নয়াদিল্লি, 10 অগস্ট : দিল্লিতে যন্তর মন্তরের বিক্ষোভে (Jantar Mantar Protest) ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান (Inflammatory Remarks) তোলার অভিযোগে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় (Ashwini Upadhyay)-সহ 6 জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police) ৷ 8 অগস্টের ঘটনায় সোমবার রাত পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তাঁদের গ্রেফতার করা হয় ৷ অশ্বিনী উপাধ্যায় ছাড়াও গ্রেফতার হয়েছেন বিনোদ শর্মা, দীপক সিং, বিনীত ক্রান্তি, প্রীত সিং ও দীপক ৷
যন্তর মন্তরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার জন্য 9 অগস্ট এফআইআর দায়ের করা হয় ৷ রবিবার সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল ৷ দিল্লির ডিসিপি দীপক যাদব আগেই জানিয়েছিলেন, "যন্তর মন্তরে যাঁরা জমায়েত করেছিলেন, তাঁদের কাছে কোনও অনুমতি ছিল না ৷ আমাদের নজরে এসেছে যে, কয়েকজন সেখানে আপত্তিকর স্লোগান তুলেছিলেন ৷ আমাদের কাছে একটি ভিডিয়োও এসেছে এবং এই নিয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷ খুব দ্রুত যথাযথ পদক্ষেপ করা হবে ৷"
আরও পড়ুন: পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টে শুরু শুনানি, লাইভ ওয়েবকাস্টের দাবিতে প্রধান বিচারপতিকে চিঠি
যন্তর মন্তরে বিক্ষোভের একটি ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই এই নিয়ে শোরগোল শুরু হয় ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল বিক্ষোভকারী রাজধানীর প্রাণকেন্দ্র যন্তর মন্তরে ধর্মীয় বিদ্বেষমূলক স্লোগান তুলছেন ৷ সেই ভিডিয়োয় বলতে শোনা গিয়েছে যে, "ভারতে থাকতে হলে জয় শ্রী রাম বলতেই হবে ৷" দিল্লি বিজেপির শীর্ষ নেতা তথা সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক হওয়া সত্ত্বেও তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না, এই নিয়ে প্রশ্ন ওঠে ৷
আরও পড়ুন: হাইকোর্টের অনুমতি ছাড়া আইনপ্রণেতাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহারে ‘না’ সুপ্রিম কোর্টের
অবশেষে সোমবার গভীর রাতে অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ও আজ তাঁদের গ্রেফতার করা হয় ৷ কোভিডের কারণে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের অনুমতিও দেওয়া হয়নি বলে জানিয়েছে পুলিশ ৷ সেই বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন টিভি অভিনেতা তথা বিজেপি নেতা গজেন্দ্র চৌহানও ৷ তবে তাঁকে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যায়নি ৷
আরও পড়ুন: হেলিকপ্টার থেকে জলে নেমে ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শন মমতার
যে স্লোগানের জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা কারা দিয়েছেন, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন অশ্বিনী উপাধ্যায় ৷ তিনি বিবৃতি দিয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর কথায়, "সেভ ইন্ডিয়া ফাউন্ডেশন ট্রাস্টের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ আমি সেখানে অতিথি ছিলাম ৷ বেলা 11টায় সেখানে পৌঁছে 12টার মধ্যে আবার বেরিয়ে পড়ি ৷ কোনও দুষ্কৃতীর সঙ্গে আমার দেখা হয়নি ৷"