ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা - কোরোনা আক্রান্ত জে পি নাড্ডা

কোরোনায় আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ৷ রয়েছেন হোম আইসোলেশনে ।

J P Nadda
J P Nadda
author img

By

Published : Dec 13, 2020, 5:52 PM IST

Updated : Dec 13, 2020, 6:16 PM IST

দিল্লি, 13 ডিসেম্বর : তিনদিন আগেই পশ্চিমবঙ্গ সফর থেকে ফিরেছেন । আর এবার কোরোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

আজ টুইটারে একথা জানান তিনি । লেখেন, "কোরোনার কিছু লক্ষণ দেখে আমি পরীক্ষা করাই । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । আমার শরীরের অবস্থা ঠিক আছে । চিকিৎসকের পরামর্শমতো হোম আইসোলেশনে রয়েছি । গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে আইসোলেশনে গিয়ে কোরোনা পরীক্ষা করার অনুরোধ করছি ।"

  • कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है, डॉक्टर्स की सलाह पर होम आइसोलेशन में सभी दिशा- निर्देशो का पालन कर रहा हूँ। मेरा अनुरोध है, जो भी लोग गत कुछ दिनों में संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 ও 10 তারিখ পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি । সেখানে কর্মীসভা করার পাশাপাশি একটি সভাতেও যোগ দেন তিনি ।

দিল্লি, 13 ডিসেম্বর : তিনদিন আগেই পশ্চিমবঙ্গ সফর থেকে ফিরেছেন । আর এবার কোরোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷

আজ টুইটারে একথা জানান তিনি । লেখেন, "কোরোনার কিছু লক্ষণ দেখে আমি পরীক্ষা করাই । সেই রিপোর্ট পজ়িটিভ এসেছে । আমার শরীরের অবস্থা ঠিক আছে । চিকিৎসকের পরামর্শমতো হোম আইসোলেশনে রয়েছি । গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁদেরকে আইসোলেশনে গিয়ে কোরোনা পরীক্ষা করার অনুরোধ করছি ।"

  • कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है, डॉक्टर्स की सलाह पर होम आइसोलेशन में सभी दिशा- निर्देशो का पालन कर रहा हूँ। मेरा अनुरोध है, जो भी लोग गत कुछ दिनों में संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।

    — Jagat Prakash Nadda (@JPNadda) December 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

9 ও 10 তারিখ পশ্চিমবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি । সেখানে কর্মীসভা করার পাশাপাশি একটি সভাতেও যোগ দেন তিনি ।

Last Updated : Dec 13, 2020, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.