েছিলেন করণ নামে এক ব্যক্তি ৷ রাহুলের ঠাকুমা পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন ৷ তিনি অভিযোগে জানিয়েছিলেন, করণ নামে ওই ব্যক্তি রোজ রাহুলের সঙ্গে দেখা করতে আসতেন, তাকে চকলেট দিতেন ৷ একদিন তাদের বাড়িতে করণ খালি হাতে আসেন এবং রাহুলকে বলেন তিনি চকলেট আনতে ভুলে গিয়েছেন ৷ এর পর পরিবারের অনুমতিতে রাহুলকে নিয়ে যান তিনি ৷ কিন্তু, আর ফেরেননি ৷

আরও পড়ুন: শিশু অপহরণ, পুলিশের জালে মহিলা-সহ পাচার চক্রের 5 অভিযুক্ত

কিন্তু, ভিলওয়াড়া থেকে শিশু অপহরণের পর পুলিশের জালে ধরা পড়েন করণ ওরফে বালু সিং ওরফে মহেন্দ্র সিং এবং তাঁর স্ত্রী গীতা ৷ পুলিশকে জেরায় তাঁরা জানিয়েছেন, বাচ্চাদের অপহরণ করে তাঁরা বিভিন্ন জায়গায় ভিক্ষা করান ৷ এটাই তাদের কাজ ৷ রাহুলকে উদ্ধার করার পর, পুলিশ দাহোদ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সাহায্যে ডিএনএ পরীক্ষা ও অন্যান্য অফিসিয়াল নিয়ম মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.