ETV Bharat / bharat

শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা - মৃত জঙ্গি

গভীর রাত থেকে তীব্র গুলিবিনিময় চলছে জম্মু ও কাশ্মীরের শোপিয়ান ও বদগামে। শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হয়েছে 3 জঙ্গির। বদগামে গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছেন এক পুলিশকর্তা।

jammu and kashmir: Three militants killed in Shopian encounter; SPO killed in Budgam
শোপিয়ানে এনকাউন্টারে মৃত 3 জঙ্গি, বদগামে শহিদ পুলিশকর্তা
author img

By

Published : Feb 19, 2021, 9:50 AM IST

শ্রীনগর, 19 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় 3 জঙ্গির। উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ নথি। অপরদিকে, বদগামে তীব্র গুলিবিনিময়ে শহিদ হয়েছেন একজন স্পেশাল পুলিশ অফিসার। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় দক্ষিণ কাশ্মীরের বদিগামের শোপিয়ান এলাকায়। এলাকা ঘিরে ফেলতেই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয়ে যায় তীব্র এনকাউন্টার।

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, ''অজ্ঞাতপরিচয় তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে। অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক-সহ বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।''

আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলা : মোদির বিরুদ্ধে গোয়েন্দা তথ্য অবহেলা করার অভিযোগ রাহুলের

অপরদিকে, মধ্য কাশ্মীরের বদগামে বীরওয়াহ জৈনগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ওই এনকাউন্টারের সময় আরও একজন পুলিশকর্মী জখম হয়েছেন। মৃত এসপিও আলতাফ আহমেদ চাদুরার বাসিন্দা ছিলেন। আহত পুলিশকর্মীর নাম মঞ্জুর আহমেদ। তিনি সোপোরের বাসিন্দা। বদগামের বীরওয়াহর জৈনগাম ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

শ্রীনগর, 19 ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় 3 জঙ্গির। উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক ও গুরুত্বপূর্ণ নথি। অপরদিকে, বদগামে তীব্র গুলিবিনিময়ে শহিদ হয়েছেন একজন স্পেশাল পুলিশ অফিসার। ওই এলাকায় আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চলছে চিরুনি তল্লাশি।

গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এর পরই বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয় দক্ষিণ কাশ্মীরের বদিগামের শোপিয়ান এলাকায়। এলাকা ঘিরে ফেলতেই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয়ে যায় তীব্র এনকাউন্টার।

কাশ্মীর জোন পুলিশের তরফে জানানো হয়েছে, ''অজ্ঞাতপরিচয় তিনজন জঙ্গিকে খতম করা হয়েছে। অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক-সহ বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে।''

আরও পড়ুন: পুলওয়ামা জঙ্গি হামলা : মোদির বিরুদ্ধে গোয়েন্দা তথ্য অবহেলা করার অভিযোগ রাহুলের

অপরদিকে, মধ্য কাশ্মীরের বদগামে বীরওয়াহ জৈনগাম এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময়ে জম্মু ও কাশ্মীর পুলিশের একজন স্পেশাল পুলিশ অফিসারের মৃত্যু হয়েছে। ওই এনকাউন্টারের সময় আরও একজন পুলিশকর্মী জখম হয়েছেন। মৃত এসপিও আলতাফ আহমেদ চাদুরার বাসিন্দা ছিলেন। আহত পুলিশকর্মীর নাম মঞ্জুর আহমেদ। তিনি সোপোরের বাসিন্দা। বদগামের বীরওয়াহর জৈনগাম ঘিরে রেখেছে পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। গোটা এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.