ETV Bharat / bharat

বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ ইসরোর, মহাকাশে ভাগবত গীতা-মোদির ছবি - ভাগবত গীতা

2021 সালে ফের মহাকাশ অভিযান শুরু করল ইসরো। বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ সফল হয়েছে। শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে উত্‍পেক্ষণ করা হয় নয়া স্যাটালাইট।

Isro's first mission in this year; new satellite to carry Bhagavad Gita, PM Narendra Modi’s photo
বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ ইসরোর, মহাকাশে ভাগবত গীতা-মোদির ছবি
author img

By

Published : Feb 28, 2021, 10:42 AM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি: আবারও মহাকাশে দাপাদাপি ভারতের । রবিবার বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সকাল 10:24-এ ভারতীয় রকেটের উত্‍‌ক্ষেপণ করে ইসরো । এই স্যাটালাইট ভাগবত গীতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে মহাকাশে পাড়ি দেয় ।

সতীশ ধাওয়ান স্যাটালাইট বা এসডি স্যাট নামের এই কৃত্রিম উপগ্রহের দ্বারা মহাকাশে 25,000 ব্যক্তির নাম পাঠানো হয় । ন্যানোস্যাটালাইটে চড়ে মহাকাশের পথে ভাগবত গীতার একটি কপিও। শীর্ষ প্যানেলে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি । তাঁর আত্মনির্ভর ও মহাকাশ বেসরকারিকরণের উদ্যোগকে কুর্নিশ জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই প্যানেলেই নীচের দিকে রয়েছে ইসরোর চেয়ারপার্সন ডা. কে সিভন ও সায়ান্টিফিক সেক্রেটারি ড. উমামহেশ্বরণের নাম ।

এই প্রথম শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে ভারতীয় রকেটে চড়ে ব্রাজ়িলের 637 কেজির স্যাটালাইট অ্যামাজনিয়া-1 মহাকাশে পাড়ি জমাচ্ছে । এ ছাড়াও থাকছে 18টি কো-প্যাসেঞ্জার পেলোড। চেন্নাইয়ের স্পেসকিডজ় ইন্ডিয়ার তৈরি স্যাটালাইটে আরও তিনটি পেলোড থাকছে । একটি হল স্টাডি স্পেস রেডিয়েশন, আর একটি স্টাডি ম্যাগনেটোস্ফিয়ার এবং অপরটি বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগের নেটওয়ার্ক বজায় রাখতে পারা কম ক্ষমতায় পেলোড ।

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ, চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-2-এর

ইসরো বিবৃতি দিয়ে জানিয়েছে, ''রিমোট সেনসিং ডেটার ব্যবহারে অ্যামাজন এলাকায় অরণ্য নিধনে নজরদারি চালিয়ে বর্তমান ব্যবস্থাকে আরও মজবুত করবে এই স্যাটালাইট ।''

দিল্লি, 28 ফেব্রুয়ারি: আবারও মহাকাশে দাপাদাপি ভারতের । রবিবার বছরের প্রথম উত্‍‌ক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা । অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সকাল 10:24-এ ভারতীয় রকেটের উত্‍‌ক্ষেপণ করে ইসরো । এই স্যাটালাইট ভাগবত গীতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি নিয়ে মহাকাশে পাড়ি দেয় ।

সতীশ ধাওয়ান স্যাটালাইট বা এসডি স্যাট নামের এই কৃত্রিম উপগ্রহের দ্বারা মহাকাশে 25,000 ব্যক্তির নাম পাঠানো হয় । ন্যানোস্যাটালাইটে চড়ে মহাকাশের পথে ভাগবত গীতার একটি কপিও। শীর্ষ প্যানেলে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবি । তাঁর আত্মনির্ভর ও মহাকাশ বেসরকারিকরণের উদ্যোগকে কুর্নিশ জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ওই প্যানেলেই নীচের দিকে রয়েছে ইসরোর চেয়ারপার্সন ডা. কে সিভন ও সায়ান্টিফিক সেক্রেটারি ড. উমামহেশ্বরণের নাম ।

এই প্রথম শ্রীহরিকোটার লঞ্চপ্যাড থেকে ভারতীয় রকেটে চড়ে ব্রাজ়িলের 637 কেজির স্যাটালাইট অ্যামাজনিয়া-1 মহাকাশে পাড়ি জমাচ্ছে । এ ছাড়াও থাকছে 18টি কো-প্যাসেঞ্জার পেলোড। চেন্নাইয়ের স্পেসকিডজ় ইন্ডিয়ার তৈরি স্যাটালাইটে আরও তিনটি পেলোড থাকছে । একটি হল স্টাডি স্পেস রেডিয়েশন, আর একটি স্টাডি ম্যাগনেটোস্ফিয়ার এবং অপরটি বিস্তীর্ণ অঞ্চলে যোগাযোগের নেটওয়ার্ক বজায় রাখতে পারা কম ক্ষমতায় পেলোড ।

আরও পড়ুন: সফল উৎক্ষেপণ, চাঁদের পথে পাড়ি চন্দ্রযান-2-এর

ইসরো বিবৃতি দিয়ে জানিয়েছে, ''রিমোট সেনসিং ডেটার ব্যবহারে অ্যামাজন এলাকায় অরণ্য নিধনে নজরদারি চালিয়ে বর্তমান ব্যবস্থাকে আরও মজবুত করবে এই স্যাটালাইট ।''

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.