ETV Bharat / bharat

Jaya Bachchan in RS: "আপনার খারাপ দিন আসবে অভিশাপ দিলাম", সংসদে রণংদেহি জয়া - jaya bachchan outburst in rajya sabha

সোমবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন কয়েকজন বিজেপি সাংসদের উপর ক্ষোভে ফেটে পড়লেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷

Jaya Bachchan in RS
সংসদে রনংদেহি জয়া
author img

By

Published : Dec 20, 2021, 9:58 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপারকাণ্ডে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ইডির ডেকে পাঠানোর প্রসঙ্গ তোলায় রাজ্যসভায় শাপশাপান্ত করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷ সোমবার উত্তেজিত হয়ে জয়া ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে এক বিজেপি সাংসদকে লক্ষ্য করে বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

এদিন রাজ্যসভায় যখন মাদক বিল নিয়ে আলোচনা চলছিল তখন সপা সাংসদ জয়া বচ্চন বিরোধী শিবিরের 12 জন সাংসদের সাসপেনশনের প্রসঙ্গ তোলেন ৷ সেসময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা ৷ জয়া বচ্চন বলেন, "আমরা সুবিচার চাই ৷ আমরা ওইদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) সুবিচার পাওয়ার আশা রাখি না ৷ কিন্তু আপনার থেকে কি এই আশা রাখতে পারি ৷ এই সভার সদস্য যে 12 জন সাংসদ বাইরে বসে আছেন আপনি তাঁদের কীভাবে রক্ষা করছেন?" জবাবে ভুবনেশ্বর কলিতা জয়াকে মাদক বিল নিয়ে কিছু বলার থাকলে বলতে বলেন ৷ জয়া প্রত্যুত্তরে বলেন, "এখন আমার বলার সময় ৷"

আরও পড়ুন : লোকসভায় পাশ আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বিল

এই সময় ট্রেজারি বেঞ্চের দিক থেকে কিছু মন্তব্য উড়ে আসে জয়া বচ্চনের উদ্দেশ্যে ৷ তা শুনেই চটে যান সপা সাংসদ ৷ চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, "এখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমার পরিবারকে নিয়ে মন্তব্য করা হচ্ছে ৷ আপনি সভাপতির চেয়ারে বসে পক্ষপাতিত্ব করতে পারেন না ৷ আপনি কোনও দলের নয় ৷ আমি চাই আপনি ব্যবস্থা নিন যিনি এই মন্তব্য করলেন তাঁর বিরুদ্ধে ৷ ওনি এত সাহস পান কী করে?" এরপরের ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে যিনি এই মন্তব্য করেছেন তাঁর উদ্দেশে জয়া বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

পানামা পেপারকাণ্ডে ইতিমধ্য়েই জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ এদিন এই বিষয়েই মন্তব্য উড়ে আসে জয়ার উদ্দেশ্যে ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপারকাণ্ডে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ইডির ডেকে পাঠানোর প্রসঙ্গ তোলায় রাজ্যসভায় শাপশাপান্ত করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷ সোমবার উত্তেজিত হয়ে জয়া ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে এক বিজেপি সাংসদকে লক্ষ্য করে বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

এদিন রাজ্যসভায় যখন মাদক বিল নিয়ে আলোচনা চলছিল তখন সপা সাংসদ জয়া বচ্চন বিরোধী শিবিরের 12 জন সাংসদের সাসপেনশনের প্রসঙ্গ তোলেন ৷ সেসময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা ৷ জয়া বচ্চন বলেন, "আমরা সুবিচার চাই ৷ আমরা ওইদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) সুবিচার পাওয়ার আশা রাখি না ৷ কিন্তু আপনার থেকে কি এই আশা রাখতে পারি ৷ এই সভার সদস্য যে 12 জন সাংসদ বাইরে বসে আছেন আপনি তাঁদের কীভাবে রক্ষা করছেন?" জবাবে ভুবনেশ্বর কলিতা জয়াকে মাদক বিল নিয়ে কিছু বলার থাকলে বলতে বলেন ৷ জয়া প্রত্যুত্তরে বলেন, "এখন আমার বলার সময় ৷"

আরও পড়ুন : লোকসভায় পাশ আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বিল

এই সময় ট্রেজারি বেঞ্চের দিক থেকে কিছু মন্তব্য উড়ে আসে জয়া বচ্চনের উদ্দেশ্যে ৷ তা শুনেই চটে যান সপা সাংসদ ৷ চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, "এখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমার পরিবারকে নিয়ে মন্তব্য করা হচ্ছে ৷ আপনি সভাপতির চেয়ারে বসে পক্ষপাতিত্ব করতে পারেন না ৷ আপনি কোনও দলের নয় ৷ আমি চাই আপনি ব্যবস্থা নিন যিনি এই মন্তব্য করলেন তাঁর বিরুদ্ধে ৷ ওনি এত সাহস পান কী করে?" এরপরের ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে যিনি এই মন্তব্য করেছেন তাঁর উদ্দেশে জয়া বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

পানামা পেপারকাণ্ডে ইতিমধ্য়েই জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ এদিন এই বিষয়েই মন্তব্য উড়ে আসে জয়ার উদ্দেশ্যে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.