ETV Bharat / bharat

Jairam Ramesh Hits Modi: 'স্বৈরাচারী প্রধানমন্ত্রী নিজের ঢাক পেটাতে ব্যস্ত', তীব্র আক্রমণ জয়রামের - Congress New Parliamentary Building News

28 মে রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সেঙ্গলের পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে ছিলেন শুধু লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ আধিনাম সন্ন্যাসীদের নিয়ে লোকসভা কক্ষে সেঙ্গলটি স্থাপন করেন তিনি ৷ এই অনুষ্ঠান প্রসঙ্গে কড়া আক্রমণ শানালেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷

ETV Bharat
জয়রাম রমেশ
author img

By

Published : May 28, 2023, 11:39 AM IST

নয়াদিল্লি, 28 মে: নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানের সময় আক্রমণাত্মক টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধিনাম সন্ন্যাসীদের সঙ্গে সেঙ্গলের পুজো করছেন ৷ সেই সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করে সাধুদের নিয়ে তা লোকসভায় স্থাপনও করেছেন ৷

এভাবেই দেশের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ল মোদি জমানা ৷ আর সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অনুপস্থিত দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে 'স্বৈরাচারী' বলে তোপ দাগেন জয়রাম রমেশ ৷ এর পাশাপাশি 28 মে দিনটি বেশ কিছু ঘটনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে মনে করেন কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷

  • On this day, May 28th:

    1. Nehru, the person who did the most to nurture Parliamentary democracy in India, was cremated in 1964.

    2. Savarkar, the person whose ideological ecosystem led to the killing of Mahatma Gandhi, was born in 1883.

    3. The President — the first Adivasi to…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথমত, 1964 সালের 27 মে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রয়াত হন ৷ আজকের দিনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ৷ রমেশ লিখেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রকে সবচেয়ে বেশি লালনপালন করেছেন জওহরলাল নেহরুর ৷

দ্বিতীয়ত, 1883 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সাভারকর ৷ এ প্রসঙ্গে জয়রাম রমেশ লেখেন, এই ব্যক্তির মতাদর্শ দেশে এমন এক নতুন ধারার জন্ম দিয়েছিল যার পরিণতি মহাত্মা গান্ধির হত্যা ৷

আরও পড়ুন: সাক্ষী আধিনম সন্ন্যাসীরা ! লোকসভায় সেঙ্গল স্থাপন প্রধানমন্ত্রীর

তৃতীয়ত, দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ 2023 সালে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে আসতে দেওয়া হয়নি ৷ এতে তিনি তাঁর সাংবিধানিক কর্তব্য পূরণ করতে পারেননি ৷ প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল-সহ দেশের প্রায় 20টি দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ৷ তার অন্যতম প্রধান কারণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই অনুষ্ঠানে উপস্থিত না-থাকা ৷

চতুর্থ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্ব-গৌরবান্বিত স্বৈরাচারী বলে উল্লেখ করে জয়রাম রমেশ লেখেন, সংসদীয় প্রক্রিয়ার জন্য এটা খুবই হতাশার ৷ 2023 সালে নয়া সংসদ ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ৷ অথচ তাঁকে সংসদে প্রায় দেখাই যায় না ৷ সংসদীয় অধিবেশনের কাজকর্মে তাঁর অংশ চোখে পড়ে না ৷

আরও পড়ুন: নজরকাড়া কারুকার্য! হোম-যজ্ঞ দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন; দেখুন ভিডিয়ো

পঞ্চম, হিস্টোরিয়ান শব্দটিকে কটাক্ষ করে ডিসটোরিয়ান বলেছেন জয়রাম রমেশ ৷ যাঁরা মিথ্যে তথ্য পরিবেশন করেন তাঁদের সম্পর্কে এই ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে ৷ তাঁর মতে, এই ডিস্টোরিয়ানরা কদর্যতার আরও এক নজির তৈরি করেছে। পাশাপাশি একাংশের সংবাদ মাধ্যমকেও নিশানা করেছেন জয়রাম। তাঁর দাবি, সংবাদ মাধ্যমের একটা অংশ এই ধরনের প্রবণতাকে বাড়তি প্রশয় দিচ্ছে।

