ETV Bharat / bharat

করোনার বাড়বাড়ন্ত, স্থগিত জয়েন্টের মেইনস পরীক্ষা

এই পরীক্ষা ফের কবে হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি ।

author img

By

Published : May 4, 2021, 6:55 PM IST

JEE (Main)
ছবি

নয়াদিল্লি, 4 মে : বাড়ছে করোনার সংক্রমণ । ফের একবার স্থগিত করা হল জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা । চলতি মাসের 28 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে দাঁত-নখ বের করতে শুরু করেছে, তার জেরে আবার স্থগিত করা হল পরীক্ষা ।

অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (মেইনস) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ । এনটিএ-র তরফে জানানো হয়েছে, ইতিমদ্য়েই দুই দফায় জয়েন্টের মেইন পরীক্ষা হয়ে গিয়েছে ।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় কেন্দ্র ব্য়র্থ, তাই লকডাউন চান রাহুল

আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে এনটিএ-র একটি বিজ্ঞপ্তি তুলে ধরে জানিয়েছেন, "উদ্ভুত করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং পড়ুয়াদের সুরক্ষার কথা বিবেচনা করে, জেইই-মেনসের মে মাসের পরীক্ষা স্থগিত করে দেওয়া হল ।"

এই পরীক্ষা ফের কবে হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি । পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ।

নয়াদিল্লি, 4 মে : বাড়ছে করোনার সংক্রমণ । ফের একবার স্থগিত করা হল জয়েন্ট এন্ট্রান্সের মেইন পরীক্ষা । চলতি মাসের 28 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল । কিন্তু দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে দাঁত-নখ বের করতে শুরু করেছে, তার জেরে আবার স্থগিত করা হল পরীক্ষা ।

অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (মেইনস) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ । এনটিএ-র তরফে জানানো হয়েছে, ইতিমদ্য়েই দুই দফায় জয়েন্টের মেইন পরীক্ষা হয়ে গিয়েছে ।

আরও পড়ুন : করোনা মোকাবিলায় কেন্দ্র ব্য়র্থ, তাই লকডাউন চান রাহুল

আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল টুইটারে এনটিএ-র একটি বিজ্ঞপ্তি তুলে ধরে জানিয়েছেন, "উদ্ভুত করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এবং পড়ুয়াদের সুরক্ষার কথা বিবেচনা করে, জেইই-মেনসের মে মাসের পরীক্ষা স্থগিত করে দেওয়া হল ।"

এই পরীক্ষা ফের কবে হবে, সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি । পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে, তা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.