শ্রীহরিকোটা, 7 অগস্ট: বড় ধাক্কা খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর প্রথম এসএসএলভি রকেটের উৎক্ষেপণ (ISRO maiden SSLV rocket) ৷ ইসরোর তরফে জানানো হয়েছে, নতুন এই স্যাটেলাইট ভেহিকেলটির উৎক্ষেপণ সফল হলেও, শেষ পর্যায়ে এসে সেটি দু'টি কৃত্রিম উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে ৷ ফলে আর কোনও কাজেই লাগবে না রবিবার উৎক্ষেপিত হওয়া এই উপগ্রহ দু'টি ৷
রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় 'এসএসএলভি-ডি1' রকেটটি ৷ এদিনই প্রথম কৃত্রিম উপগ্রহ বহনকারী এসএসএলভি শ্রেণির এই রকেটটি মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে ৷ 'আর্থ অবজারভেশন স্যাটেলাইট-02' ও 'আজাদি স্যাট' নামে দুটি কৃত্রিম উপগ্রহ নিয়ে এদিন মহাকাশে পাড়ি দেয় 'এসএসএলভি-ডি1' ৷ উৎক্ষেপণ পর্ব ও তার পরবর্তী ধাপগুলি সফলভাবে অতিক্রম করলেও বিপত্তি বাধে শেষ পর্যায়ে এসে ৷
-
UPDATE | SSLV-D1 carrying Earth Observation Satellite
— ANI (@ANI) August 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Satellites placed are no longer usable. Issue is reasonably identified. Failure of a logic to identify a sensor failure and go for a salvage action caused the deviation. A committee would analyse and recommend: ISRO pic.twitter.com/AokPsCgjLi
">UPDATE | SSLV-D1 carrying Earth Observation Satellite
— ANI (@ANI) August 7, 2022
Satellites placed are no longer usable. Issue is reasonably identified. Failure of a logic to identify a sensor failure and go for a salvage action caused the deviation. A committee would analyse and recommend: ISRO pic.twitter.com/AokPsCgjLiUPDATE | SSLV-D1 carrying Earth Observation Satellite
— ANI (@ANI) August 7, 2022
Satellites placed are no longer usable. Issue is reasonably identified. Failure of a logic to identify a sensor failure and go for a salvage action caused the deviation. A committee would analyse and recommend: ISRO pic.twitter.com/AokPsCgjLi
আরও পড়ুন: শ্রীহরিকোটা থেকে এসএসএলভি উৎক্ষেপণ, যাত্রী 750 পড়ুয়ার 'আজাদিস্যাট'
ইসরোর তরফে জানানো হয়েছে উৎক্ষেপণের শেষ পর্যায়ে বহু তথ্য হারিয়ে গিয়েছে ৷ উপগ্রহ দু'টিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করতে ব্যর্থ হয়েছে 'এসএসএলভি-ডি1' ৷ ফলে মহাকাশে পৌঁছলেও আর কোনও কাজেই লাগবে না এই উপগ্রহ দুটি ৷ মনে করা হচ্ছে সেন্সরের কোনও ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে ৷ ইসরো জানিয়েছে, এর কারণ অনুসন্ধান করতে একটি কমিটি গঠন করা হয়েছে ৷ খুব শীঘ্রই এসএসএলভি শ্রেণির ডি2 রকেট উৎক্ষেপণ করা হবে বলেও এদিন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে ৷