ETV Bharat / bharat

পুলওয়ামায় পরিবার-সহ পুলিশ আধিকারিকের হত্যার তীব্র নিন্দায় জম্মু-কাশ্মীরের সব দল

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় রাতে বাড়ি ঢুকে প্রাক্তন এসপিও ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী, মেয়েকে হত্যা করার ঘটনায় সরব হয়েছে জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি ৷ দোষীদের শাস্তি চেয়ে একজোট হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন নেতারা ৷

তীব্র নিন্দায় সরব জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি
তীব্র নিন্দায় সরব জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলি
author img

By

Published : Jun 28, 2021, 3:36 PM IST

Updated : Jun 28, 2021, 4:06 PM IST

শ্রীনগর, 28 জুন : বাড়ি ঢুকে জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন স্পেশাল অফিসার (SPO) ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী, মেয়েকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ রবিবারের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রথমসারির রাজনৈতিক দলগুলির নেতারা ৷ সোমবার এই ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা ৷

আরও পড়ুন : ড্রোন ব্যবহার করে নাশকতা, উপত্যকার নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ

ন্যাশনাল কনফারেন্স (NC)-র ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা একটি টুইটে জানান, "এসপিও ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা করছি ৷ প্রার্থনা করি, তাঁরা যেন জন্নতে জায়গা পান ৷ তাঁদের প্রিয়জনেরা এই সংকটে মনের জোর রাখুন ৷" ন্যাশনাল কনফারেন্স রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে টুইট করে ৷ পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, এই নিচ ঘটনার নিন্দা করার যথেষ্ট শক্তিশালী শব্দ তিনি খুঁজে পাচ্ছেন না ৷ পিপলস কনফারেন্স-এর চেয়ারম্যান সাজাদ লোন এই হত্যাকে অত্যন্ত দুঃখজনক বলেন ৷ তিনি একটি টুইটে বলেন, "এই অত্যন্ত দুঃখজনক হিংসাত্মক ঘটনার খবর শুনে ঘুম থেকে উঠেছি ৷ পুরো পরিবার গুলিতে শেষ হয়ে গিয়েছে ৷ জঙ্গিদের হাত থেকে মুক্তি নেই ৷ তাঁদের আত্মা শান্তি পাক ৷"

বিজেপির জম্মু-কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুরও এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা করে দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি তুলেছেন ৷ পুলিশের কাছে তিনি আর্জি জানান, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হোক ৷ প্রবীণ সিপিআই(এম) নেতা মহম্মদ ইউসুফ তারিগামি বলেন, "নিরপরাধ মানুষদের, এমনকি মহিলাকেও খুন করা হয়েছে ৷ কোনও সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে না ৷ সবাইকে একজোট হয়ে এই কাপুরুষোচিত ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানানো উচিত ৷ তিন দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরে হিংসাত্মক ঘটনা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু করা গিয়েছে কি?" তিনি আরও বলেন, "কে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন? দিনের পর দিন ধরে চলতে থাকা এই জঙ্গি কার্যকলাপ নিয়ে গভীর ভাবে চিন্তাভাবনা করা দরকার ৷ পাশাপাশি সমাজেও সবাইকে খোলাখুলি এই নৃশংস কাজের বিরুদ্ধে নিজেদের বক্তব্য জানাতে হবে ৷" তিনি শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন ৷

শ্রীনগর, 28 জুন : বাড়ি ঢুকে জম্মু-কাশ্মীর পুলিশের প্রাক্তন স্পেশাল অফিসার (SPO) ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী, মেয়েকে গুলি করে হত্যা করে জঙ্গিরা ৷ রবিবারের এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রথমসারির রাজনৈতিক দলগুলির নেতারা ৷ সোমবার এই ঘটনাকে নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করে নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা ৷

আরও পড়ুন : ড্রোন ব্যবহার করে নাশকতা, উপত্যকার নিরাপত্তায় বড় চ্যালেঞ্জ

ন্যাশনাল কনফারেন্স (NC)-র ভাইস প্রেসিডেন্ট ওমর আবদুল্লা একটি টুইটে জানান, "এসপিও ফায়াজ আহমেদ, তাঁর স্ত্রী ও মেয়ের উপর হামলার এই ঘটনার তীব্র নিন্দা করছি ৷ প্রার্থনা করি, তাঁরা যেন জন্নতে জায়গা পান ৷ তাঁদের প্রিয়জনেরা এই সংকটে মনের জোর রাখুন ৷" ন্যাশনাল কনফারেন্স রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করে টুইট করে ৷ পিডিপি নেত্রী মেহবুবা মুফতি জানিয়েছেন, এই নিচ ঘটনার নিন্দা করার যথেষ্ট শক্তিশালী শব্দ তিনি খুঁজে পাচ্ছেন না ৷ পিপলস কনফারেন্স-এর চেয়ারম্যান সাজাদ লোন এই হত্যাকে অত্যন্ত দুঃখজনক বলেন ৷ তিনি একটি টুইটে বলেন, "এই অত্যন্ত দুঃখজনক হিংসাত্মক ঘটনার খবর শুনে ঘুম থেকে উঠেছি ৷ পুরো পরিবার গুলিতে শেষ হয়ে গিয়েছে ৷ জঙ্গিদের হাত থেকে মুক্তি নেই ৷ তাঁদের আত্মা শান্তি পাক ৷"

বিজেপির জম্মু-কাশ্মীরের মুখপাত্র আলতাফ ঠাকুরও এই কাপুরুষোচিত ঘটনার নিন্দা করে দোষীদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি তুলেছেন ৷ পুলিশের কাছে তিনি আর্জি জানান, যত দ্রুত সম্ভব অপরাধীদের শনাক্ত করে শাস্তি দেওয়া হোক ৷ প্রবীণ সিপিআই(এম) নেতা মহম্মদ ইউসুফ তারিগামি বলেন, "নিরপরাধ মানুষদের, এমনকি মহিলাকেও খুন করা হয়েছে ৷ কোনও সভ্য সমাজে এরকম ঘটনা ঘটতে পারে না ৷ সবাইকে একজোট হয়ে এই কাপুরুষোচিত ঘটনার বিরুদ্ধে ধিক্কার জানানো উচিত ৷ তিন দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরে হিংসাত্মক ঘটনা চলছে, কিন্তু এখনও পর্যন্ত কিছু করা গিয়েছে কি?" তিনি আরও বলেন, "কে এই জঙ্গি কার্যকলাপের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে পারেন? দিনের পর দিন ধরে চলতে থাকা এই জঙ্গি কার্যকলাপ নিয়ে গভীর ভাবে চিন্তাভাবনা করা দরকার ৷ পাশাপাশি সমাজেও সবাইকে খোলাখুলি এই নৃশংস কাজের বিরুদ্ধে নিজেদের বক্তব্য জানাতে হবে ৷" তিনি শোকগ্রস্ত পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন ৷

Last Updated : Jun 28, 2021, 4:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.