ETV Bharat / bharat

Tribal Marriage: ঝাড়খণ্ডে এক মণ্ডপে 2 কনেকে বিয়ে পাত্রের - দুই মহিলাকে বিয়ে করলেন এক ব্যক্তি

এক ব্যক্তির সঙ্গে বিয়ে হল 2 মহিলার ৷ ঝাড়খণ্ডের লোহারগাদা জেলার হিসরি পঞ্চায়েতের যোগীয়ারা গাডটোলি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই বিয়ের আয়োজন হয় ৷ 3 পরিবারের সদস্যরা উপস্থিত থেকে বর এবং 2 কনেকে আশীর্বাদ করেন ৷

jharkhand-man-marries-two-brides-in-same-mandap
ঝাড়খণ্ডে এক মণ্ডপে 2 কনেকে বিয়ে পাত্রের
author img

By

Published : Oct 4, 2021, 6:48 PM IST

Updated : Oct 4, 2021, 8:20 PM IST

লোহারগাদা (ঝাড়খণ্ড), 4 অক্টোবর : এক মণ্ডপে দুই মহিলাকে বিয়ে করলেন এক ব্যক্তি ৷ তাও আবার তিন পরিবারের সহমতে ৷ এমনই অবাক করা ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের লোহারগাদা জেলার হিসরি পঞ্চায়েতের যোগীয়ারা গাডটোলি গ্রামে ৷ আদিবাসী রীতি মেনে এই বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে এই বিয়েতে কোনওরকম সমস্যা নেই বলে দাবি করা হয়েছে পাত্র এবং দুই পাত্রীর পরিবারের ৷

প্রসঙ্গত, পাত্র সঞ্জিত ওঁরাওয়ের সঙ্গে গ্রামের একটি মেয়ে রিংকি ওঁরাওয়ের সম্পর্ক ছিল ৷ বিয়ের আগেই তাঁদের 3টি সন্তানও হয় বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি জানা যায়, সঞ্জিতের সঙ্গে হিসরি পঞ্চায়েত এলাকার আরেকটি মহিলারও সম্পর্ক রয়েছে ৷ তাঁর নাম কলাবতী ওঁরাও ৷ সম্প্রতি দুই মহিলা জানতে পারেন, সঞ্জিত ওঁরাও তাঁদের দু’জনের সঙ্গেই সম্পর্ক রাখছেন ৷ এর পরে তাঁরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেয় যে, সঞ্জিত ওঁরাওকে তাঁরা দু‘জনেই বিয়ে করবেন ৷ তাঁরা তাঁদের নিজেদের পরিবারকে বিষয়টি জানান ৷ সঞ্জিতও তাঁর পরিবারকে পুরো বিষয়টি জানান ৷

আরও পড়ুন : Priyanka Gandhi: গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

তার পর আজ তিন পরিবারের উপস্থিতিতে আদিবাসী নিয়ম মেনে তাঁদের বিয়ে হয়েছে ৷ অসংখ্য মানুষ তাঁদের আর্শীবাদ করতে উপস্থিত হয়েছিলেন ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক পাত্রের সঙ্গে দুই কনের বিয়ে হয় ৷ তাঁদের কোনও আপত্তি না থাকায় দুই মহিলাই তাঁকে বিয়ে করতে রাজি হয়ে যান ৷ আর আদিবাসী রীতিতে এই বিয়েতে কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

লোহারগাদা (ঝাড়খণ্ড), 4 অক্টোবর : এক মণ্ডপে দুই মহিলাকে বিয়ে করলেন এক ব্যক্তি ৷ তাও আবার তিন পরিবারের সহমতে ৷ এমনই অবাক করা ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের লোহারগাদা জেলার হিসরি পঞ্চায়েতের যোগীয়ারা গাডটোলি গ্রামে ৷ আদিবাসী রীতি মেনে এই বিয়ে হয়েছে বলে জানা গিয়েছে ৷ ফলে এই বিয়েতে কোনওরকম সমস্যা নেই বলে দাবি করা হয়েছে পাত্র এবং দুই পাত্রীর পরিবারের ৷

প্রসঙ্গত, পাত্র সঞ্জিত ওঁরাওয়ের সঙ্গে গ্রামের একটি মেয়ে রিংকি ওঁরাওয়ের সম্পর্ক ছিল ৷ বিয়ের আগেই তাঁদের 3টি সন্তানও হয় বলে জানা গিয়েছে ৷ সম্প্রতি জানা যায়, সঞ্জিতের সঙ্গে হিসরি পঞ্চায়েত এলাকার আরেকটি মহিলারও সম্পর্ক রয়েছে ৷ তাঁর নাম কলাবতী ওঁরাও ৷ সম্প্রতি দুই মহিলা জানতে পারেন, সঞ্জিত ওঁরাও তাঁদের দু’জনের সঙ্গেই সম্পর্ক রাখছেন ৷ এর পরে তাঁরা নিজেদের মধ্যে কথা বলে সিদ্ধান্ত নেয় যে, সঞ্জিত ওঁরাওকে তাঁরা দু‘জনেই বিয়ে করবেন ৷ তাঁরা তাঁদের নিজেদের পরিবারকে বিষয়টি জানান ৷ সঞ্জিতও তাঁর পরিবারকে পুরো বিষয়টি জানান ৷

আরও পড়ুন : Priyanka Gandhi: গৃহবন্দি অবস্থায় ঘর পরিষ্কার করছেন প্রিয়াঙ্কা, ভাইরাল ভিডিয়ো

তার পর আজ তিন পরিবারের উপস্থিতিতে আদিবাসী নিয়ম মেনে তাঁদের বিয়ে হয়েছে ৷ অসংখ্য মানুষ তাঁদের আর্শীবাদ করতে উপস্থিত হয়েছিলেন ৷ তবে, এটাই প্রথম নয় ৷ এর আগে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক পাত্রের সঙ্গে দুই কনের বিয়ে হয় ৷ তাঁদের কোনও আপত্তি না থাকায় দুই মহিলাই তাঁকে বিয়ে করতে রাজি হয়ে যান ৷ আর আদিবাসী রীতিতে এই বিয়েতে কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Ramoji Film City: 8 অক্টোবর খুলছে রামোজি ফিল্ম সিটি, বিশদে জানুন

Last Updated : Oct 4, 2021, 8:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.