ETV Bharat / bharat

Jammu-Kashmir Encounter: অনন্তনাগে চতুর্থদিন, শনির সকালে উরিতে এনকাউন্টারে নিহত 3 জঙ্গি - জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে আজ এনকাউন্টারের চতুর্থ দিন ৷ এদিকে বারামুলার উরিতে নতুন করে জঙ্গিদের সঙ্গে এনকাউন্টার চলছে নিরাপত্তাবাহিনীর ৷ ইতিমধ্যে 3 জঙ্গির মৃত্যু ৷

ETV Bharat
জম্মু ও কাশ্মীরে জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে এনকাউন্টার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 11:43 AM IST

Updated : Sep 16, 2023, 2:13 PM IST

উরি, 16 সেপ্টেম্বর: জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লার উরি শহরে ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) কাশ্মীর জোন পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, "বারামুলা জেলার উরির হাথলানগায় জঙ্গি এবং সেনাবাহিনী ও বারামুলা পুলিশের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ৷" তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ ৷

এদিকে অনন্তনাগের কোকেরনাগ এলাকার গাদোলের জঙ্গলাকীর্ণ এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের এনকাউন্টার চলছে ৷ আজ তার চতুর্থ দিন ৷ জঙ্গিরা এই জঙ্গলে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগ জেলার পাহাড়ি অঞ্চলে 2-3 জন জঙ্গির সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে বলেই খবর ছিল ৷

কাশ্মীর জোন পুলিশ এই ঘটনা নিয়ে এক্সে (টুইটারে) কাশ্মীরের এডিজিপি বিজয় কুমারের একটি বিবৃতি পোস্ট করেছে ৷ তাতে জানানো হয়েছে, "নিরাপত্তাবাহিনীর কাছে নির্দিষ্ট খবর ছিল ৷ তার ভিত্তিতে অভিযান শুরু হয়েছে এবং তা এখনও চলছে ৷ ইতিমধ্যে 2 থেকে 3 জন জঙ্গি জালে ধরা পড়েছে ৷ তাদের নিকেশ করা হবে ৷" সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে ৷

এর মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তিনি এই এনকাউন্টারের মাঝে প্রাণ হারিয়েছেন ৷ শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে সরকার ৷ নিরাপত্তাবাহিনীর আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগে জঙ্গি নিকেশ অভিযানে আরও একজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ তাঁকে বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না ৷

  • #KokernagEncounterUpdate: Rtd Police/Army officers should avoid “ Ambush Hypothesis”. It is a specific input based ops. Ops is in progress and all 2-3 trapped terrorists will be neutralised: ADGP Kashmir

    — Kashmir Zone Police (@KashmirPolice) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ সেনার কর্নেল-মেজর, প্রাণ গেল পুলিশ আধিকারিকেরও; শোকপ্রকাশ মমতার

গত মঙ্গলবার, 12 সেপ্টেম্বর থেকে অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টার শুরু হয় ৷ বুধবার এই অভিযানের দ্বিতীয় দিনে প্রাণ হারান সেনাবাহিনীর এক কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাক, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাট ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোলে কয়েকজন জঙ্গি থাকার সুনির্দিষ্ট তথ্য আসে নিরাপত্তাবাহিনীর কাছে ৷ এরপর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ নিরাপত্তাবাহিনী এনকাউন্টার শুরু করে ৷

উরি, 16 সেপ্টেম্বর: জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে এনকাউন্টার শুরু হল জম্মু ও কাশ্মীরের বারামুল্লার উরি শহরে ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) কাশ্মীর জোন পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, "বারামুলা জেলার উরির হাথলানগায় জঙ্গি এবং সেনাবাহিনী ও বারামুলা পুলিশের মধ্যে এনকাউন্টার শুরু হয়েছে ৷ এ বিষয়ে বিস্তারিত জানানো হবে ৷" তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ ৷

এদিকে অনন্তনাগের কোকেরনাগ এলাকার গাদোলের জঙ্গলাকীর্ণ এলাকায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের এনকাউন্টার চলছে ৷ আজ তার চতুর্থ দিন ৷ জঙ্গিরা এই জঙ্গলে লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগ জেলার পাহাড়ি অঞ্চলে 2-3 জন জঙ্গির সঙ্গে নিরাপত্তাবাহিনীর গুলির লড়াই চলছে বলেই খবর ছিল ৷

কাশ্মীর জোন পুলিশ এই ঘটনা নিয়ে এক্সে (টুইটারে) কাশ্মীরের এডিজিপি বিজয় কুমারের একটি বিবৃতি পোস্ট করেছে ৷ তাতে জানানো হয়েছে, "নিরাপত্তাবাহিনীর কাছে নির্দিষ্ট খবর ছিল ৷ তার ভিত্তিতে অভিযান শুরু হয়েছে এবং তা এখনও চলছে ৷ ইতিমধ্যে 2 থেকে 3 জন জঙ্গি জালে ধরা পড়েছে ৷ তাদের নিকেশ করা হবে ৷" সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলেছে ৷

এর মধ্যে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না ৷ তিনি এই এনকাউন্টারের মাঝে প্রাণ হারিয়েছেন ৷ শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে সরকার ৷ নিরাপত্তাবাহিনীর আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগে জঙ্গি নিকেশ অভিযানে আরও একজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে ৷ তাঁকে বৃহস্পতিবার থেকে পাওয়া যাচ্ছিল না ৷

  • #KokernagEncounterUpdate: Rtd Police/Army officers should avoid “ Ambush Hypothesis”. It is a specific input based ops. Ops is in progress and all 2-3 trapped terrorists will be neutralised: ADGP Kashmir

    — Kashmir Zone Police (@KashmirPolice) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ সেনার কর্নেল-মেজর, প্রাণ গেল পুলিশ আধিকারিকেরও; শোকপ্রকাশ মমতার

গত মঙ্গলবার, 12 সেপ্টেম্বর থেকে অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর এনকাউন্টার শুরু হয় ৷ বুধবার এই অভিযানের দ্বিতীয় দিনে প্রাণ হারান সেনাবাহিনীর এক কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধোনাক, জম্মু ও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হুমায়ুন ভাট ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, অনন্তনাগ জেলার কোকেরনাগের গাদোলে কয়েকজন জঙ্গি থাকার সুনির্দিষ্ট তথ্য আসে নিরাপত্তাবাহিনীর কাছে ৷ এরপর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ নিরাপত্তাবাহিনী এনকাউন্টার শুরু করে ৷

Last Updated : Sep 16, 2023, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.