ETV Bharat / bharat

Jharkhand: লিভ ইন পার্টনারের সঙ্গে বচসা, তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা !

author img

By

Published : Oct 20, 2022, 3:16 PM IST

এক তরুণীকে তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তাঁরই লিভ ইন পার্টনারের বিরুদ্ধে ৷ ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka) জেলার ঘটনা ৷ অভিযোগ অস্বীকার অভিযুক্তের ৷

Jharkhand Woman Suffers Burn Injuries After Argument With Live In Partner
Jharkhand: লিভ ইন পার্টনারের সঙ্গে বচসা, তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা !

দুমকা (ঝাড়খণ্ড), 20 অক্টোবর: লিভ ইন পার্টনারের সঙ্গে বচসার জেরে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ! যদিও অভিযুক্তের দাবি, এটা নিছকই দুর্ঘটনা ৷ শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনায় ওই তরুণীর মৃত্যু না হলেও তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশংকাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka) জেলায় ৷

বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, ওই তরুণীর বয়স 22 বছর ৷ এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি ৷ আপাতত রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী ৷ স্থানীয় গোপিকেন্দর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেখানে ওই তরুণী থাকেন, তা ঝাড়খণ্ডের অত্যন্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকা ৷

আরও পড়ুন: 24তলা থেকে মরণঝাঁপ ! মুম্বইয়ের নামী বিল্ডারের মৃত্যুতে রহস্য

বৃহস্পতিবার ওই পুলিশ আধিকারিক বলেন, "দুমকা জেলার খাড়কাসোল গ্রামে থাকেন ওই তরুণী ৷ বুধবার রাতে তাঁর সঙ্গে তাঁর লিভ-ইন পার্টনারের ঝগড়া হয় ৷ এরপরই ওই তরুণীর গায়ে পেট্রল ঢেলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ এরপর ওই তরুণীকে প্রথমে দুমকার ফুলো ঝানো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ডও করা হয়েছে ৷" পরবর্তীতে আহত তরুণীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয় ৷

পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতে বাড়ি ফিরে ওই তরুণীকে দেখতে পাননি তাঁর লিভ-ইন পার্টনার ৷ এরপর ওই যুবক তরুণীর ঠাকুমার বাড়িতে যান ৷ সেখানেই তরুণী ছিলেন ৷ তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন ওই যুবক ৷ কিন্তু, তরুণী তাঁর সঙ্গে ফিরতে অস্বীকার করেন ৷ তিনি জানান, তাঁর ঠাকুমা অসুস্থ ৷ তাই আপাতত তাঁকে ঠাকুমার সঙ্গে থাকতে হবে ৷ এই নিয়েই দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ এরপরই ওই যুবক তরুণীকে পুড়িয়ে মারার হুমকি দেন বলেন অভিযোগ ৷

যদিও পুলিশের কাছে অভিযুক্ত যুবক জানিয়েছেন, বচসার সময় ওই তরুণীই একটি পেট্রলভর্তি বোতল তাঁর দিকে ছুড়ে মারার চেষ্টা করেন ৷ তখনই তাতে আগুন ধরে যায় ! যুবকের দাবি, তিনি নন, তরুণীর ঠাকুমা পেট্রলের বোতলে আগুন ধরিয়েছিলেন ৷ তিনি উলটে তরুণী ও তাঁর ঠাকুমাকে বাঁচানোর চেষ্টা করেন বলেও দাবি করেছেন ওই যুবক ৷ তাতে তরুণীর ঠাকুমা এবং অভিযুক্ত যুবকও আহত হন ৷ এই ঘটনার পরই আহতদের প্রথমে স্থানীয় দুমকার ফুলো ঝানো মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখান থেকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে স্থানান্তিরত করা হয় তরুণীকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

দুমকা (ঝাড়খণ্ড), 20 অক্টোবর: লিভ ইন পার্টনারের সঙ্গে বচসার জেরে এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল ! যদিও অভিযুক্তের দাবি, এটা নিছকই দুর্ঘটনা ৷ শেষ পাওয়া খবর অনুসারে, ঘটনায় ওই তরুণীর মৃত্যু না হলেও তাঁর শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে ৷ তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশংকাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা ৷ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka) জেলায় ৷

বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, ওই তরুণীর বয়স 22 বছর ৷ এক যুবকের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন তিনি ৷ আপাতত রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন রয়েছেন ওই তরুণী ৷ স্থানীয় গোপিকেন্দর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেখানে ওই তরুণী থাকেন, তা ঝাড়খণ্ডের অত্যন্ত প্রত্যন্ত গ্রামীণ এলাকা ৷

আরও পড়ুন: 24তলা থেকে মরণঝাঁপ ! মুম্বইয়ের নামী বিল্ডারের মৃত্যুতে রহস্য

বৃহস্পতিবার ওই পুলিশ আধিকারিক বলেন, "দুমকা জেলার খাড়কাসোল গ্রামে থাকেন ওই তরুণী ৷ বুধবার রাতে তাঁর সঙ্গে তাঁর লিভ-ইন পার্টনারের ঝগড়া হয় ৷ এরপরই ওই তরুণীর গায়ে পেট্রল ঢেলে তাঁকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ এরপর ওই তরুণীকে প্রথমে দুমকার ফুলো ঝানো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর বয়ান রেকর্ডও করা হয়েছে ৷" পরবর্তীতে আহত তরুণীকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয় ৷

পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, বুধবার রাতে বাড়ি ফিরে ওই তরুণীকে দেখতে পাননি তাঁর লিভ-ইন পার্টনার ৷ এরপর ওই যুবক তরুণীর ঠাকুমার বাড়িতে যান ৷ সেখানেই তরুণী ছিলেন ৷ তাঁকে বাড়ি ফিরে যেতে বলেন ওই যুবক ৷ কিন্তু, তরুণী তাঁর সঙ্গে ফিরতে অস্বীকার করেন ৷ তিনি জানান, তাঁর ঠাকুমা অসুস্থ ৷ তাই আপাতত তাঁকে ঠাকুমার সঙ্গে থাকতে হবে ৷ এই নিয়েই দু'জনের মধ্যে বচসা শুরু হয় ৷ এরপরই ওই যুবক তরুণীকে পুড়িয়ে মারার হুমকি দেন বলেন অভিযোগ ৷

যদিও পুলিশের কাছে অভিযুক্ত যুবক জানিয়েছেন, বচসার সময় ওই তরুণীই একটি পেট্রলভর্তি বোতল তাঁর দিকে ছুড়ে মারার চেষ্টা করেন ৷ তখনই তাতে আগুন ধরে যায় ! যুবকের দাবি, তিনি নন, তরুণীর ঠাকুমা পেট্রলের বোতলে আগুন ধরিয়েছিলেন ৷ তিনি উলটে তরুণী ও তাঁর ঠাকুমাকে বাঁচানোর চেষ্টা করেন বলেও দাবি করেছেন ওই যুবক ৷ তাতে তরুণীর ঠাকুমা এবং অভিযুক্ত যুবকও আহত হন ৷ এই ঘটনার পরই আহতদের প্রথমে স্থানীয় দুমকার ফুলো ঝানো মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখান থেকে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে স্থানান্তিরত করা হয় তরুণীকে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.