ETV Bharat / bharat

ISRO: বাইরে থেকে পিএসএলভি তৈরিতে নয়া সাফল্য ইসরোর

ISROs Bid to Get Industry to Produce PSLV: নয়া সাফল্য ইসরোর ৷ বাইরে থেকে পিএসএলভি তৈরিতে এই সাফল্য এল শুক্রবার ৷ এ দিন শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে বাইরে থেকে প্রপেলান্ট উপাদান সরবরাহ করা হয় ৷ এই উপাদান পিএসএলভি এন-1 এর প্রথম উড়ানে ব্যবহার করা হবে ৷

ISRO
ISRO
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 6:53 PM IST

বেঙ্গালুরু, 20 অক্টোবর: শিল্প সংস্থাগুলির মাধ্যমে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি তৈরিতে নতুন মাইলস্টোনে পৌঁছল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ শুক্রবার এই সংস্থা এই মাইলস্টোনে পৌঁছেছে ৷ কারণ, এ দিনই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সলিড মোটরগুলির জন্য প্রপেলান্ট উপাদান সরবরাহ করা হয় ৷ যা ব্যবহার করা হবে পিএসএলভি এন-1 এর প্রথম উড়ানে ৷

মহাকাশ বিভাগ, তার বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল এর মাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের তৃতীয় প্রজন্মের লঞ্চ ভেহিকেল তৈরির জন্য বরাত দেয় ৷ পাঁচটি পিএসএলভি তৈরির জন্য এলএন্ডটি এবং এইচএএল-এর একটি কনসোর্টিয়ামকে এই বরাত দেওয়া হয় ৷ এক্ষেত্রে 860 কোটি টাকার অর্ডার দিয়েছিল এনএসআইএল ।

সেই বরাত অনুযায়ী শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সলিড মোটরগুলির জন্য প্রপেলান্ট উপাদান সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে ৷ কিন্তু এগুলি ব্যবহার করে ঠিক কত তারিখে পিএসএলভি এন-1 এর প্রথম উড়ান হবে, তা এখনও জানা যায়নি ৷

জানা গিয়েছে যে এই বরাত দেওয়ার অর্থ বাইরে থেকে যাতে ভবিষ্যতে ব্যাপক আকারে তৈরি করানো যায়, সেই বিষয়টি নিশ্চিত করা ৷ এ দিন এই প্রপেলান্ট উপাদান সরাবরাহের সময় উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্য়ান৷ এস সোমনাথ ৷

উল্লেখ্য, মহাকাশ গবেষণায় এখন ইসরোর মুকুটে একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে ৷ গত অগস্টে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিং করে ৷ তার পর চাঁদের ওই অংশে সূর্যের আলো থাকাকালীন অনেক তথ্য সংগ্রহ করে ৷ ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্য়ান্ডিং করল ৷

এর পর সেপ্টেম্বরে আদিত্য এল-1 মিশন মহাকাশে পাঠায় ইসরো ৷ মহাকাশের একটি নির্দিষ্ট জায়গা থেকে সূর্যকে নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷ এর মাঝে লঞ্চ ভেহিকেল তৈরিতেও সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: শনিতে গগনযান উড়ানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ, কখন দেখা যাবে সরাসরি ? জানাল ইসরো

বেঙ্গালুরু, 20 অক্টোবর: শিল্প সংস্থাগুলির মাধ্যমে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল বা পিএসএলভি তৈরিতে নতুন মাইলস্টোনে পৌঁছল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ শুক্রবার এই সংস্থা এই মাইলস্টোনে পৌঁছেছে ৷ কারণ, এ দিনই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সলিড মোটরগুলির জন্য প্রপেলান্ট উপাদান সরবরাহ করা হয় ৷ যা ব্যবহার করা হবে পিএসএলভি এন-1 এর প্রথম উড়ানে ৷

মহাকাশ বিভাগ, তার বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল এর মাধ্যমে গত বছরের সেপ্টেম্বর মাসে ভারতের তৃতীয় প্রজন্মের লঞ্চ ভেহিকেল তৈরির জন্য বরাত দেয় ৷ পাঁচটি পিএসএলভি তৈরির জন্য এলএন্ডটি এবং এইচএএল-এর একটি কনসোর্টিয়ামকে এই বরাত দেওয়া হয় ৷ এক্ষেত্রে 860 কোটি টাকার অর্ডার দিয়েছিল এনএসআইএল ।

সেই বরাত অনুযায়ী শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে সলিড মোটরগুলির জন্য প্রপেলান্ট উপাদান সরবরাহ করা হয় বলে জানা গিয়েছে ৷ কিন্তু এগুলি ব্যবহার করে ঠিক কত তারিখে পিএসএলভি এন-1 এর প্রথম উড়ান হবে, তা এখনও জানা যায়নি ৷

জানা গিয়েছে যে এই বরাত দেওয়ার অর্থ বাইরে থেকে যাতে ভবিষ্যতে ব্যাপক আকারে তৈরি করানো যায়, সেই বিষয়টি নিশ্চিত করা ৷ এ দিন এই প্রপেলান্ট উপাদান সরাবরাহের সময় উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্য়ান৷ এস সোমনাথ ৷

উল্লেখ্য, মহাকাশ গবেষণায় এখন ইসরোর মুকুটে একের পর এক সাফল্যের পালক যুক্ত হচ্ছে ৷ গত অগস্টে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিং করে ৷ তার পর চাঁদের ওই অংশে সূর্যের আলো থাকাকালীন অনেক তথ্য সংগ্রহ করে ৷ ভারতই প্রথম দেশ যারা চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্য়ান্ডিং করল ৷

এর পর সেপ্টেম্বরে আদিত্য এল-1 মিশন মহাকাশে পাঠায় ইসরো ৷ মহাকাশের একটি নির্দিষ্ট জায়গা থেকে সূর্যকে নিয়ে গবেষণা করবে আদিত্য এল-1 ৷ এর মাঝে লঞ্চ ভেহিকেল তৈরিতেও সাফল্য পেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ৷

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন: শনিতে গগনযান উড়ানের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ, কখন দেখা যাবে সরাসরি ? জানাল ইসরো

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.