বেঙ্গালুরু, 5 সেপ্টেম্বর: দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করল আদিত্য-এল1 ৷ মঙ্গলবার ভারতীয় সময় ভোর 3টে নাগাদ ইসরো এক্সে (টুইটারে) বিষয়টি জানিয়েছে ৷ দেশের মহাকাশ গবেষণা ইসরো সংস্থা লিখেছে, পৃথিবীকে কেন্দ্র করে দ্বিতীয় কক্ষপথ ইবিএন#2-তে স্থাপন করা হয়েছে আদিত্য-এল1 মহাকাশযানকে ৷
ইসরো টেলেমেট্রি ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্ক বা আইএসটিআরএসি সফলভাবে কাজটি সম্পন্ন করেছে ৷ নতুন এই কক্ষপথের ক্ষেত্রটির পরিধি 282 km x 40225 কিমি ৷ আগামী 10 সেপ্টেম্বর রাত আড়াইটের সময় তৃতীয় কক্ষপথ ইবিএন#3-তে স্থাপন করা হবে আদিত্য এল-1কে ৷
2 সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সকাল 11.50 মিনিটে সূর্যের পথে রওনা দেয় আদিত্য-এল1 ৷ আগামী 4 মাস দীর্ঘ পথ অতিক্রম করে সূর্য ও পৃথিবীর মাঝে ল্যাগরানজিয়ান পয়েন্ট এল-1 পয়েন্টে পৌঁছবে এই মহাকাশযান ৷ এই পয়েন্টে পৃথিবী ও সূর্য একে অপরের আকর্ষণ বলকে প্রশমিত করে ৷ তাই এখানে ভাসমান অবস্থায় থাকতে পারবে সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য এল1 ৷ এল-1 পয়েন্টের কাছে হ্যালো অরবিটে ঘুরবে প্রথম সৌর-মহাকাশযানটি ৷ পৃথিবী থেকে এই এল-1 পয়েন্টের দূরত্ব 15 লক্ষ কিলোমিটার ৷ ইসরো সূত্রে জানা গিয়েছে, এই এল-1 পয়েন্টে থেকে আদিত্য এল-1 মহাকাশযানটি কোনও বাধা ছাড়া সরাসরি সূর্যকে পর্যবেক্ষণ করতে পারবে ৷ গ্রহণ হলেও তার প্রভাব পড়বে না ৷
-
Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
">Aditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWgAditya-L1 Mission:
— ISRO (@isro) September 4, 2023
The second Earth-bound maneuvre (EBN#2) is performed successfully from ISTRAC, Bengaluru.
ISTRAC/ISRO's ground stations at Mauritius, Bengaluru and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 282 km x 40225 km.
The next… pic.twitter.com/GFdqlbNmWg
এর আগে উৎক্ষেপণের পরদিন 3 সেপ্টেম্বরই প্রথম কক্ষপথে স্থাপন করা হয় আদিত্য এল1কে ৷ আরও দু'টি কক্ষপথে অতিক্রম করবে আদিত্য ৷ তারপর ল্যাগরানজিয়ান পয়েন্টে স্থাপন করা হবে মহাকাশযানকে ৷ মনে করা হচ্ছে, 127 দিন পর এল-1 পয়েন্টে পৌঁছতে পারবে আদিত্য ৷ এটিই ভারতের প্রথম সৌরাভিযান ৷ এর মধ্যে সাতটি পে-লোড বা যন্ত্র আছে ৷
আরও পড়ুন: চাঁদের পর ইসরোর সূর্য মিশনেও নদিয়ার বরুণ, গর্বিত বাবা-মা
এই সাতটি পে-লোড ইসরো তৈরি করেছে ৷ এছাড়া বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ, পুনের ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স বা আইইউসিএএ এই পে-লোড তৈরিতে অংশ নিয়েছে ৷ পে-লোডগুলি সূর্যের ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সবচেয়ে বাইরের স্তর করোনা পর্যবেক্ষণ করবে ৷ এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে ইসরোকে ৷