কলকাতা, 2 অগস্ট : গোয়ায় দুই নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় বিরূপ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত (Pramod Sawant) ৷ তিনি বলেন, "নাবালিকারা অনেক রাত অবধি বাইরে ছিল ৷ মেয়েরা সঠিক সময়ে বাড়ি ফিরছে কিনা তা খেয়াল রাখা উচিত ছিল তাদের বাবা-মায়েরদের ৷ তাঁদের কখনওই উচিত হয়নি তাঁদের মেয়েদের এত রাত অবধি বাইরে থাকতে দেওয়া ৷" মুখ্যমন্ত্রীর এই মন্তব্য জেরেই তৈরি হয় বিতর্ক ৷
তবে তিনি একা নন ৷ এর আগেও একাধিক রাজনৈতিক নেতা-নেত্রী এমন সংবেদনশীল পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছেন ৷
তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)- উত্তরাখণ্ডের প্রাক্তন এই মুখ্যমন্ত্রী মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন ৷
মীনা কুমারী (Meena Kumari)- উত্তরপ্রদেশ মহিলা কমিশনের এই সদস্য মেয়েদের মোবাইলে ছেলেদের সঙ্গে কথা বলার বিষয়টি অপরাধের কারণ হিসাবে দর্শান ৷
মুলায়ম সিং যাদব (Mulayam Singh Yadav)- সমাজবাদী পার্টির প্রাক্তন সভাপতি একবার বলেছিলেন, ছেলেদের সঙ্গে মেয়েদের মতবিরোধ হলেই মেয়েরা ধর্ষণের অভিযোগ আনে ৷ তাতেই কী ছেলেটাকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া উচিত?
শরদ যাদব (Sharad Yadav)- 1997 সালে মহিলা সংরক্ষণ বিল পাস হয় ৷ শরদ বলেন, "নারী সংরক্ষণ বিল পাসের মাধ্যমে মহিলাদের সংসদে ফেরানো হল ৷" তারপর অবশ্য তিনি ক্ষমা চান ৷ তবে 2017 সালে ফের তাঁকে বিরূপ মন্তব্য করতে শোনা যায়, "মেয়ের সম্মানের চেয়ে ভোটের সম্মান বেশি । যদি মেয়ের সম্মান নষ্ট হয়, তাহলে গ্রাম ও এলাকার সম্মান নষ্ট হবে ৷ কিন্তু একবার ভোট বিক্রি হয়ে গেলে দেশের সম্মান নষ্ট হয়ে যাবে ৷"
কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)- এই সর্বভারতীয় বিজেপি নেতা মহিলাদের 'প্ররোচনামূলক' প্রসাধনী না ব্যবহার করার পরামর্শ দেন ৷
মহিলাদের প্রতি বিরূপ মন্তব্য করার তালিকায় এভাবেই রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়ও (Abhijit Mukherjee) ৷ একই তালিকায় রয়েছেন নরেশ আগারওয়াল (Naresh Agarwal), আনিসুর রহমান (Anisur Rehman), শীলা দীক্ষিত (Sheila Dikshit) ৷ তালিকায় রয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) ৷ পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডকে তিনি সাজানো বলে মন্তব্য করে বির্তকের মুখে পড়েন ৷
তালিকা এরপরও দীর্ঘ ৷ রয়েছেন তৃণমূলের বারাসতে বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) ৷ তিরথ সিং রাওয়াতের মতো এই অভিনেতা-বিধায়ক মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করেন ৷ তালিকায় এছাড়াও রয়েছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান (Azam Khan), ছত্তিশগড়ের প্রাক্তন বিজেপি সাংসদ বংশীলাল মাহাতো (Bansilal Mahato), হরিয়ানার খাপ নেতা জীতেন্দ্র ছাত্তার (Jitendra Chattar), ছত্তিশগড় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিভা রাও (Vibha Rao), কর্নাটকের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সিসি পাটিল (CC Patil), সমাজবাদী পার্টির নেতা আবু আজমি (Abu Azmi) ৷ ধর্ষণের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত আশারাম বাপুকে (Asaram Bapu) ধর্ষণের কারণ হিসাবে বলতে শোনা যায়, "তালি কখনও এক হাতে বাজে না ৷"
এই তালিকায় পাওয়া যাচ্ছে পুলিশ আধিকারিকদেরও ৷ রয়েছেন কিরণ বেদীর (Kiran Bedi) মতো দাপুটে মহিলা আধিকারিক ৷ একই ভাবে অন্ধ্রপ্রদেশের পুলিশ কর্তা ভি দীনেশ রেড্ডিও (V Dinesh Reddy) রয়েছেন মহিলাদের নিয়ে বিরূপ মন্তব্যকারীদের তালিকায় ৷
আরও পড়ুন : Babul Supriyo : রাজনীতি ছাড়লেও সাংসদ থাকছেন, নাড্ডার সঙ্গে বৈঠক শেষে ঘোষণা বাবুলের