ETV Bharat / bharat

ASEAN সামিটে ভারত-প্রশান্ত মহাসাগরের বাণিজ্য় নীতিতে জোর মোদির - ভারত-প্রশান্ত মহাসাগরের বাণিজ্য় নীতি

বৃহস্পতিবার অতিথি দেশ হিসেবে 17 তম ASEAN সামিটে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল এই সভায় তাঁর সঙ্গে সহ পরিচালনার দায়িত্বে ছিলেন ASEAN এর সদস্য় দেশ ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক ৷ এদিন সম্মেলন শুরুর পর নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য়ের উপর নির্ভর করে ভারত ও ASEAN দেশগুলির কৌশলগত অংশীদারিত্ব টিকে রয়েছে ৷

It's_of_prime_importance_for_us_to_improve_physical_economic_societal_digital_financial_&_maritime_connections_b/w_India_&_ASEAN
ASEAN সামিটে ভারত-প্রশান্ত মহাসাগরের বাণিজ্য় নীতিতে জোর মোদির
author img

By

Published : Nov 12, 2020, 10:17 PM IST

দিল্লি, 12 নভেম্বর : ASEAN-র সদস্য় দেশগুলির সঙ্গে স্বাস্থ্য়, অর্থনীতি, সামাজিক, ডিজিটাল এবং সামুদ্রিক যোগাযোগ ব্য়বস্থায় গুরুত্ব দেওয়াই ভারতের এক প্রধান লক্ষ্য় ৷ 17 তম ASEAN সামিটের সহ পরিচালনার দায়িত্ব পালনের মধ্য়ে দিয়ে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশেষ করে ভারত মহাসাগরে ASEAN-র দেশগুলির সঙ্গে বাণিজ্য়িক সম্পর্ককেই গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার অতিথি দেশ হিসেবে 17 তম ASEAN সামিটে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল এই সভায় তাঁর সঙ্গে সহ পরিচালনার দায়িত্বে ছিলেন ASEAN এর সদস্য় দেশ ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক ৷ এদিন সম্মেলন শুরুর পর নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য়ের উপর নির্ভর করে ভারত ও ASEAN দেশগুলির কৌশলগত অংশীদারিত্ব টিকে রয়েছে ৷ ASEAN এর সদস্য় দেশগুলি সর্বদা ভারতের পূর্বাঞ্চল নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানান নরেন্দ্র মোদি ৷ ভারত ও প্রশান্ত মহাসাগর নীতিতে ভারত ও ASEAN দেশগুলির চিন্তাভাবনা অনেকটাই এক বলে উল্লেখ করেন তিনি ৷ এরপরই তিনি যোগ করেন, ASEAN-র সদস্য় দেশগুলির সঙ্গে স্বাস্থ্য়, অর্থনীতি, সামাজিক, ডিজিটাল এবং সামুদ্রিক যোগাযোগ ব্য়বস্থায় গুরুত্ব দেওয়াই ভারতের এক প্রধান লক্ষ্য় ৷ পাশাপাশি ভারত এবং ASEAN দেশগুলি এইসব ক্ষেত্রে বিগত কয়েক বছরে একসঙ্গে অনেক কাজ করেছে ৷ ASEAN দেশগুলির সঙ্গে সুসম্পর্ক আরো দৃঢ় করতে 17 তম ASEAN সামিট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান প্রধানমন্ত্রী ৷

সব মিলিয়ে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগের মাঝে চিন যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তা এদিনের ASEAN সামিটে নাম না করেই বুঝিয়ে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে ASEAN দেশগুলিও চীনের আগ্রাসী ভূমিকায় যথেষ্ঠ বিরক্ত প্রকাশ করে চলেছে ৷ আর সেই ক্ষোভকেই ভারত-প্রশান্ত মহাসাগরের বাণিজ্য় নীতির মধ্য়ে দিয়ে প্রকাশ করলেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ৷

দিল্লি, 12 নভেম্বর : ASEAN-র সদস্য় দেশগুলির সঙ্গে স্বাস্থ্য়, অর্থনীতি, সামাজিক, ডিজিটাল এবং সামুদ্রিক যোগাযোগ ব্য়বস্থায় গুরুত্ব দেওয়াই ভারতের এক প্রধান লক্ষ্য় ৷ 17 তম ASEAN সামিটের সহ পরিচালনার দায়িত্ব পালনের মধ্য়ে দিয়ে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিশেষ করে ভারত মহাসাগরে ASEAN-র দেশগুলির সঙ্গে বাণিজ্য়িক সম্পর্ককেই গুরুত্ব দিলেন প্রধানমন্ত্রী ৷

বৃহস্পতিবার অতিথি দেশ হিসেবে 17 তম ASEAN সামিটে অংশ নেন প্রধানমন্ত্রী ৷ ভার্চুয়াল এই সভায় তাঁর সঙ্গে সহ পরিচালনার দায়িত্বে ছিলেন ASEAN এর সদস্য় দেশ ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইন জুয়ান ফুক ৷ এদিন সম্মেলন শুরুর পর নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক, ভৌগোলিক এবং সাংস্কৃতিক ঐতিহ্য়ের উপর নির্ভর করে ভারত ও ASEAN দেশগুলির কৌশলগত অংশীদারিত্ব টিকে রয়েছে ৷ ASEAN এর সদস্য় দেশগুলি সর্বদা ভারতের পূর্বাঞ্চল নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলে জানান নরেন্দ্র মোদি ৷ ভারত ও প্রশান্ত মহাসাগর নীতিতে ভারত ও ASEAN দেশগুলির চিন্তাভাবনা অনেকটাই এক বলে উল্লেখ করেন তিনি ৷ এরপরই তিনি যোগ করেন, ASEAN-র সদস্য় দেশগুলির সঙ্গে স্বাস্থ্য়, অর্থনীতি, সামাজিক, ডিজিটাল এবং সামুদ্রিক যোগাযোগ ব্য়বস্থায় গুরুত্ব দেওয়াই ভারতের এক প্রধান লক্ষ্য় ৷ পাশাপাশি ভারত এবং ASEAN দেশগুলি এইসব ক্ষেত্রে বিগত কয়েক বছরে একসঙ্গে অনেক কাজ করেছে ৷ ASEAN দেশগুলির সঙ্গে সুসম্পর্ক আরো দৃঢ় করতে 17 তম ASEAN সামিট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান প্রধানমন্ত্রী ৷

সব মিলিয়ে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগের মাঝে চিন যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, তা এদিনের ASEAN সামিটে নাম না করেই বুঝিয়ে দিতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে ASEAN দেশগুলিও চীনের আগ্রাসী ভূমিকায় যথেষ্ঠ বিরক্ত প্রকাশ করে চলেছে ৷ আর সেই ক্ষোভকেই ভারত-প্রশান্ত মহাসাগরের বাণিজ্য় নীতির মধ্য়ে দিয়ে প্রকাশ করলেন বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.