শ্রীনগর, 4 অক্টোবর: জম্মু ও কাশ্মীর পুলিশের কারা বিভাগের ডিজি হেমন্ত কুমার লোহিয়ার হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত তাঁর পরিচারক ইয়াসির আহমেদকে গ্রেফতার করা হল ৷ এই ঘটনার সঙ্গে নাশকতার যোগ নেই (JK DG Prisons Murder) বলে পুলিশ দাবি করলেও, জম্মু ও কাশ্মীরের নতুন জঙ্গি সংগঠন পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে (Hemant Kumar Lohia found dead)৷
জম্মুর এডিজিপি মুকেশ সিং জানিয়েছেন, রাতভর চিরুনি তল্লাশি চালানোর পর ডিজি কারা হেমন্ত লোহিয়ার হত্যা মামলায় মূল অভিযুক্তকে ধরতে পেরেছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ এর আগে তিনি বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, লোহিয়ার হত্যায় মূল অভিযুক্ত হিসেবে তাঁর পরিচারক ইয়াসির আহমেদকে চিহ্নিত করা হয়েছে ৷ ইয়াসির রম্বানের বাসিন্দা ৷ জম্মু ডিভিশনের এই শীর্ষ পুলিশকর্তা আরও জানান, "ঘটনাস্থল থেকে যে সিসিটিভি ফুটেজ মিলেছে তাতে দেখা গিয়েছে যে, অপরাধের পর ঘটনাস্থল থেকে চম্পট দিচ্ছে সন্দেহভাজন অভিযুক্ত ৷"
তিনি আরও জানান, "প্রায় 6 মাস হল ওই ব্যক্তি এই বাড়িতে কাজ করছেন ৷ প্রাথমিক তদন্তে এটাই দেখা গিয়েছে যে, তিনি খুবই আগ্রাসী মনোভাবের ছিলেন এবং হতাশাতেও ভুগতেন বলে দাবি করেছে সূত্র ৷" তবে মুকেশ সিং-এর দাবি, "প্রাথমিক তদন্তের পর এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও জঙ্গি যোগ মেলেনি ৷ তবে তদন্ত চলছে ৷"
আরও পড়ুন: ভূস্বর্গে শীর্ষ পুলিশকর্তার দেহ উদ্ধার, হত্যা বলে প্রাথমিক অনুমান
যে অস্ত্রের আঘাতে ডিজিপি কারা-কে খুন করা হয়েছে সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ এছাড়াও ঘটনাস্থল থেকে আরও কিছু প্রমাণ মিলেছে যার থেকে অভিযুক্তের মানসিক অবস্থার আন্দাজ পাওয়া যাচ্ছে বলে পুলিশ জানিয়েছে ৷ পলাতক অভিযুক্তের ছবি ছড়িয়ে দিয়েছিল পুলিশ ৷
জম্মু ও কাশ্মীরের ডিজিপি কারা হেমন্ত কুমার লোহিয়ার দেহ উদ্ধার হওয়ার পরই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ও ফরেন্সিক দল ৷ ঘটনার পর থেকেই লোহিয়ার পরিচারক পলাতক ছিল ৷ পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করে ৷ পুলিশের শীর্ষ কর্তার প্রয়াণে তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ ৷ লোহিয়ার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ৷