নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: নতুন সংসদ ভবনের নাম হওয়া উচিত মোদি মাল্টিপ্লেক্স বা মোদি ম্যারিয়ট ৷ কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জয়রাম রমেশ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) নয়া সংসদ ভবনের সঙ্গে পুরনো সংসদ ভবনের তুলনা টেনেছেন ৷ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কটাক্ষ করেছেন ৷ আর এরই সঙ্গে 2024 সালে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আসবে বলেও আত্মবিশ্বাসী জয়রাম রমেশ ৷
18 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সংসদের বিশেষ অধিবেশন শেষ হয়েছে গতকাল ৷ 19 সেপ্টেম্বর নতুন ভবনে অধিবেশনের সূচনা হয় ৷ শনিবার সকালে কংগ্রেসের মিডিয়া ইন-চার্জ জয়রাম রমেশ লেখেন, "বিশাল বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন সংসদ ভবনের সূচনা হয়েছে ৷ আসলে এতে প্রধানমন্ত্রীর লক্ষ্যগুলো খুব ভালোভাবে পূরণ হয়েছে ৷ একে 'মোদি মাল্টিপ্লেক্স' বা 'মোদি ম্যারিয়ট' নামে ডাকা উচিত ৷ চারদিন ধরে অধিবেশন চলেছে ৷ আমি যা দেখলাম, তাতে সংসদের দুই কক্ষে এবং লবিগুলিতে আলোচনা এবং কথোপথন- দু'য়েরই সলিল সমাধি হয়েছে ৷"
-
The new Parliament building launched with so much hype actually realises the PM's objectives very well. It should be called the Modi Multiplex or Modi Marriot. After four days, what I saw was the death of confabulations and conversations—both inside the two Houses and in the…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The new Parliament building launched with so much hype actually realises the PM's objectives very well. It should be called the Modi Multiplex or Modi Marriot. After four days, what I saw was the death of confabulations and conversations—both inside the two Houses and in the…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 23, 2023The new Parliament building launched with so much hype actually realises the PM's objectives very well. It should be called the Modi Multiplex or Modi Marriot. After four days, what I saw was the death of confabulations and conversations—both inside the two Houses and in the…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 23, 2023
একই সঙ্গে কংগ্রেস সাংসদ নতুন সংসদ ভবনের স্থাপত্যের সমালোচনা করে লেখেন, "প্রধানমন্ত্রী নতুন সংবিধান রচনা করেননি ৷ তবে স্থাপত্যের মধ্যে দিয়ে গণতন্ত্রের হত্যা করতে সফল হয়েছেন ৷ হলগুলির আয়তন আরামদায়ক নয় ৷ এখানে একে অপরকে দেখতে গেলে বায়নোকুলার লাগবে ৷" পুরনো সংসদ ভবনের কথা উল্লেখ করে রমেশ আরও লেখেন, "পুরনো সংসদ ভবনে শুধু যে একটা বিশেষ আবহ ছিল তাই নয়, আলাপচারিতা করতে সুবিধে হত ৷ দু'টি কক্ষের মধ্যে হাঁটাচলা, সেন্ট্রাল হল এবং করিডোরের মধ্যে সহজেই যাতায়াত করা যেত ৷ একটি অধিবেশনকে সফলভাবে চালাতে গেলে দু'টি কক্ষের মধ্যে যে সমন্বয় দরকার, সেই দিক দিয়ে নতুন সংসদ ভবন অনেকটাই পিছিয়ে ৷"
পুরনো সংসদ ভবনটি গোলাকার ৷ সেখানে কেউ পথ হারিয়ে ফেললেও ফিরে আসতে পারবে ৷ আর নতুন ভবনে রাস্তা হারালে একেবারে ধাঁধা লেগে যাবে বলে দাবি রমেশের ৷ তাঁর আরও দাবি, পুরনো সংসদ ভবনে খোলামেলা পরিবেশ ছিল ৷ আর নতুন ভবন যেন দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ৷ সংসদে ঘুরে বেড়ানোর আনন্দটাই হারিয়ে গিয়েছে বলে আক্ষেপ করেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷ নতুন এই সংসদ ভবনটি তাঁর কাছে বেদনাদায়ক ৷ এই বিষয়ে তাঁর সঙ্গে আরও অনেক নেতারাই একমত হবেন বলে আশা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ৷
শুধু বিভিন্ন দলের নেতারা নন, সচিবালয়ের কর্মীরাও তাঁকে জানিয়েছেন, নতুন সংসদ ভবনে কাজ করতে অসুবিধে হচ্ছে ৷ সুদীর্ঘ পোস্টের শেষে জয়রাম রমেশের লেখায় ক্ষোভ এবং আশা দুই-ই উঠে এসেছে । তিনি লেখেন, "এই ভবন যাঁরা দেখবেন, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করলে এরকমটাই হয় ৷ 2024 সালে সরকারে পরিবর্তন হলে হয়তো নতুন সংসদ ভবনের সদ্ব্যবহার হতে পারে ৷"
আরও পড়ুন: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র