শ্রীনগর, 19 ডিসেম্বর: ভূস্বর্গে ফের এনকাউন্টার ৷ শ্রীনগরে (Srinagar encounter news) নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল অজ্ঞাতপরিচয় এক জঙ্গির (Militant killed in Srinagar encounter)৷ রবিবার ভোরে তীব্র গুলিবিনিময় হয় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ৷
পুলিশ জানিয়েছে, শ্রীনগর শহর লাগোয়া হারওয়ানের ধারবাঘ এলাকায় একদল জঙ্গি লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর আসে ৷ এরপরই রবিবার ভোররাতে পুলিশ সেনা ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ওই এলাকায় ৷ শুরু হয় ব্যাপক তল্লাশি ৷ জঙ্গিরা যেখানে লুকিয়ে রয়েছে সেখানে বাহিনী পৌঁছতেই তাদের দিকে এলোপাথাড়ি গুলি ধেয়ে আসে ৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও ৷ দু পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই ৷
আরও পড়ুন: Militants killed in Kulgam encounter : কুলগামে রাতভর এনকাউন্টারে খতম দুই জঙ্গি
বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক জঙ্গির ৷ তার পরিচায় জানার চেষ্টা চলছে ৷
গত 16 ডিসেম্বর দক্ষিণ কাশ্মীরের কুলগাম (Kulgam encounter) জেলায় এনকাউন্টারে মৃত্যু হয়েছিল দু'জন অজ্ঞাতপরিচয় জঙ্গির ৷ তার আগের দিনই দক্ষিণ কাশ্মীর পুলওয়ামায় (Pulwama encounter) সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয় স্থানীয় হিজবুল মুজাহিদিন জঙ্গি ফেরোজ আহমেদ দরের ৷ জানা যায়, তার বাড়ি ছিল শোপিয়ান জেলার হেফ এলাকায় ৷ 2017 সালে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছিল সে ৷ ফেরোজ বিভিন্ন নাশকতার ঘটনায় যুক্ত ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷
আরও পড়ুন : Militant Killed in Pulwama Encounter: পুলওয়ামায় রাতভর এনকাউন্টার, খতম হিজবুল জঙ্গি