ETV Bharat / bharat

Adani Group Crisis: 'এলআইসিকে কে বাধ্য করেছিলেন আদানিতে বিনিয়োগ করতে ?' জয়রামের নিশানায় মোদি

আদানি গোষ্ঠীর বিপর্যয়ে (Adani Group Crisis) এলআইসি জড়িয়ে পড়ায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন জয়রাম রমেশ (Jairam Ramesh targets Narendra Modi) ৷ কী বললেন তিনি ?

Jairam Ramesh targets Narendra Modi in Adani Group Crisis issue
ফাইল ছবি
author img

By

Published : Feb 27, 2023, 9:13 PM IST

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ারদরে পতন অব্যাহত (Adani Group Crisis) ৷ এবার তার জের গড়াল এলআইসি পর্যন্ত ৷ আদানি গোষ্ঠীতে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে এলআইসি-র ৷ কিন্তু, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম নিম্নগামী হওয়ায় এলআইসি-র বিনিয়োগও প্রবল ঝুঁকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতির জন্য দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকেই দায়ী করল কংগ্রেস ৷ তাদের প্রশ্ন, ভারতের অন্যতম প্রধান এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আদানি গোষ্ঠীতে ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কারা বাধ্য করেছিলেন ?

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টুইটারে প্রচার শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এই ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবেও একটি প্রচার করা হচ্ছে ৷ যা পোশাকি নাম দেওয়া হয়েছে, 'হাম আদানি কে হ্যায় কৌন' ! জয়রামের দাবি হল, আদানি গোষ্ঠীর শেয়ারদরে রেকর্ড পতনের জেরেই এলআইসিরও সম্পদের পরিমাণ কমছে ৷ আদানি গোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগের ভিত্তিতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ করা অর্থের মূল্য গত 31 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 52 হাজার কোটি টাকা কমেছে ! যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন জয়রাম ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠী কি 'ভারতের এনরন' ? প্রশ্ন প্রাক্তন মার্কিন সচিবের

এই প্রসঙ্গে জয়রাম বলেন, "এক্ষেত্রে এলআইসি-র বিনিয়োগের আর্থিক মূল্য 32 হাজার কোটিতে এসে ঠেকেছে ৷ এবং এতদিন ধরে বহু প্রচেষ্টায় এলআইসি যে মুনাফা লাভ করেছিল, আদানি গোষ্ঠীর শেয়ারের দর হুড়মুড়িয়ে কমায় এবং স্টক মার্কেটে হওয়া কারচুপির জেরে, সেই মুনাফা হারাতে বসেছে এলআইসি ৷ এটি একটি বিরাট ক্ষতি ৷" এরপরই এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন জয়রাম (Jairam Ramesh targets Narendra Modi) ৷ তিনি বলেছেন, "আপনার (নরেন্দ্র মোদি) প্রিয় ব্যবসায়ীর সংস্থায় এমন ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কে এলআইসিকে বাধ্য করেছিলেন ? ভারতীয়দের কষ্টের সঞ্চয় নিয়ে আপনি জুয়া খেলেছেন ৷ এর জন্য আপনি কবে জবাবদিহি করবেন ?"

প্রসঙ্গত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর বেসামাল দশা ৷ সোমবারও (27 ফেব্রুয়ারি) আদানি গোষ্ঠীর শেয়ারের দামে পতন অব্যাহত ৷ যা নিয়ে চিন্তা বাড়ছে সংশ্লিষ্ট মহলের ৷

নয়াদিল্লি, 27 ফেব্রুয়ারি: আদানি গোষ্ঠীর শেয়ারদরে পতন অব্যাহত (Adani Group Crisis) ৷ এবার তার জের গড়াল এলআইসি পর্যন্ত ৷ আদানি গোষ্ঠীতে মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে এলআইসি-র ৷ কিন্তু, আদানি গোষ্ঠীর শেয়ারের দাম নিম্নগামী হওয়ায় এলআইসি-র বিনিয়োগও প্রবল ঝুঁকির মুখোমুখি এসে দাঁড়িয়েছে ৷ এই পরিস্থিতির জন্য দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রীকেই দায়ী করল কংগ্রেস ৷ তাদের প্রশ্ন, ভারতের অন্যতম প্রধান এই আর্থিক প্রতিষ্ঠানটিকে আদানি গোষ্ঠীতে ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কারা বাধ্য করেছিলেন ?

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টুইটারে প্রচার শুরু করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ এই ইস্যুতে কংগ্রেসের পক্ষ থেকে দলগতভাবেও একটি প্রচার করা হচ্ছে ৷ যা পোশাকি নাম দেওয়া হয়েছে, 'হাম আদানি কে হ্যায় কৌন' ! জয়রামের দাবি হল, আদানি গোষ্ঠীর শেয়ারদরে রেকর্ড পতনের জেরেই এলআইসিরও সম্পদের পরিমাণ কমছে ৷ আদানি গোষ্ঠীতে এলআইসি-র বিনিয়োগের ভিত্তিতে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার বিনিয়োগ করা অর্থের মূল্য গত 31 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত 52 হাজার কোটি টাকা কমেছে ! যা অত্যন্ত উদ্বেগের বলে মনে করছেন জয়রাম ৷

আরও পড়ুন: আদানি গোষ্ঠী কি 'ভারতের এনরন' ? প্রশ্ন প্রাক্তন মার্কিন সচিবের

এই প্রসঙ্গে জয়রাম বলেন, "এক্ষেত্রে এলআইসি-র বিনিয়োগের আর্থিক মূল্য 32 হাজার কোটিতে এসে ঠেকেছে ৷ এবং এতদিন ধরে বহু প্রচেষ্টায় এলআইসি যে মুনাফা লাভ করেছিল, আদানি গোষ্ঠীর শেয়ারের দর হুড়মুড়িয়ে কমায় এবং স্টক মার্কেটে হওয়া কারচুপির জেরে, সেই মুনাফা হারাতে বসেছে এলআইসি ৷ এটি একটি বিরাট ক্ষতি ৷" এরপরই এই ইস্যুতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেছেন জয়রাম (Jairam Ramesh targets Narendra Modi) ৷ তিনি বলেছেন, "আপনার (নরেন্দ্র মোদি) প্রিয় ব্যবসায়ীর সংস্থায় এমন ঝুঁকিবহুল বিনিয়োগ করার জন্য কে এলআইসিকে বাধ্য করেছিলেন ? ভারতীয়দের কষ্টের সঞ্চয় নিয়ে আপনি জুয়া খেলেছেন ৷ এর জন্য আপনি কবে জবাবদিহি করবেন ?"

প্রসঙ্গত, মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট সামনে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর বেসামাল দশা ৷ সোমবারও (27 ফেব্রুয়ারি) আদানি গোষ্ঠীর শেয়ারের দামে পতন অব্যাহত ৷ যা নিয়ে চিন্তা বাড়ছে সংশ্লিষ্ট মহলের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.