ETV Bharat / bharat

Jairam Ramesh over Manipur : মণিপুর সরকারের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ, সুপ্রিম কোর্টে যাচ্ছেন জয়রাম রমেশ - মণিপুর সরকার

10 ফেব্রুয়ারি ভোট শুরু হয় 5টি রাজ্যে ৷ আজ মণিপুরে দ্বিতীয় দফার ভোট ৷ কিন্তু মণিপুর সরকার টাকা দিয়ে ভোট কিনতে চেয়েছে, অভিযোগ করলেন কংগ্রেস নেতা (Jairam Ramesh over Manipur) ৷

Jairam Ramesh attacks BJP
সাংবাদিকদের মুখোমুখি জয়রাম রমেশ
author img

By

Published : Mar 5, 2022, 12:10 PM IST

ইম্ফল, 5 মার্চ : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ একথা জানিয়ে টুইট করেছেন তিনি ৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে তিনি ও সলমন খুরশিদ সাংবাদিকদের জানান, মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে 1 ফেব্রুয়ারি 15 কোটি এবং 1 মার্চ 95 লক্ষ টাকা দিয়েছে বিজেপি সরকার ৷ তাঁদের অভিযোগ, ভোটের আগে এই টাকা দিয়ে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গ করেছে গেরুয়া শিবির (Jairam Ramesh to petitioning Supreme Court over Manipur Govt violating MCC) ৷ উল্লেখ্য, আজ মণিপুরে দ্বিতীয় দফার ভোট চলছে ৷

দুই কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ৷ কমিশন রাজ্য সরকারের কাছে এর কারণ জানতে চাইলে মণিপুর সরকার জানায়, এই প্রকল্পটা আগে থেকে চলছে ৷ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক গত 12-15 মাসে এই টাকা দিল না কেন ?"

আজ টুইট করে কংগ্রেস নেতা জানালেন, "মণিপুর সরকার 1 ফেব্রুয়ারি এবং 1 মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে টাকা দিয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে এতে কোনও ভাবে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন হয়নি ৷ আমি সুপ্রিম কোর্টে আবেদন জানাব ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্বাচন চলাকালীন হঠাৎ এই টাকা দেওয়া হয়েছে ৷ এতে 11টি আসনের ভোটকে খুন করা হয়েছে ৷"

আরও পড়ুন : Mamata on UP Poll : উত্তরপ্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা

গতকাল দুই প্রবীণ কংগ্রেস নেতা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, "বিজেপি সরকার 'মানিপুর' চালাচ্ছে, মণিপুর নয়" ৷ 2018 সালে প্রকল্পটি চালু হলেও গত 12-15 মাস পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠনকে একটা পয়সাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ অথচ ভোটের ঠিক আগেই হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের এই টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা ৷

মণিপুর ভোট প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, "মণিপুরে 2-3টি আসন খুবই স্পর্শকাতর ৷ আমরা নির্বাচন কমিশনকে সেটা জানিয়েছি ৷ ভোটার এবং প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি বাহিনী মোতায়েনের অনুরোধ করেছি ৷" এমনকি নির্বাচন চলাকালীন কোনও অপরাধীকে মুক্তি না দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ৷ কংগ্রেস নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের হিরক শহরে এলেন এবং খুনের অভিযোগে অভিযুক্ত জামিন পেয়ে গেল ৷ এটা গণতান্ত্রিক দেশে হতে পারে না ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফা, ভোট দিয়ে যোগীর দাবি '80% আসনে জিতব'

ইম্ফল, 5 মার্চ : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ একথা জানিয়ে টুইট করেছেন তিনি ৷ শুক্রবার নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরের বাইরে তিনি ও সলমন খুরশিদ সাংবাদিকদের জানান, মণিপুরের নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে 1 ফেব্রুয়ারি 15 কোটি এবং 1 মার্চ 95 লক্ষ টাকা দিয়েছে বিজেপি সরকার ৷ তাঁদের অভিযোগ, ভোটের আগে এই টাকা দিয়ে আদর্শ নির্বাচনী বিধিভঙ্গ করেছে গেরুয়া শিবির (Jairam Ramesh to petitioning Supreme Court over Manipur Govt violating MCC) ৷ উল্লেখ্য, আজ মণিপুরে দ্বিতীয় দফার ভোট চলছে ৷

দুই কংগ্রেস নেতা সাংবাদিকদের বলেন, "আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম ৷ কমিশন রাজ্য সরকারের কাছে এর কারণ জানতে চাইলে মণিপুর সরকার জানায়, এই প্রকল্পটা আগে থেকে চলছে ৷ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক গত 12-15 মাসে এই টাকা দিল না কেন ?"

আজ টুইট করে কংগ্রেস নেতা জানালেন, "মণিপুর সরকার 1 ফেব্রুয়ারি এবং 1 মার্চ নিষিদ্ধ জঙ্গি সংগঠনকে টাকা দিয়েছে ৷ নির্বাচন কমিশন জানিয়েছে এতে কোনও ভাবে আদর্শ নির্বাচনী বিধি লঙ্ঘন হয়নি ৷ আমি সুপ্রিম কোর্টে আবেদন জানাব ৷ দীর্ঘদিন বন্ধ থাকার পর নির্বাচন চলাকালীন হঠাৎ এই টাকা দেওয়া হয়েছে ৷ এতে 11টি আসনের ভোটকে খুন করা হয়েছে ৷"

আরও পড়ুন : Mamata on UP Poll : উত্তরপ্রদেশে হারছে বিজেপি, অখিলেশকে পাশে নিয়ে বললেন মমতা

গতকাল দুই প্রবীণ কংগ্রেস নেতা বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, "বিজেপি সরকার 'মানিপুর' চালাচ্ছে, মণিপুর নয়" ৷ 2018 সালে প্রকল্পটি চালু হলেও গত 12-15 মাস পর্যন্ত এই নিষিদ্ধ সংগঠনকে একটা পয়সাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷ অথচ ভোটের ঠিক আগেই হঠাৎ স্বরাষ্ট্র মন্ত্রকের এই টাকা দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতারা ৷

মণিপুর ভোট প্রসঙ্গে জয়রাম রমেশ বলেন, "মণিপুরে 2-3টি আসন খুবই স্পর্শকাতর ৷ আমরা নির্বাচন কমিশনকে সেটা জানিয়েছি ৷ ভোটার এবং প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি বাহিনী মোতায়েনের অনুরোধ করেছি ৷" এমনকি নির্বাচন চলাকালীন কোনও অপরাধীকে মুক্তি না দেওয়ার কথাও জানিয়েছেন তিনি ৷ কংগ্রেস নেতার অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরের হিরক শহরে এলেন এবং খুনের অভিযোগে অভিযুক্ত জামিন পেয়ে গেল ৷ এটা গণতান্ত্রিক দেশে হতে পারে না ৷

আরও পড়ুন : UP Assembly Election 2022 : উত্তরপ্রদেশে চলছে ষষ্ঠ দফা, ভোট দিয়ে যোগীর দাবি '80% আসনে জিতব'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.