ETV Bharat / bharat

ISRO Sun Mission: তৈরি আদিত্য এল-1, সূর্যের উদ্দেশে ভারতের সৌরযান পাড়ি দিতে পারে আগামী সপ্তাহেই - ISRO SUn Mission Latest News

চন্দ্রযান-3-এর মিশন সফল হয়েছে ৷ এবার সূর্য পর্যবেক্ষণে যাবে আদিত্য এল-1 ৷ দু'সপ্তাহ আগেই মহাকাশযানটি শ্রীহরিকোটায় ইসরোর স্পেসপোর্টে চলে এসেছে ৷ আগামী সপ্তাহে রওনা দিতে পারে সেটি, জানিয়েছে ইসরো ৷

ETV Bharat
সূর্য মিশনের জন্য তৈরি আদিত্য এল1
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 3:59 PM IST

বেঙ্গালুরু, 26 অগস্ট: চাঁদের পর এবার পালা মিশন সূর্য ৷ চন্দ্রযান-3 সফল হয়েছে ৷ এবার সূর্যে যাওয়ার তোড়জোড় শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ মনে করা হচ্ছে এক সপ্তাহ পর অর্থাৎ, 2 সেপ্টেম্বর 'আদিত্য এল-1' মহাকাশযান সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ৷

সূর্যের করোনার বিশ্লেষণ করবে এই মহাকাশযান ৷ এছাড়া এল-1 পয়েন্ট সোলার উইন্ডের ইন সিটু অর্থাৎ সরাসরি পর্যবেক্ষণের কথা ভেবে তৈরি করা হয়েছে আদিত্য এল-1 ৷ এল-1 পয়েন্টটি সূর্য-পৃথিবীর ল্যাগব়্যানজিয়ার পয়েন্ট ৷ এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থিত ৷

ইসরো জানিয়েছে, আদিত্য এল-1 পেলোডের স্যুটগুলি সূর্যের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে বলে মনে করা হচ্ছে ৷ সূর্যের করোনার উত্তপ্ত হওয়ার সমস্যা বুঝতে সুবিধে হবে ৷ সূর্যের মধ্যে হওয়া রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া, মহাকাশের আবহাওয়ার বিভিন্ন দিক নিয়ে গবেষণামূলক কাজকর্ম করবে এই মহাকাশযান ৷

সূর্যের বিষয়ে জানতে ইসরোর এটাই প্রথম অভিযান ৷ আদিত্য এল-1 মহাকাশযানটি এল-1 কক্ষপথের কাছাকাছি থেকে সূর্য পর্যবেক্ষণের কাজ করবে ৷ এই মহাকাশযানে 7টি পেলোড থাকতে পারে ৷ সেগুলি ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের প্রায় প্রতিটি স্তর, করোনা নিয়ে গবেষণা করবে ৷ আর তা বিভিন্ন তরঙ্গের ব্যান্ডে ৷

  • PSLV-C57/Aditya-L1 Mission:

    Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.

    The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.

    More pics… pic.twitter.com/JSJiOBSHp1

    — ISRO (@isro) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরো সূত্রে খবর, এই আদিত্য এল-1 মহাকাশযানটি পুরোপুরি ভারতে তৈরি ৷ দেশের বিভিন্ন সংস্থা এই এটি তৈরিতে অংশ নিয়েছে ৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ 'ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ পেলোড' তৈরি করেছে ৷ এদিকে এই মিশনের 'সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার পেলোড' তৈরি করেছে পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ৷ আদিত্য-এল1 ইউভি পেলোড ও এক্স-রে পেলোডের সাহায্যে সূর্যের করোনা এবং ক্রোমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে ৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

সপ্তাহদু'য়েক আগে ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর স্পেসপোর্টে এসেছে আদিত্য ৷ ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, হয়তো 2 সেপ্টম্বর এই মহাকাশযানটি সূর্যের উদ্দেশে রওনা দিতে পারে ৷ (খবর সূত্র: পিটিআই)

