জম্মু ও কাশ্মীর, 18 অক্টোবর : সদ্য দুবাই সরকারের সঙ্গে বেশ কিছু প্রকল্পের জন্য MoU (Memorandum of Understanding) চুক্তি করেছে জম্মু ও কাশ্মীর সরকার অ্যাডমিনিস্ট্রেটিভ বোর্ড৷ ঠিক তার পরেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পিযূষ গোয়েল জানিয়ে দিলেন, বিশ্বের মানচিত্রে দেশকে তুলে ধরতে বড় ভূমিকা নিতে চলেছে জম্মু ও কাশ্মীর ৷
আরও পড়ুন : Rail Roko India : আজ দেশজুড়ে ছয় ঘন্টার 'রেল রোকো' কর্মসূচি সংযুক্ত কিষাণ মোর্চার
MoU চুক্তির পরে সংবাদসংস্থাকে তিনি জানান, "আজ জম্মু ও কাশ্মীর এবং গোটা দেশের জন্য এক আনন্দের দিন ৷ মনোজ সিনহা জি'র নেতৃত্বে রাজ্য যেভাবে এগিয়ে চলেছে, তা প্রশংসনীয় ৷ আগামী দিনে বিশ্বের মানচিত্রে দেশকে তুলে ধরতে বড় ভূমিকা নিতে চলেছে জম্মু ও কাশ্মীর ৷" শুধু তাই নয়, দুবাইয়ের আরও বেশ কিছু কোম্পানি ভারতে এবং বিশেষ করে জম্মু ও কাশ্মীরে লগ্নি করতে আগ্রহী ৷
আরও পড়ুন : Assam Terror Threat : মুসলিম উচ্ছেদ নিয়ে অসমকে তাতিয়ে তোলার চেষ্টায় আল কায়দা-আইসিস, তটস্থ হিমন্ত সরকার
জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা জানিয়েছেন, রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট, আইটি টাওয়ার, মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতাল প্রভৃতি নির্মাণের জন্যই এই MoU স্বাক্ষর করা হয়েছে ৷