ETV Bharat / bharat

Mission Gaganyaan: গগনযানের টিভি-ডি1 উৎক্ষেপণ সফল, ভিডিয়ো প্রকাশ ইসরোর - Mission Gaganyaan Video

গগনযান মিশনে মহাকাশে প্রথম ভারতীয় মহাকাশচারী পাঠানো হবে ৷ তার আগে 21 অক্টোবর টিভি-ডি1-এর উৎক্ষেপণ করে ইসরো ৷ এই পরীক্ষামূলক উৎক্ষেপণটি সফল হয়েছে ৷ সোশাল মিডিয়ায় তার ভিডিয়ো পোস্ট করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷

ETV Bharat
মিশন গগনযানে পরীক্ষামূলক উৎক্ষেপণ সফল হয়েছে
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 9:07 AM IST

Updated : Oct 23, 2023, 9:33 AM IST

বেঙ্গালুরু, 23 অক্টোবর: মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত ৷ মিশন গগনযান তারই প্রস্তুতি ৷ শনিবার সকাল 10টায় শ্রীহরিকোটা থেকে টিভি-ডি1 টেস্ট ভেহিকলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ৷ এদিনের উৎক্ষেপণ সফল হয়েছে ৷ রবিবার এই গগনযান টিভি-ডি1-এর যাত্রাপথের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো ৷

এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ, কারণ চিন, রাশিয়া এবং আমেরিকার পর চতুর্থ দেশ হিসাবে ভারতও মহাকাশে ভারতীয় মহাকাশচারী পাঠাতে পারবে ৷ শনিবার প্রথম দিকে 3 বার উৎক্ষেপণের সময় পিছিয়ে যায় ৷ ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 8.45 মিনিটে উৎক্ষেপণ স্থগিত রাখা হয় ৷ তবে এর পরে সকাল 10টায় টিভি-ডি1 ভেহিকলের উৎক্ষেপণ সফল হয় ৷

এই ভেহিকলটি একটি সিঙ্গল-স্টেজ লিকুইড রকেট ৷ এর মধ্যে ক্রিউ মডিউল বা সিএম এবং ক্রিউ এসকেপ সিস্টেমস বা সিইএস পেলোড ছিল ৷ উৎক্ষেপণের পর টেস্ট ভেহিলকটি থেকে ক্রিউ মডিউল বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপর প্যারাশুটে এই মডিউলকে বয়ে নিয়ে যায় এবং পরবর্তী ধাপে সেটি বঙ্গোপসাগরে পড়ে ৷ ভারতীয় নৌবাহিনী ক্রিউ মডিউলটি উদ্ধার করে ৷

শনিবারের সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি টিভি-ডি1 মিশন সফল হয়েছে ৷ এর উদ্দেশ্য গগনযান মিশনে ক্রিউ এসকেপ সিস্টেম কীভাবে কাজ করবে তা দেখানো ৷"

টিভি-ডি1 ভেহিকলের সফল উৎক্ষেপণে সব উদ্দশ্যগুলিই সফল হয়েছে ৷ উড়ানের সময় টেস্ট ভেহিকলের সাব-সিস্টেমগুলি ঠিকঠাক কাজ করছে কি না এবং তা দেখা ৷ একইভাবে ক্রিউ এসকেপ সিস্টেমের বিভিন্ন ধাপে কার্যপ্রক্রিয়ার মূল্য়ায়ন ৷ ক্রিউ মডিউলের বৈশিষ্ট্যগুলির প্রদর্শন এবং সর্বোপরি বঙ্গোপসাগর থেকে ক্রিউ মডিউলের উদ্ধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে 21 অক্টোবর ৷ গগনযান প্রজেক্টে পৃথিবীর চারদিকে 400 কিমি কক্ষপথে মহাকাশযান পাঠাবে ভারত ৷ সেই মহাকাশযানে ভারতীয় মহাকাশচারী থাকবেন ৷ তাঁরা 3দিন মহাকাশেই থাকবেন ৷

আরও পড়ুন: মিশন গগনযানের পরীক্ষামূলর উৎক্ষেপণ সফল, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বেঙ্গালুরু, 23 অক্টোবর: মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত ৷ মিশন গগনযান তারই প্রস্তুতি ৷ শনিবার সকাল 10টায় শ্রীহরিকোটা থেকে টিভি-ডি1 টেস্ট ভেহিকলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ৷ এদিনের উৎক্ষেপণ সফল হয়েছে ৷ রবিবার এই গগনযান টিভি-ডি1-এর যাত্রাপথের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো ৷

এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ, কারণ চিন, রাশিয়া এবং আমেরিকার পর চতুর্থ দেশ হিসাবে ভারতও মহাকাশে ভারতীয় মহাকাশচারী পাঠাতে পারবে ৷ শনিবার প্রথম দিকে 3 বার উৎক্ষেপণের সময় পিছিয়ে যায় ৷ ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 8.45 মিনিটে উৎক্ষেপণ স্থগিত রাখা হয় ৷ তবে এর পরে সকাল 10টায় টিভি-ডি1 ভেহিকলের উৎক্ষেপণ সফল হয় ৷

এই ভেহিকলটি একটি সিঙ্গল-স্টেজ লিকুইড রকেট ৷ এর মধ্যে ক্রিউ মডিউল বা সিএম এবং ক্রিউ এসকেপ সিস্টেমস বা সিইএস পেলোড ছিল ৷ উৎক্ষেপণের পর টেস্ট ভেহিলকটি থেকে ক্রিউ মডিউল বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপর প্যারাশুটে এই মডিউলকে বয়ে নিয়ে যায় এবং পরবর্তী ধাপে সেটি বঙ্গোপসাগরে পড়ে ৷ ভারতীয় নৌবাহিনী ক্রিউ মডিউলটি উদ্ধার করে ৷

শনিবারের সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি টিভি-ডি1 মিশন সফল হয়েছে ৷ এর উদ্দেশ্য গগনযান মিশনে ক্রিউ এসকেপ সিস্টেম কীভাবে কাজ করবে তা দেখানো ৷"

টিভি-ডি1 ভেহিকলের সফল উৎক্ষেপণে সব উদ্দশ্যগুলিই সফল হয়েছে ৷ উড়ানের সময় টেস্ট ভেহিকলের সাব-সিস্টেমগুলি ঠিকঠাক কাজ করছে কি না এবং তা দেখা ৷ একইভাবে ক্রিউ এসকেপ সিস্টেমের বিভিন্ন ধাপে কার্যপ্রক্রিয়ার মূল্য়ায়ন ৷ ক্রিউ মডিউলের বৈশিষ্ট্যগুলির প্রদর্শন এবং সর্বোপরি বঙ্গোপসাগর থেকে ক্রিউ মডিউলের উদ্ধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে 21 অক্টোবর ৷ গগনযান প্রজেক্টে পৃথিবীর চারদিকে 400 কিমি কক্ষপথে মহাকাশযান পাঠাবে ভারত ৷ সেই মহাকাশযানে ভারতীয় মহাকাশচারী থাকবেন ৷ তাঁরা 3দিন মহাকাশেই থাকবেন ৷

আরও পড়ুন: মিশন গগনযানের পরীক্ষামূলর উৎক্ষেপণ সফল, শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated : Oct 23, 2023, 9:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.