ETV Bharat / bharat

Missing Army Jawans : অরুণাচলে বরফে চাপা পড়ে মৃত্যু 7 ভারতীয় সেনার

author img

By

Published : Feb 9, 2022, 12:40 PM IST

7 জানুয়ারি টহলদারি চালানোর সময় হঠাৎ নিখোঁজ হয়ে যান 7 জন ভারতীয় সেনা ৷ তাঁদের মধ্যে কেউ বেঁচে ফিরলেন না ৷ 14 হাজার 500 ফুট উচ্চতায় দেহগুলির খোঁজ মিলেছে (Missing Indian Army Jawans in Avalanche) ৷

Indian Army body found near 108 waterfalls
108 ওয়াটারফলস থেকে মিলল জওয়ানদের দেহ

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : তুষারধসে নিখোঁজ সাত জন ভারতীয় সেনার দেহ মিলল '108 ওয়াটারফলস'-এর কাছ থেকে ৷ অরুণাচল প্রদেশের ভারত ও চিনের মাঝে তাওয়াং-এর কাছে এবং প্রায় এলওসি লাইনের উপর ৷ সাত জন জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট-এর জওয়ান ছিলেন ৷ মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের দেহ উদ্ধার হয় (JAK RIF jawan body recovered near 108 waterfalls in Arunachal Pradesh) ৷ চুমি গিয়াতসে-র (Chumi Gyatse) এই জলপ্রপাতটি 14 হাজার 500 ফুট উচ্চতায় অবস্থিত ৷ সাধারণত শীতের মাসগুলিতে এই অঞ্চলে ভারী তুষারপাত এবং ঝোড়ো আবহাওয়ায় এখানে টহলদারি বন্ধ থাকে ৷

সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা সালাং জালাং (Salung Zalung) এলাকায় ছিল ৷ প্রথমে জম্মু কাশ্মীর আরআইএফ-এর (JAK RIF) টহলদারি দলের একজন জওয়ান তুষারের মধ্যে আটকে পড়ে ৷ তাঁকে উদ্ধার করতে গিয়ে বাকি ছ'জনও দ্রুত নেমে আসা বরফের চাঁইয়ের মধ্যে চাপা পড়ে যায় ৷ মৃতদেহগুলি তাওয়াংয়ে এনে পরে জওয়ানদের বাড়িতে পাঠানো হবে ৷

আরও পড়ুন : Indian Army During Snowfall : প্রবল তুষারঝড়েও সীমান্তে অতন্দ্র প্রহরী ভারতীয় সেনা, ভিডিয়ো ভাইরাল আন্তর্জালে

অরুণাচল প্রদেশের সাংসদ (MP from Arunachal Pradesh) তাপির গাও (Tapir Gao) ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই দুর্ঘটনাটি খুবই দুর্গম জায়গায় ঘটেছে ৷ সেখানে প্রায় রোজ ভারী তুষারপাত হয় ৷ জায়গাটি তাওয়াং (Tawang) থেকে 100 কিমি উত্তর পূর্বে অবস্থিত, চুমি গিয়াতসের একটু দূরে পবিত্র জলপ্রপাত এবং ভারত-চিন সীমান্তে অবস্থিত বুমলার পূর্বে ৷"

স্থানীয় মনপা সম্প্রদায় তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে ৷ এই '108 ওয়াটারফলস' নিয়ে তাঁদের পুরাণে লোককথা রয়েছে ৷ তাতে বলা হয়েছে গুরু পদ্মসম্ভবা এবং বোনপা গোষ্ঠীর ধর্মগুরুর মধ্যে যুদ্ধ শেষ করতে এই জলপ্রবাহের সৃষ্টি৷ তিব্বতীয় বৌদ্ধধর্মে গুরু পদ্মসম্ভবা (Guru Padmasambhava) অন্যতম পূজনীয় ধর্মগুরু ৷ অন্যদিকে তিব্বত এবং তার আশপাশ, অরুণাচল প্রদেশেও বৌদ্ধধর্ম-পূর্ববর্তী সময়ে বোনপা ধর্মের (Bonpa religion) শাসন চলত ৷ অরুণাচল প্রদেশের অত্যধিক উচ্চতায় অবস্থিত এই অঞ্চল অত্যন্ত ঠান্ডা থাকে এবং এর আবহাওয়া নিয়ে আগাম কিছু বলা সম্ভব হয় না ৷

মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়, "তুষার ধসের জায়গাটি থেকে সাত জনের দেহ উদ্ধার হয়েছে ৷ দুর্ভাগ্যবশত, প্রত্যেকের চেষ্টা সত্ত্বেও সাতজনকে বাঁচানো যায়নি, তারা মৃত ৷ এই অঞ্চলটি 14 হাজার 500 ফুট উঁচুতে অবস্থিত ৷ বিগত বেশ কিছুদিন ধরে এখানে ভারী তুষারপাত হচ্ছিল ৷ দুর্ঘটনাস্থল থেকে দেহগুলি কাছাকাছি সেনার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ৷"

আরও পড়ুন : Mt Trishul Avalanche : ত্রিশূল জয়ের আগেই তুষার ধস , চার নৌসেনা আধিকারিকের দেহ উদ্ধার

