শ্রীনগর, 14 জুন: আবারও এনকাউন্টার ভূস্বর্গে ৷ শ্রীনগরের বেমিনা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময়ে প্রাণ গেল দুই লস্কর-ই-তৈবা জঙ্গির (LeT miltants killed)৷ জখম হয়েছেন একজন পুলিশকর্মী (Srinagar encounter)৷
কাশ্মীর জোনের পুলিশ (Jammu and Kashmir encounter) টুইটে জানিয়েছে, "শ্রীনগরে এনকাউন্টারে খতম করা হয়েছে দুই এলইটি জঙ্গিকে ৷ সামান্য আঘাত লেগেছে একজন পুলিশকর্মীর ৷"
আইজিপি কাশ্মীর অপর একটি টুইটে জানিয়েছেন, "সোপোর এনকাউন্টারে যে দল পালিয়ে গিয়েছিল এরা তারাই ৷ আমরা ওদের গতিবিধির উপর লক্ষ্য রাখছিলাম ৷ পাকিস্তানের হ্যান্ডেলাররা লস্কর-ই-তৈবার দুজন পাকিস্তানি জঙ্গি ও একজন স্থানীয় জঙ্গি আদিল হুসেন মীরকে পহেলগাম-অনন্তনাগে পাঠিয়েছিল ৷ যাত্রার উপর হামলা চালানোর ষড়যন্ত্র করে 2018 সাল থেকে তারা পাকিস্তানে ছিল ৷ এখন তারা আর কেউই বেঁচে নেই ৷"
আরও পড়ুন: Pulwama encounter: পুলওয়ামায় এনকাউন্টারে মৃত 3 জঙ্গি
এনকাউন্টারে মৃত জঙ্গিদের পরিচয় শনাক্ত করে জানানো হয়েছে যে তাদের নাম, আবদুল্লাহ গুজরি ও আদিল হুসেন মীর ৷ গুজরি পাকিস্তানের ফয়জালাবাদের বাসিন্দা ৷ আদিল অনন্তনাগে থাকতেন ৷ 2018 সালে ওয়াঘা পেরিয়ে পাকিস্তানে গিয়েছিল আদিল ৷