ETV Bharat / bharat

Poonch Encounter: পুঞ্চে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই, জখম 3 নিরাপত্তা কর্মী

জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) পুঞ্চে এনকাউন্টারে (Poonch Encounter) আহত হলেন একজন সেনা জওয়ান ও দু'জন পুলিশকর্মী ৷ জেলবন্দি এক জঙ্গিকে বাহিনী সেখানে নিয়ে যাওয়ার পরই গুলি ছুড়তে শুরু করে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা ৷

jammu and kashmir: three-security-personnel-injured-in-militants-firing-in-poonch
পুঞ্চে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই, জখম 3 নিরাপত্তা কর্মী
author img

By

Published : Oct 24, 2021, 12:56 PM IST

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), 24 অক্টোবর: আবারও এনকাউন্টার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৷ পুঞ্চের (Poonch Encounter) ভাটা দুরিয়ান এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে (Heavy Gunfire) একজন সেনা জওয়ান ও দু'জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

পুলিশি হেফাজতে থাকা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি জিয়া মুস্তাফাকে এনকাউন্টারস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ৷ জঙ্গিরা কোন পথ ধরে আক্রমণ চালায়, তা ওই জঙ্গির থেকে জেনে নেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভাটা দুরিয়ান এলাকায় ৷ তখনই বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ গুলিতে জখম হয় জেলবন্দি জঙ্গিও ৷ তবে তীব্র গুলিবিনিময় চলায়, তাকে এনকাউন্টারস্থল থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: Kashmir : অশান্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি

পুঞ্চে নিরাপত্তা বাহিনীর জঙ্গিদমন অভিযান আজ নিয়ে 14তম দিনে পড়েছে ৷ এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে পুঞ্চের জঙ্গলে সেনা ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযানের চালানোর সময়ই শুরু হয় এনকাউন্টার ৷ পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, তা জানার জন্য তল্লাশি অভিযান শুরু করেছিল বাহিনী ৷

আরও পড়ুন: J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক

বহু বছর ধরে কোট বলওয়াল সংশোধনাগারে বন্দি লস্কর জঙ্গি জিয়া মুস্তাফা ৷ গত শুক্রবার তাকে 10 দিনের জন্য নিজেদের রিমান্ডে নিয়েছিল পুলিশ ৷ 15 বছর আগে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিল জিয়া মুস্তাফা ৷ তারপর থেকে সে জম্মুর কোট বলওয়াল সংশোধনাগারেই বন্দি রয়েছে ৷ গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, জেল থেকেই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত জিয়া মুস্তাফা ৷

আরও পড়ুন : Civilians shot dead : দু'টি পৃথক ঘটনায় কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে নিহত 2

পুঞ্চ (জম্মু ও কাশ্মীর), 24 অক্টোবর: আবারও এনকাউন্টার শুরু হয়েছে জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ৷ পুঞ্চের (Poonch Encounter) ভাটা দুরিয়ান এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে (Heavy Gunfire) একজন সেনা জওয়ান ও দু'জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷

পুলিশি হেফাজতে থাকা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি জিয়া মুস্তাফাকে এনকাউন্টারস্থলে নিয়ে যাওয়া হয়েছিল ৷ জঙ্গিরা কোন পথ ধরে আক্রমণ চালায়, তা ওই জঙ্গির থেকে জেনে নেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল ভাটা দুরিয়ান এলাকায় ৷ তখনই বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে ওই এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিরা ৷ গুলিতে জখম হয় জেলবন্দি জঙ্গিও ৷ তবে তীব্র গুলিবিনিময় চলায়, তাকে এনকাউন্টারস্থল থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি ৷

আরও পড়ুন: Kashmir : অশান্ত উপত্যকা, সেনার গুলিতে নিকেশ দুই অজ্ঞাতপরিচয় জঙ্গি

পুঞ্চে নিরাপত্তা বাহিনীর জঙ্গিদমন অভিযান আজ নিয়ে 14তম দিনে পড়েছে ৷ এক আধিকারিক জানিয়েছেন, রবিবার সকালে পুঞ্চের জঙ্গলে সেনা ও পুলিশের যৌথবাহিনী তল্লাশি অভিযানের চালানোর সময়ই শুরু হয় এনকাউন্টার ৷ পুলিশ জানিয়েছে, ওই এলাকায় জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে, তা জানার জন্য তল্লাশি অভিযান শুরু করেছিল বাহিনী ৷

আরও পড়ুন: J&K Terrorist Attack : জঙ্গি হানায় কুলগ্রামে ফের প্রাণ হারাল 3 ভিনরাজ্যের শ্রমিক

বহু বছর ধরে কোট বলওয়াল সংশোধনাগারে বন্দি লস্কর জঙ্গি জিয়া মুস্তাফা ৷ গত শুক্রবার তাকে 10 দিনের জন্য নিজেদের রিমান্ডে নিয়েছিল পুলিশ ৷ 15 বছর আগে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়েছিল জিয়া মুস্তাফা ৷ তারপর থেকে সে জম্মুর কোট বলওয়াল সংশোধনাগারেই বন্দি রয়েছে ৷ গোয়েন্দাদের কাছে খবর রয়েছে, জেল থেকেই জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখত জিয়া মুস্তাফা ৷

আরও পড়ুন : Civilians shot dead : দু'টি পৃথক ঘটনায় কাশ্মীরে দুষ্কৃতীদের গুলিতে নিহত 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.