ETV Bharat / bharat

JEE Main 2023 Result: জানুয়ারি সেশনের JEE মেইনের ফলপ্রকাশ সম্ভবত আজ - জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এনট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ

জানুয়ারি সেশনের জেইই মেইনের ফলপ্রকাশ (JEE Main 2023 Result) সম্ভবত আজ হতে চলেছে ৷ জেইই মেইন হয়েছিল 2023 সালের 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে ৷

JEE Main 2023 Result ETV Bharat
জেইই মেইনের ফলপ্রকাশ
author img

By

Published : Feb 6, 2023, 1:00 PM IST

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: সোমবার জেইই মেইন (Joint Entrance Examination Main) 2023 জানুয়ারি সেশনের ফলাফল প্রকাশ করতে পারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জেইই মেইন (জয়েন্ট এন্ট্রান্স এক্স্যামিনেশন) অনুষ্ঠিত হয় 2023 সালের 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে ৷ NITs, IIITs, অন্যান্য কেন্দ্রীয়ভাবে অর্থায়িত কারিগরি প্রতিষ্ঠান (CFTIs), এবং রাজ্য সরকারগুলির পোষিত/স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য পরিচালিত হয় এই পরীক্ষা (JEE Main Result 2023 today)৷

জেইই মেইন জানুয়ারি সেশনে রেকর্ড উপস্থিতি: ন্যাশনাল টেস্টি এজেন্সির (NTA) দেওয়া তথ্য বলছে, জেইই মেইন প্রথম সেশনের জন্য 9 লক্ষেরও বেশি প্রার্থী নাম রেজিস্টার করেছিলেন, যার মধ্যে প্রায় 8.6 লক্ষ পরীক্ষার্থী ছিলেন পেপার-1 (BE/BTech) এবং 0.46 লক্ষ ছিলেন পেপার-2 (B Arch/B Planning) এর জন্য ছিলেন ৷ জেইই মেইন জানুয়ারি সেশন পরীক্ষায় রেকর্ড 95.8% উপস্থিতি নথিভুক্ত হয়েছে, যা এনটিএ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পরিচালনা শুরু করার পর থেকে সর্বোচ্চ (Joint Engineering Entrance test)।

মর্যাদার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার জেইই মেইন: জেইই মেইন হল দেশের মর্যাদাপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান - ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NITs), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIITs) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT-H)-সহ অন্যান্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলিতে ভর্তির প্রবেশদ্বার । এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা ৷

আরও পড়ুন: JEE মেইন শেষ, স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা

জেইই অ্যাডভান্সডে প্রবেশের যোগ্যতা পরীক্ষাও জেইই মেইন: দেশের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs) ৷ তাতে ভর্তির জন্য জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয় ৷ সেই পরীক্ষায় বসার যোগ্যতা নির্ধারক পরীক্ষা হিসেবেও বিবেচিত হয় জেইই মেইন (January session of JEE Main 2023)। জেইই মেইনের ফলাফলের একটি কাট-অফ মার্কসের উপর ভিত্তি করে, শিক্ষার্থীদের জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় ।

হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: সোমবার জেইই মেইন (Joint Entrance Examination Main) 2023 জানুয়ারি সেশনের ফলাফল প্রকাশ করতে পারে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। জেইই মেইন (জয়েন্ট এন্ট্রান্স এক্স্যামিনেশন) অনুষ্ঠিত হয় 2023 সালের 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারির মধ্যে ৷ NITs, IIITs, অন্যান্য কেন্দ্রীয়ভাবে অর্থায়িত কারিগরি প্রতিষ্ঠান (CFTIs), এবং রাজ্য সরকারগুলির পোষিত/স্বীকৃত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন স্নাতক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য পরিচালিত হয় এই পরীক্ষা (JEE Main Result 2023 today)৷

জেইই মেইন জানুয়ারি সেশনে রেকর্ড উপস্থিতি: ন্যাশনাল টেস্টি এজেন্সির (NTA) দেওয়া তথ্য বলছে, জেইই মেইন প্রথম সেশনের জন্য 9 লক্ষেরও বেশি প্রার্থী নাম রেজিস্টার করেছিলেন, যার মধ্যে প্রায় 8.6 লক্ষ পরীক্ষার্থী ছিলেন পেপার-1 (BE/BTech) এবং 0.46 লক্ষ ছিলেন পেপার-2 (B Arch/B Planning) এর জন্য ছিলেন ৷ জেইই মেইন জানুয়ারি সেশন পরীক্ষায় রেকর্ড 95.8% উপস্থিতি নথিভুক্ত হয়েছে, যা এনটিএ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পরিচালনা শুরু করার পর থেকে সর্বোচ্চ (Joint Engineering Entrance test)।

মর্যাদার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশদ্বার জেইই মেইন: জেইই মেইন হল দেশের মর্যাদাপূর্ণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান - ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (NITs), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIITs) এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (IIIT-H)-সহ অন্যান্য শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলিতে ভর্তির প্রবেশদ্বার । এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলিতে পড়ার সুযোগ পান ছাত্রছাত্রীরা ৷

আরও পড়ুন: JEE মেইন শেষ, স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্র থেকে বেরিয়ে আসছেন পরীক্ষার্থীরা

জেইই অ্যাডভান্সডে প্রবেশের যোগ্যতা পরীক্ষাও জেইই মেইন: দেশের প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলির অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IITs) ৷ তাতে ভর্তির জন্য জেইই অ্যাডভান্সড পরীক্ষা দিতে হয় ৷ সেই পরীক্ষায় বসার যোগ্যতা নির্ধারক পরীক্ষা হিসেবেও বিবেচিত হয় জেইই মেইন (January session of JEE Main 2023)। জেইই মেইনের ফলাফলের একটি কাট-অফ মার্কসের উপর ভিত্তি করে, শিক্ষার্থীদের জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.