শ্রীনগর, 20 জুন: জম্মু ও কাশ্মীরে (Encounter at Pulwama) 3টি এনকাউন্টারে মৃত্যু হল 7 জন জঙ্গির ৷ গত 24 ঘণ্টায় কুপওয়ারা, পুলওয়ামা ও কুলগামে 7 জন জঙ্গিকে খতম করা হয়েছে (Militant killed in Pulwama encounter)৷
সকালে কাশ্মীর জোন পুলিশ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে জানিয়েছিল, "পুলওয়ামার চাতপোরা এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে ৷ পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা অভিযান চালাচ্ছে ৷" পুলিশ পরে জানায় যে, একজন জঙ্গি মারা গিয়েছে ৷ তল্লাশি অভিযান চালানো হচ্ছে ৷ আশপাশে আরও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তার খোঁজে চিরুনি তল্লাশি চলছে (Encounter at Pulwama)৷
পরে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার লোলাবে তীব্র গুলিবিনিময়ে 4 জন জঙ্গিকে খতম করা হয়েছে বলে আধিকারিকরা জানিয়েছেন ৷ টুইটে পুলিশ জানায়, "শওকত-সহ আরও দুজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে (মোট 4)৷ বহু অস্ত্র, বিস্ফোরক ও নথি উদ্ধার হয়েছে ৷ তল্লাশি অভিযান চলছে ৷" লোলাব থেকে গ্রেফতার জঙ্গি শওকত আহমেদ শেখকে জিজ্ঞাসাবাদ করে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় বাহিনী ৷ কুপওয়ারা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালায় ৷
আরও পড়ুন: Kupwara Encounter : কুপওয়ারায় নিরাপত্তাবাহিনীর গুলিতে হত 2 জঙ্গি
এর আগে, বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে যে, পুলওয়ামার চাতপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েক জন জঙ্গি ৷ এই খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ-এর যৌথ বাহিনী অভিযান চালায় ও গোটা এলাকা ঘিরে ফেলে ৷ নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানরাও ৷ শুরু হয়ে যায় এনকাউন্টার ৷ রবিবার সারারাত ধরে চলে তীব্র গুলির লড়াই ৷ আজ ভোর 3টে পর্যন্ত চলে এনকাউন্টার (Exchange of fire between two sides)৷ কুলগামেও দুটি পৃথক এনকাউন্টারে আরও দুজন জঙ্গির মৃত্যু হয়েছে ৷
জানা গিয়েছে, পুলওয়ামার এনকাউন্টারে মৃত জঙ্গি উত্তর কাশ্মীরের চোগাল হান্দওয়ারায় থাকত (Militant killed during encounter)৷