শ্রীনগর, 19 অগস্ট : ফের জম্মু ও কাশ্মীরে রাজনীতিক খুন ৷ বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরের কুলগামে আপনি পার্টির এক নেতাকে খুন করল জঙ্গিরা ৷ মৃতের নাম গুলাম হাসান লোন ৷ এই নিয়ে গত দশদিনে তিনটি একই ধরনের ঘটনা ঘটল উপত্যকায় ৷
এদিন কুলগামের এক পুলিশ আধিকারিক বলেন, "সন্ধে সাড়ে 6টা নাগাদ অজ্ঞাত পরিচয় জঙ্গি জেকেএপি নেতাকে লক্ষ্য করে গুলি করে ৷ সেই সময় গুলাম হাসান লোনি তাঁর দেবসারের বাড়ির বাইরে ছিলেন ৷" পুলিশ আধিকারিক আরও জানান, লোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরেই কুলগামের দেবসার এলাকা ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা ৷ বর্তমানে সেখানে তল্লাশি অভিযান চলছে ৷
আপনি পার্টির শীর্ষ নেতা আলতফ আহমেদ বুখারি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৷ দলের তরফে টুইট করে বলা হয়েছে, রাজনৈতিক কর্মী গুলাম হাসান লোনকে কাপুরুষের মতো হত্যা করা হয়েছে ৷ এর তীব্র নিন্দা করছে আপনি পার্টি ৷ নিরিহ রাজনৈতিক কর্মীর হত্যা করাকে বর্বরচিত বলেছেন আলতফ আহমেদ বুখারি ৷
আরও পড়ুন: BJP leader shot dead : কুলগামে বিজেপি নেতাকে গুলি করে খুন
এর আগে গত 17 অগস্টে এক বিজেপি নেতাকে খুন করেছিল জঙ্গিরা ৷ তার আগে 9 অগস্টে কাশ্মীরে গুলাম রসুল দর নামে আরও এক বিজেপি নেতাকে খুন করেছিল সন্দেহভাজন জঙ্গিরা ৷