নয়াদিল্লি, 28 মে: নিজেই নিজের ঢাক পেটাতে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবার সকালে নয়া সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানের সময় আক্রমণাত্মক টুইট করে এমনই দাবি করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ ৷ সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধিনাম সন্ন্যাসীদের সঙ্গে সেঙ্গলের পুজো করছেন ৷ সেই সেঙ্গলকে সাষ্টাঙ্গে প্রণাম করে সাধুদের নিয়ে তা লোকসভায় স্থাপনও করেছেন ৷

এভাবেই দেশের রাজনীতিতে নতুন ইতিহাস গড়ল মোদি জমানা ৷ আর সংসদ ভবন উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অনুপস্থিত দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ এদিন উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে 'স্বৈরাচারী' বলে তোপ দাগেন জয়রাম রমেশ ৷ এর পাশাপাশি 28 মে দিনটি বেশ কিছু ঘটনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে বলে মনে করেন কংগ্রেসের এই প্রবীণ নেতা ৷

  • On this day, May 28th:

    1. Nehru, the person who did the most to nurture Parliamentary democracy in India, was cremated in 1964.

    2. Savarkar, the person whose ideological ecosystem led to the killing of Mahatma Gandhi, was born in 1883.

    3. The President — the first Adivasi to…

    — Jairam Ramesh (@Jairam_Ramesh) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রথমত, 1964 সালের 27 মে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্রয়াত হন ৷ আজকের দিনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল ৷ রমেশ লিখেছেন, দেশের সংসদীয় গণতন্ত্রকে সবচেয়ে বেশি লালনপালন করেছেন জওহরলাল নেহরুর ৷

দ্বিতীয়ত, 1883 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন সাভারকর ৷ এ প্রসঙ্গে জয়রাম রমেশ লেখেন, এই ব্যক্তির মতাদর্শ দেশে এমন এক নতুন ধারার জন্ম দিয়েছিল যার পরিণতি মহাত্মা গান্ধির হত্যা ৷

আরও পড়ুন: সাক্ষী আধিনম সন্ন্যাসীরা ! লোকসভায় সেঙ্গল স্থাপন প্রধানমন্ত্রীর

তৃতীয়ত, দেশ প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পেয়েছে ৷ 2023 সালে নয়া সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে আসতে দেওয়া হয়নি ৷ এতে তিনি তাঁর সাংবিধানিক কর্তব্য পূরণ করতে পারেননি ৷ প্রসঙ্গত, কংগ্রেস, তৃণমূল-সহ দেশের প্রায় 20টি দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করেছে ৷ তার অন্যতম প্রধান কারণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই অনুষ্ঠানে উপস্থিত না-থাকা ৷

চতুর্থ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্ব-গৌরবান্বিত স্বৈরাচারী বলে উল্লেখ করে জয়রাম রমেশ লেখেন, সংসদীয় প্রক্রিয়ার জন্য এটা খুবই হতাশার ৷ 2023 সালে নয়া সংসদ ভবন উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী ৷ অথচ তাঁকে সংসদে প্রায় দেখাই যায় না ৷ সংসদীয় অধিবেশনের কাজকর্মে তাঁর অংশ চোখে পড়ে না ৷

আরও পড়ুন: নজরকাড়া কারুকার্য! হোম-যজ্ঞ দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন; দেখুন ভিডিয়ো

পঞ্চম, হিস্টোরিয়ান শব্দটিকে কটাক্ষ করে ডিসটোরিয়ান বলেছেন জয়রাম রমেশ ৷ যাঁরা মিথ্যে তথ্য পরিবেশন করেন তাঁদের সম্পর্কে এই ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে ৷ তাঁর মতে, এই ডিস্টোরিয়ানরা কদর্যতার আরও এক নজির তৈরি করেছে। পাশাপাশি একাংশের সংবাদ মাধ্যমকেও নিশানা করেছেন জয়রাম। তাঁর দাবি, সংবাদ মাধ্যমের একটা অংশ এই ধরনের প্রবণতাকে বাড়তি প্রশয় দিচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.