ETV Bharat / bharat

Labourers die in Accident: ডোডায় খাদে গাড়ি পড়ে মৃত 3 শ্রমিক, আশংকাজনক 5

Accident in Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হল 3 জন শ্রমিকের ৷ আশংকাজনক অবস্থা 5 জনের ৷

Labourers die in Accident
জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে গাড়ি পড়ে মৃত 3 শ্রমিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 12:11 PM IST

Updated : Oct 7, 2023, 12:40 PM IST

ভাদেরওয়াহ (জম্মু ও কাশ্মীর), 7 অক্টোবর: জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জন শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন ৷ শনিবার পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে, ডোডা জেলায় গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি ৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

পুলিশ জানিয়েছে, খেল্লানি থেকে ওই গাড়িতে উঠেছিলেন শ্রমিকরা ৷ তাঁরা মারমাট এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন ৷ জানা গিয়েছে, শুক্রবার রাত 10.40-এর দিকে হাম্বল গ্রামের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে গিয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও ৷

এই ঘটনায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ তাঁদের নাম মণি কুমার (31), করণজিৎ সিং (40) এবং লাল চাঁদ (45) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ গাড়িতে থাকা আরও পাঁচ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ডোডা সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত 8, চিকিৎসাধীন তিন বছরের শিশু

গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মাণ্ডি মহকুমার ভাঙাই রোডে একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ৷ যার ফলে চার জনের মৃত্যু হয় ৷ আহত হন বেশ কয়েকজন ৷ আহতদের রাজৌরির কালে মেডিক্যাল কলেজে রেফার করা হয় । ময়নাতদন্তের পর মৃতদেহগুলি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয় বলে আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে ৷

ভাদেরওয়াহ (জম্মু ও কাশ্মীর), 7 অক্টোবর: জম্মু ও কাশ্মীরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিন জন শ্রমিকের ৷ গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ জন ৷ শনিবার পুলিশের আধিকারিকরা জানিয়েছেন যে, ডোডা জেলায় গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি ৷ ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে । মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷

পুলিশ জানিয়েছে, খেল্লানি থেকে ওই গাড়িতে উঠেছিলেন শ্রমিকরা ৷ তাঁরা মারমাট এলাকায় নিজেদের বাড়িতে ফিরছিলেন ৷ জানা গিয়েছে, শুক্রবার রাত 10.40-এর দিকে হাম্বল গ্রামের কাছে তাঁদের গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয় ৷ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে গভীর খাদে গিয়ে পড়ে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তড়িঘড়ি উদ্ধারকাজ শুরু করেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও ৷

এই ঘটনায় তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ তাঁদের নাম মণি কুমার (31), করণজিৎ সিং (40) এবং লাল চাঁদ (45) ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করে পুলিশ ৷ গাড়িতে থাকা আরও পাঁচ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং ডোডা সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে ৷

আরও পড়ুন: উত্তরপ্রদেশে ট্রাক-গাড়ির সংঘর্ষে মৃত 8, চিকিৎসাধীন তিন বছরের শিশু

গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার মাণ্ডি মহকুমার ভাঙাই রোডে একটি গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে ৷ যার ফলে চার জনের মৃত্যু হয় ৷ আহত হন বেশ কয়েকজন ৷ আহতদের রাজৌরির কালে মেডিক্যাল কলেজে রেফার করা হয় । ময়নাতদন্তের পর মৃতদেহগুলি আত্মীয়-পরিজনদের হাতে তুলে দেওয়া হয় বলে আধিকারিকদের সূত্রে জানানো হয়েছে ৷

Last Updated : Oct 7, 2023, 12:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.