ETV Bharat / bharat

Jaya Bachchan in RS: "আপনার খারাপ দিন আসবে অভিশাপ দিলাম", সংসদে রণংদেহি জয়া

সোমবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন কয়েকজন বিজেপি সাংসদের উপর ক্ষোভে ফেটে পড়লেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷

Jaya Bachchan in RS
সংসদে রনংদেহি জয়া
author img

By

Published : Dec 20, 2021, 9:58 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপারকাণ্ডে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ইডির ডেকে পাঠানোর প্রসঙ্গ তোলায় রাজ্যসভায় শাপশাপান্ত করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷ সোমবার উত্তেজিত হয়ে জয়া ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে এক বিজেপি সাংসদকে লক্ষ্য করে বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

এদিন রাজ্যসভায় যখন মাদক বিল নিয়ে আলোচনা চলছিল তখন সপা সাংসদ জয়া বচ্চন বিরোধী শিবিরের 12 জন সাংসদের সাসপেনশনের প্রসঙ্গ তোলেন ৷ সেসময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা ৷ জয়া বচ্চন বলেন, "আমরা সুবিচার চাই ৷ আমরা ওইদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) সুবিচার পাওয়ার আশা রাখি না ৷ কিন্তু আপনার থেকে কি এই আশা রাখতে পারি ৷ এই সভার সদস্য যে 12 জন সাংসদ বাইরে বসে আছেন আপনি তাঁদের কীভাবে রক্ষা করছেন?" জবাবে ভুবনেশ্বর কলিতা জয়াকে মাদক বিল নিয়ে কিছু বলার থাকলে বলতে বলেন ৷ জয়া প্রত্যুত্তরে বলেন, "এখন আমার বলার সময় ৷"

আরও পড়ুন : লোকসভায় পাশ আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বিল

এই সময় ট্রেজারি বেঞ্চের দিক থেকে কিছু মন্তব্য উড়ে আসে জয়া বচ্চনের উদ্দেশ্যে ৷ তা শুনেই চটে যান সপা সাংসদ ৷ চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, "এখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমার পরিবারকে নিয়ে মন্তব্য করা হচ্ছে ৷ আপনি সভাপতির চেয়ারে বসে পক্ষপাতিত্ব করতে পারেন না ৷ আপনি কোনও দলের নয় ৷ আমি চাই আপনি ব্যবস্থা নিন যিনি এই মন্তব্য করলেন তাঁর বিরুদ্ধে ৷ ওনি এত সাহস পান কী করে?" এরপরের ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে যিনি এই মন্তব্য করেছেন তাঁর উদ্দেশে জয়া বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

পানামা পেপারকাণ্ডে ইতিমধ্য়েই জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ এদিন এই বিষয়েই মন্তব্য উড়ে আসে জয়ার উদ্দেশ্যে ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : পানামা পেপারকাণ্ডে পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ইডির ডেকে পাঠানোর প্রসঙ্গ তোলায় রাজ্যসভায় শাপশাপান্ত করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন (jaya bachchan outburst in rajya sabha) ৷ সোমবার উত্তেজিত হয়ে জয়া ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে এক বিজেপি সাংসদকে লক্ষ্য করে বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

এদিন রাজ্যসভায় যখন মাদক বিল নিয়ে আলোচনা চলছিল তখন সপা সাংসদ জয়া বচ্চন বিরোধী শিবিরের 12 জন সাংসদের সাসপেনশনের প্রসঙ্গ তোলেন ৷ সেসময় রাজ্যসভায় সভাপতিত্ব করছিলেন ভুবনেশ্বর কলিতা ৷ জয়া বচ্চন বলেন, "আমরা সুবিচার চাই ৷ আমরা ওইদিক থেকে (ট্রেজারি বেঞ্চ) সুবিচার পাওয়ার আশা রাখি না ৷ কিন্তু আপনার থেকে কি এই আশা রাখতে পারি ৷ এই সভার সদস্য যে 12 জন সাংসদ বাইরে বসে আছেন আপনি তাঁদের কীভাবে রক্ষা করছেন?" জবাবে ভুবনেশ্বর কলিতা জয়াকে মাদক বিল নিয়ে কিছু বলার থাকলে বলতে বলেন ৷ জয়া প্রত্যুত্তরে বলেন, "এখন আমার বলার সময় ৷"

আরও পড়ুন : লোকসভায় পাশ আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত বিল

এই সময় ট্রেজারি বেঞ্চের দিক থেকে কিছু মন্তব্য উড়ে আসে জয়া বচ্চনের উদ্দেশ্যে ৷ তা শুনেই চটে যান সপা সাংসদ ৷ চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, "এখানে আমাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে, আমার পরিবারকে নিয়ে মন্তব্য করা হচ্ছে ৷ আপনি সভাপতির চেয়ারে বসে পক্ষপাতিত্ব করতে পারেন না ৷ আপনি কোনও দলের নয় ৷ আমি চাই আপনি ব্যবস্থা নিন যিনি এই মন্তব্য করলেন তাঁর বিরুদ্ধে ৷ ওনি এত সাহস পান কী করে?" এরপরের ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে যিনি এই মন্তব্য করেছেন তাঁর উদ্দেশে জয়া বলেন, "আপনার খারাপ সময় আসবে ৷ অভিশাপ দিলাম ৷"

পানামা পেপারকাণ্ডে ইতিমধ্য়েই জয়া বচ্চনের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনকে ডেকে পাঠিয়েছে ইডি ৷ এদিন এই বিষয়েই মন্তব্য উড়ে আসে জয়ার উদ্দেশ্যে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.