রবিবার, 7 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের কামেং অঞ্চল থেকে এই সেনা জওয়ানদের নিখোঁজ হওয়ার খবর মেলে ৷ তারপর তল্লাশি অভিযান শুরু হয় ৷

নয়াদিল্লি, 9 ফেব্রুয়ারি : তুষারধসে নিখোঁজ সাত জন ভারতীয় সেনার দেহ মিলল '108 ওয়াটারফলস'-এর কাছ থেকে ৷ অরুণাচল প্রদেশের ভারত ও চিনের মাঝে তাওয়াং-এর কাছে এবং প্রায় এলওসি লাইনের উপর ৷ সাত জন জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট-এর জওয়ান ছিলেন ৷ মঙ্গলবার অভিযান চালিয়ে তাঁদের দেহ উদ্ধার হয় (JAK RIF jawan body recovered near 108 waterfalls in Arunachal Pradesh) ৷ চুমি গিয়াতসে-র (Chumi Gyatse) এই জলপ্রপাতটি 14 হাজার 500 ফুট উচ্চতায় অবস্থিত ৷ সাধারণত শীতের মাসগুলিতে এই অঞ্চলে ভারী তুষারপাত এবং ঝোড়ো আবহাওয়ায় এখানে টহলদারি বন্ধ থাকে ৷

সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা সালাং জালাং (Salung Zalung) এলাকায় ছিল ৷ প্রথমে জম্মু কাশ্মীর আরআইএফ-এর (JAK RIF) টহলদারি দলের একজন জওয়ান তুষারের মধ্যে আটকে পড়ে ৷ তাঁকে উদ্ধার করতে গিয়ে বাকি ছ'জনও দ্রুত নেমে আসা বরফের চাঁইয়ের মধ্যে চাপা পড়ে যায় ৷ মৃতদেহগুলি তাওয়াংয়ে এনে পরে জওয়ানদের বাড়িতে পাঠানো হবে ৷

আরও পড়ুন : Indian Army During Snowfall : প্রবল তুষারঝড়েও সীমান্তে অতন্দ্র প্রহরী ভারতীয় সেনা, ভিডিয়ো ভাইরাল আন্তর্জালে

অরুণাচল প্রদেশের সাংসদ (MP from Arunachal Pradesh) তাপির গাও (Tapir Gao) ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "এই দুর্ঘটনাটি খুবই দুর্গম জায়গায় ঘটেছে ৷ সেখানে প্রায় রোজ ভারী তুষারপাত হয় ৷ জায়গাটি তাওয়াং (Tawang) থেকে 100 কিমি উত্তর পূর্বে অবস্থিত, চুমি গিয়াতসের একটু দূরে পবিত্র জলপ্রপাত এবং ভারত-চিন সীমান্তে অবস্থিত বুমলার পূর্বে ৷"

স্থানীয় মনপা সম্প্রদায় তিব্বতীয় বৌদ্ধ ধর্ম অনুসরণ করে ৷ এই '108 ওয়াটারফলস' নিয়ে তাঁদের পুরাণে লোককথা রয়েছে ৷ তাতে বলা হয়েছে গুরু পদ্মসম্ভবা এবং বোনপা গোষ্ঠীর ধর্মগুরুর মধ্যে যুদ্ধ শেষ করতে এই জলপ্রবাহের সৃষ্টি৷ তিব্বতীয় বৌদ্ধধর্মে গুরু পদ্মসম্ভবা (Guru Padmasambhava) অন্যতম পূজনীয় ধর্মগুরু ৷ অন্যদিকে তিব্বত এবং তার আশপাশ, অরুণাচল প্রদেশেও বৌদ্ধধর্ম-পূর্ববর্তী সময়ে বোনপা ধর্মের (Bonpa religion) শাসন চলত ৷ অরুণাচল প্রদেশের অত্যধিক উচ্চতায় অবস্থিত এই অঞ্চল অত্যন্ত ঠান্ডা থাকে এবং এর আবহাওয়া নিয়ে আগাম কিছু বলা সম্ভব হয় না ৷

মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর তরফে একটি বিবৃতিতে জানানো হয়, "তুষার ধসের জায়গাটি থেকে সাত জনের দেহ উদ্ধার হয়েছে ৷ দুর্ভাগ্যবশত, প্রত্যেকের চেষ্টা সত্ত্বেও সাতজনকে বাঁচানো যায়নি, তারা মৃত ৷ এই অঞ্চলটি 14 হাজার 500 ফুট উঁচুতে অবস্থিত ৷ বিগত বেশ কিছুদিন ধরে এখানে ভারী তুষারপাত হচ্ছিল ৷ দুর্ঘটনাস্থল থেকে দেহগুলি কাছাকাছি সেনার চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে ৷"

আরও পড়ুন : Mt Trishul Avalanche : ত্রিশূল জয়ের আগেই তুষার ধস , চার নৌসেনা আধিকারিকের দেহ উদ্ধার

রবিবার, 7 ফেব্রুয়ারি অরুণাচল প্রদেশের কামেং অঞ্চল থেকে এই সেনা জওয়ানদের নিখোঁজ হওয়ার খবর মেলে ৷ তারপর তল্লাশি অভিযান শুরু হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.