ETV Bharat / bharat

ISRO Launches PSLV-C56: সিঙ্গাপুরের সাতটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করল পিএসএলভি-সি56

চন্দ্রযানের পর এবার পিএসএলভি-সি56 রকেট উৎক্ষেপণ করল ইসরো ৷ এই যানে সিঙ্গাপুর সরকারের জন্য সাতটি কৃত্রিম উপগ্রহ রয়েছে ৷ এগুলিকে সঠিক কক্ষপথে স্থাপন করাই লক্ষ্য ইসরোর ৷

ETV Bharat
ইসরো
author img

By

Published : Jul 30, 2023, 9:32 AM IST

Updated : Jul 30, 2023, 9:45 AM IST

শ্রীহরিকোটা, 30 জুলাই: সাতটি কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দিল পিএসএলভি সি56 রকেট ৷ রবিবার সকাল সাড়ে 6টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই রকেটটিকে ৷ পিএসএলভি যানে সিঙ্গাপুরের সাতটি স্যাটেলাইট রয়েছে ৷ সেগুলিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে পিএসএলভি ৷

এই সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, "পিএসএলভি-সি56 7টি কৃত্রিম উপগ্রহ নিয়ে যাত্রা করেছে ৷ এর মধ্যে একটি প্রাইমারি ডিএসআর ৷ এগুলিকে নির্দিষ্ট কক্ষপথে ঠিকঠাক স্থাপন করা হয়েছে ৷" তিনি জানান, এটা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল-র মিশন ৷ ডিএস-এসএআর একটি রেডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট ৷

  • #WATCH | Andhra Pradesh: "Congratulations, PSLV-C56 carrying seven satellites including the primary satellite DS-SAR and 6 co-passenger satellites have been successfully placed in the right orbit," says ISRO chief S Somanath

    (Source: ISRO) pic.twitter.com/zwQmZB2AQs

    — ANI (@ANI) July 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরোর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এই কৃত্রিম উপগ্রহগুলিকে বৃত্তাকার কক্ষপথে 535 কিমিতে স্থাপন করা হয়েছে ৷ এর আগে 14 জুলাই চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে ইসরো ৷ তারপরই ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডে বা এনএসআইএলের তরফে এই উৎক্ষেপণ হল ৷ সিঙ্গাপুর সরকারের বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করবে এই কৃত্রিম উপগ্রহগুলি ৷ এই কৃত্রিম উপগ্রহটিতে সিন্থেটিক অ্যাপারেচার রেডার বা এসএআর পেলোড রয়েছে ৷ এটি তৈরি করেছে ইজরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ ৷ এই পেলোডটিতে থাকা ডিএস-এসএআর দিন ও রাতের আবহাওয়ার খবরাখবর দেবে ৷

আরও পড়ুন: 'মহাকাশের দুঃসাহসিক অভিযানে ভারতের নয়া অধ্যায় চন্দ্রযান-3', বললেন মোদি

এনএসএলটির চেয়ারম্যান এবং এমডি ডি রাধাকৃষ্ণণ বলেন, "এই পিএসএলভি প্রজেক্টের জন্য আমি ইসরোর দলকে আন্তরিক শুভকামনা জানাই ৷ আজকের মিশনে আমরা যা দেখলাম, মনে হয় না, ক্রেতারা এর থেকে বেশি কিছু চেয়েছেন বা তাঁরা এ নিয়ে কোনও প্রশ্ন তুলবেন ৷"

শ্রীহরিকোটা, 30 জুলাই: সাতটি কৃত্রিম উপগ্রহ নিয়ে রওনা দিল পিএসএলভি সি56 রকেট ৷ রবিবার সকাল সাড়ে 6টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই রকেটটিকে ৷ পিএসএলভি যানে সিঙ্গাপুরের সাতটি স্যাটেলাইট রয়েছে ৷ সেগুলিকে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করে পিএসএলভি ৷

এই সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, "পিএসএলভি-সি56 7টি কৃত্রিম উপগ্রহ নিয়ে যাত্রা করেছে ৷ এর মধ্যে একটি প্রাইমারি ডিএসআর ৷ এগুলিকে নির্দিষ্ট কক্ষপথে ঠিকঠাক স্থাপন করা হয়েছে ৷" তিনি জানান, এটা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেড বা এনএসআইএল-র মিশন ৷ ডিএস-এসএআর একটি রেডার ইমেজিং আর্থ অবজারভেশন স্যাটেলাইট ৷

  • #WATCH | Andhra Pradesh: "Congratulations, PSLV-C56 carrying seven satellites including the primary satellite DS-SAR and 6 co-passenger satellites have been successfully placed in the right orbit," says ISRO chief S Somanath

    (Source: ISRO) pic.twitter.com/zwQmZB2AQs

    — ANI (@ANI) July 30, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরোর তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, এই কৃত্রিম উপগ্রহগুলিকে বৃত্তাকার কক্ষপথে 535 কিমিতে স্থাপন করা হয়েছে ৷ এর আগে 14 জুলাই চন্দ্রযান-3 উৎক্ষেপণ করেছে ইসরো ৷ তারপরই ইসরোর বাণিজ্যিক শাখা নিউস্পেস ইন্ডিয়া লিমিটেডে বা এনএসআইএলের তরফে এই উৎক্ষেপণ হল ৷ সিঙ্গাপুর সরকারের বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করবে এই কৃত্রিম উপগ্রহগুলি ৷ এই কৃত্রিম উপগ্রহটিতে সিন্থেটিক অ্যাপারেচার রেডার বা এসএআর পেলোড রয়েছে ৷ এটি তৈরি করেছে ইজরায়েলের এরোস্পেস ইন্ডাস্ট্রিজ ৷ এই পেলোডটিতে থাকা ডিএস-এসএআর দিন ও রাতের আবহাওয়ার খবরাখবর দেবে ৷

আরও পড়ুন: 'মহাকাশের দুঃসাহসিক অভিযানে ভারতের নয়া অধ্যায় চন্দ্রযান-3', বললেন মোদি

এনএসএলটির চেয়ারম্যান এবং এমডি ডি রাধাকৃষ্ণণ বলেন, "এই পিএসএলভি প্রজেক্টের জন্য আমি ইসরোর দলকে আন্তরিক শুভকামনা জানাই ৷ আজকের মিশনে আমরা যা দেখলাম, মনে হয় না, ক্রেতারা এর থেকে বেশি কিছু চেয়েছেন বা তাঁরা এ নিয়ে কোনও প্রশ্ন তুলবেন ৷"

Last Updated : Jul 30, 2023, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.