শ্রীহরিকোটা, 21 অক্টোবর: সব বাধা কাটিয়ে শেষে গগনযানের সফল উৎক্ষেপণ করল ইসরো ৷ শনিবার সকালে 10টা নাগাদ শ্রীহরিকোটা থেকে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিল গগনযান ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ বলেন, "আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, গগনযান টিভি-ডি1 মিশনের সফল উৎক্ষেপণ করা সম্ভব হয়েছে ৷"
-
#WATCH | ISRO chief S Somanath says, "I am very happy to announce the successful accomplishment of Gaganyaan TV-D1 mission" pic.twitter.com/MyeeMmUSlY
— ANI (@ANI) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | ISRO chief S Somanath says, "I am very happy to announce the successful accomplishment of Gaganyaan TV-D1 mission" pic.twitter.com/MyeeMmUSlY
— ANI (@ANI) October 21, 2023#WATCH | ISRO chief S Somanath says, "I am very happy to announce the successful accomplishment of Gaganyaan TV-D1 mission" pic.twitter.com/MyeeMmUSlY
— ANI (@ANI) October 21, 2023
শনিবার সকাল 8টায় গগনযানের উৎক্ষেপণের থাকলেও প্রথমে তা হয়নি ৷ ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গগনযানের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না ৷ ইঞ্জিন যে পদ্ধতিতে উত্তপ্ত হয়, তেমনটা হয়নি বলেই আপাতত গগনযানের এই উৎক্ষেপণ স্থগিত করা হল ৷ এদিন তিনি বলেন, "ভেহিকলের কোনও ক্ষতি হয়নি ৷ কোথায় গোলমাল হয়েছে, আমাদের তা খুঁজে বের করতে হবে ৷"
প্রথমে, শনিবার সকাল 8টা নাগাদ গগনযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, এমনটাই জানিয়েছিল মহাকাশ গবেষণা সংস্থা ৷ সকালে উৎক্ষেপণের কিছু আগে ইসরো সোশাল মিডিয়ায় জানায়, সকাল 8.30 মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে যাত্রা করবে গগনযান ৷ পরে আবহাওয়ার সমস্যার জন্য 8.45 মিনিটে উৎপেক্ষপণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যায় ইঞ্জিনের কিছু সমস্যা হয়েছে। সেই কারণে উৎক্ষেপণ স্থগিত হয়ে যায় ৷ পরে জানানো হয়, সকাল 10টায় ফের উৎক্ষেপণ করা হবে ৷
-
The countdown is held at -30 minutes.
— ISRO (@isro) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Will update once it is released.
">The countdown is held at -30 minutes.
— ISRO (@isro) October 21, 2023
Will update once it is released.The countdown is held at -30 minutes.
— ISRO (@isro) October 21, 2023
Will update once it is released.
সকালের দিকে ইসরো তাদের এক্স (টুইটার) হ্যান্ডেলে আরও জানায়, টেস্ট ভেহিকল ডি1 মিশন প্রথম লঞ্চ প্যাড থেকে সকাল 8টায় উৎক্ষেপণের কথা থাকলেও তা পিছিয়ে সকাল 8.30 টা করা হয়েছে ৷ তবে কেন এই সময় বদলানো হল, সেই কারণ জানা যায়নি ৷ তবে সূত্রের খবর, হয়তো মেঘলা আবহাওয়া, বৃষ্টির জন্য সময়ে পরিবর্তন করা হয়েছে ৷ এই পোস্টে প্রকাশ্যে আসার কিছুক্ষণ পর জানা যায়, 8.45 মিনিটে উৎক্ষেপণ হবে গগনযানের ৷ কিন্তু শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় গগনযান উৎক্ষেপণ ৷
-
#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold
— ANI (@ANI) October 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT
">#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold
— ANI (@ANI) October 21, 2023
ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT#WATCH | Gaganyaan’s First Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1) launch on hold
— ANI (@ANI) October 21, 2023
ISRO chief S Somnath says, The lift-off attempt could not happen today...engine ignition has not happened in the nominal course, we need to find out what went wrong. The vehicle is safe, we… pic.twitter.com/wIosu113oT
গতকাল সন্ধ্যা 7.30 মিনিটে গগনযানের কাউন্টডাউন শুরু হয় ৷ মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা নিয়েছে ভারত ৷ সেই মিশনে ঝুঁকি কতটা, মহাকাশচারীর নিরাপত্তা- এরকম আরও নানাবিধ বিষয়ে নিশ্চিত হতেই এই পরীক্ষামূলক উৎক্ষেপণ ৷ এই পরীক্ষায় একটি সিঙ্গল-স্টেজ লিকুইড প্রপালশন রকেট উৎক্ষেপণ করার কথা ছিল ৷ এর মধ্যে রয়েছে ক্রিউ মডিউল এবং ক্রিউ এসকেপ সিস্টেম ৷ এদিকে এই পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে বহু স্কুল থেকে পড়ুয়ারা ভিড় জমিয়েছিল সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে ৷ তবে আপাতত তা স্থগিত হয়ে গেল।
আরও পড়ুন: চাঁদের মাটিতে জাগবে না বিক্রম-প্রজ্ঞান, মত ইসরোর প্রাক্তন প্রধানের