বেঙ্গালুরু, 26 অগস্ট: চাঁদের পর এবার পালা মিশন সূর্য ৷ চন্দ্রযান-3 সফল হয়েছে ৷ এবার সূর্যে যাওয়ার তোড়জোড় শুরু করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷ মনে করা হচ্ছে এক সপ্তাহ পর অর্থাৎ, 2 সেপ্টেম্বর 'আদিত্য এল-1' মহাকাশযান সূর্যের উদ্দেশে পাড়ি দেবে ৷

সূর্যের করোনার বিশ্লেষণ করবে এই মহাকাশযান ৷ এছাড়া এল-1 পয়েন্ট সোলার উইন্ডের ইন সিটু অর্থাৎ সরাসরি পর্যবেক্ষণের কথা ভেবে তৈরি করা হয়েছে আদিত্য এল-1 ৷ এল-1 পয়েন্টটি সূর্য-পৃথিবীর ল্যাগব়্যানজিয়ার পয়েন্ট ৷ এটি পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থিত ৷

ইসরো জানিয়েছে, আদিত্য এল-1 পেলোডের স্যুটগুলি সূর্যের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে বলে মনে করা হচ্ছে ৷ সূর্যের করোনার উত্তপ্ত হওয়ার সমস্যা বুঝতে সুবিধে হবে ৷ সূর্যের মধ্যে হওয়া রাসায়নিক ক্রিয়া-বিক্রিয়া, মহাকাশের আবহাওয়ার বিভিন্ন দিক নিয়ে গবেষণামূলক কাজকর্ম করবে এই মহাকাশযান ৷

সূর্যের বিষয়ে জানতে ইসরোর এটাই প্রথম অভিযান ৷ আদিত্য এল-1 মহাকাশযানটি এল-1 কক্ষপথের কাছাকাছি থেকে সূর্য পর্যবেক্ষণের কাজ করবে ৷ এই মহাকাশযানে 7টি পেলোড থাকতে পারে ৷ সেগুলি ফোটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং সূর্যের প্রায় প্রতিটি স্তর, করোনা নিয়ে গবেষণা করবে ৷ আর তা বিভিন্ন তরঙ্গের ব্যান্ডে ৷

  • PSLV-C57/Aditya-L1 Mission:

    Aditya-L1, the first space-based Indian observatory to study the Sun ☀️, is getting ready for the launch.

    The satellite realised at the U R Rao Satellite Centre (URSC), Bengaluru has arrived at SDSC-SHAR, Sriharikota.

    More pics… pic.twitter.com/JSJiOBSHp1

    — ISRO (@isro) August 14, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইসরো সূত্রে খবর, এই আদিত্য এল-1 মহাকাশযানটি পুরোপুরি ভারতে তৈরি ৷ দেশের বিভিন্ন সংস্থা এই এটি তৈরিতে অংশ নিয়েছে ৷ বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটউট অফ অ্যাস্ট্রোফিজিক্স বা আইআইএ 'ভিজিবল এমিশন লাইন করোনাগ্রাফ পেলোড' তৈরি করেছে ৷ এদিকে এই মিশনের 'সোলার আল্ট্রাভায়োলেট ইমেজার পেলোড' তৈরি করেছে পুনের ইন্টার-ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স ৷ আদিত্য-এল1 ইউভি পেলোড ও এক্স-রে পেলোডের সাহায্যে সূর্যের করোনা এবং ক্রোমোস্ফিয়ার পর্যবেক্ষণ করবে ৷

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির চেয়ে এখন মহাকাশ বিজ্ঞানের গবেষণায় খরচ কম, দাবি মোদির

সপ্তাহদু'য়েক আগে ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর স্পেসপোর্টে এসেছে আদিত্য ৷ ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, হয়তো 2 সেপ্টম্বর এই মহাকাশযানটি সূর্যের উদ্দেশে রওনা দিতে পারে ৷ (খবর সূত্র: পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.