নয়াদিল্লি, 30 জুন : ডিলিমিটেশন কমিশনকে গতকালই জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সংসদীয় ও বিধানসভা কেন্দ্রগুলিকে পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ বুধবার এই কমিশন একটি বৈঠক করতে চলেছে, যার প্রধান আলোচ্য হবে রাজনৈতিক দলগুলি সঙ্গে পরামর্শ সংক্রান্ত পরিকল্পনা ৷ দিল্লিতে 24 জুনের সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ডিলিমিটেশন প্রক্রিয়া শীঘ্র শুরু করার উপর জোর দেন ৷ যাতে জম্মু এবং কাশ্মীরে তাড়াতাড়ি নির্বাচন করানো যায় তার জন্যই এই তোড়জোড় ৷
তিন সদস্যের এই ডিলিমিটেশন কমিশনের (Delimitation Commission) দায়িত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা দেসাই (Ranjana Desai) ৷ তিনি গত বছর ফেব্রুয়ারিতেই এই কমিশনের দায়িত্বে আসেন ৷ নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ না হওয়ার জন্য কমিশনের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে ৷ কমিশনের জম্মু ও কাশ্মীরের সাংসদ-সহ সহযোগী সদস্যদের নিয়ে একটি বৈঠক করার কথা রয়েছে ৷ সেই বৈঠকের দিনক্ষণ এদিনের বৈঠকে কমিশন ঠিক করবে ৷
জম্মু ও কাশ্মীরের 14 জন রাজনৈতিক নেতাকে নিয়ে 24 জুনের বৈঠকে প্রধানমন্ত্রী ডিলিমিটেশন প্রক্রিয়া শীঘ্র শুরু করার উপর জোর দেন ৷ তিনি জানান, উন্নয়নের স্বার্থে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হওয়া জরুরি ৷ তাই তার জন্য ডিলিমিটেশন প্রক্রিয়া শুরু হওয়া উচিত ৷ বৈঠক শেষে টুইট করেও তিনি সেই একই কথা লেখেন ৷
আরও পড়ুন : ভূস্বর্গে শান্তিবিভ্রাট
কেন্দ্র শীঘ্রই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে চায় ৷ তার জন্য ডিলিমিটেশন জরুরি হয়ে পড়েছে ৷ জল্পনা, আগামী 6 থেকে 9 মাসের মধ্যেই ভোট হতে চলেছে ৷ এই মাসের প্রথম দিকে সাতটি নতুন আসন খারিজ করার কথা হয় ৷ কমিশন 23 জুন এই সাতটি আসন খারিজ-সহ বিধানসভা কেন্দ্রগুলির পুনর্গঠনের বিষয়ে জম্মু ও কাশ্মীরের ডেপুটি কমিশনারদের সঙ্গে কথা বলেছে ৷ কীভাবে বিধানসভা আসনগুলিকে আরও ভৌগোলিকভাবে নিবিড় করা যায় সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে কমিশন ৷ সেই আলোচনার পর এখনও পর্যন্ত এই সংক্রান্ত কাজের পর্যালোচনা চলবে ৷
এদিন নির্বাচন কমিশনে (Election Commission of India) বৈঠকটি হবে ৷ সভাপতিত্ব করবেন রঞ্জনা দেসাই ৷ থাকবেন পোল প্যানেল-সহ ডিলিমিটেশন কমিশনের সদস্যরা ৷ এছাড়াও মুখ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচন কমিশনার উপস্থিত থাকবেন বৈঠকে । ডিলিমিটেশন প্রক্রিয়ার পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা আসনের সংখ্যা 83 থেকে বেড়ে 90টি হবে । পাক অধিকৃত কাশ্মীরের (PoK) থাকা 24টি আসন শূন্য থাকবে ।
আরও পড়ুন : Jammu and Kashmir : কেন্দ্রের সঙ্গে বৈঠক শেষে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের অধিকারের দাবি ওমরের