নয়াদিল্লি, 16 অগস্ট: নেহরু মিউজিয়াম ও লাইব্রেরির নাম বদলে নতুন নামকরণ করা হয়েছে প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি সোসাইটি ৷ সোমবার আনুষ্ঠানিকভাবে এই নামে পথচলা শুরু হয়েছে এই মিউজিয়ামের ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে 'অসম্মান' আখ্যা দিল কংগ্রেস ৷
দলের সাধারণ সম্পাদক তথা মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ জানিয়েছেন, দেশের স্বাধীনতার নেপথ্যে জওহরলাল নেহরুর বৃহৎ অবদান এভাবে ছিনিয়ে নেওয়া যেতে পারে না ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিরাপত্তাহীনতায় ভুগে এই কাজ করেছেন ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, "জওহরলাল নেহরু সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী ছিলেন ৷ তাই ভয় পেয়েছেন নরেন্দ্র মোদি ৷ তাঁর শুধু একটাই উদ্দেশ্য ৷ জওহরলাল নেহরু এবং তাঁর কাজগুলিকে অস্বীকার করা, বিকৃত করা, অসম্মান করা ৷ তিনি কেবল এন-কে মুছে তার জায়গায় 'পি' বসিয়েছেন ৷"
-
From today, an iconic institution gets a new name. The world renowned Nehru Memorial Museum and Library (NMML) becomes PMML—Prime Ministers’ Memorial Museum and Library.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 16, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Mr. Modi possesses a huge bundle of fears, complexes and insecurities, especially when it comes to our first…
">From today, an iconic institution gets a new name. The world renowned Nehru Memorial Museum and Library (NMML) becomes PMML—Prime Ministers’ Memorial Museum and Library.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 16, 2023
Mr. Modi possesses a huge bundle of fears, complexes and insecurities, especially when it comes to our first…From today, an iconic institution gets a new name. The world renowned Nehru Memorial Museum and Library (NMML) becomes PMML—Prime Ministers’ Memorial Museum and Library.
— Jairam Ramesh (@Jairam_Ramesh) August 16, 2023
Mr. Modi possesses a huge bundle of fears, complexes and insecurities, especially when it comes to our first…
আরও পড়ুন: নাম বদল ! নেহরু মেমোরিয়াল মিউজিয়াম এখন থেকে 'প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম'
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা লেখেন, "এর অর্থ সংকীর্ণতা, ক্ষোভ ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়ে জয়রাম রমেশ জানান, এসব করলেও তিনি কখনও ভারতের স্বাধীনতা আন্দোলনে নেহরুর বিশাল অবদান কেড়ে নিতে পারবেন না ৷ জওহরলাল নেহরু গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ভারত গড়ে তুলেছিলেন ৷ এর ভিত বিজ্ঞান নির্ভর এবং স্বাধীন চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে ৷ আজ সেই সবকিছুকেই অসম্মান করছেন নরেন্দ্র মোদি, অভিযোগ করেন জয়রাম রমেশ ৷ এই নিরন্তন অসম্মান করা সত্ত্বেও জওহরলাল নেহরুর ঐতিহ্য বিশ্বে থেকে যাবে এবং তা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে বলে মত বর্ষীয়ান কংগ্রেস নেতার ৷
প্রাইম মিনিস্টার্স মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির ভাইস চেয়ারম্যান সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এই নাম বদলের বিষয়টি জানিয়েছেন ৷ তিনি জানিয়েছেন 14 অগস্ট এই মিউজিয়ামের নাম বদল করা হয়েছে ৷ বিজেপি সরকারের এই পদক্ষেপে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