ETV Bharat / bharat

Solid Booster Stage for SSLV : এসএসএলভি-র জন্য সলিড বুস্টার স্টেজের উৎক্ষেপণ করল ইসরো

সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এই সফল উৎক্ষেপন হয়েছে (newly developed solid booster stage SS1 for the new launch vehicle of ISRO) ৷ গোটা বিষয়টি ইসরোর চেয়ারম্যান সোমনাথের তত্ত্বাবধানে ৷

Small Satellite Launch Vehicle Project in ISRO
সলিড বুস্টার স্টেজের উৎক্ষেপণ করল ইসরো
author img

By

Published : Mar 15, 2022, 9:06 PM IST

বেঙ্গালুরু, 15 মার্চ : ইসরো লঞ্চ ভেহিক্যাল এসএসএলভি-র সলিড বুস্টার স্টেজ (এসএস1)-এর সফল উৎক্ষেপণ করা হল (newly developed solid booster stage SS1 for the new launch vehicle of ISRO) ৷ সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে (Satish Dhawan Space Centre in Andhra Pradesh) এই সফল উৎক্ষেপন হয়েছে ৷ গোটা বিষয়টি ইসরোর চেয়ারম্যান সোমনাথের তত্ত্বাবধানে ৷

ইসরো এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, এই উৎক্ষেপণের জন্য যে যে প্যারামিটারগুলো দেখা দরকার ছিল, সব ঠিকমতো পাওয়া গিয়েছে ৷ এতে বেশ কিছু নতুন প্রযুক্তি রয়েছে ৷ এর আগে এসএসএলভি-তে ব্যবহারের জন্য এসএস2 ও এসএস3-এর উৎক্ষেপণ আগেই করা হয়েছে ৷ আগামী মে মাসে এসএসএলভি-ডি1 এর উৎক্ষেপণ রয়েছে ৷ এই এই বুস্টার স্টেজগুলি কাজ করবে ৷

ইসরো ভারতীয় মহাকাশ বাণিজ্যে একটি সস্তা বিদেশি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করতে চায় । ছোট রকেট-সহ ছোট উপগ্রহ ব্যবহারের খরচ নিশ্চিত করার জন্য এসএসএলভি-কে কমানো হয়েছে । এটি 500 কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইটকে কক্ষপথে নিয়ে যেতে পারে ।

আরও পড়ুন : Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

বেঙ্গালুরু, 15 মার্চ : ইসরো লঞ্চ ভেহিক্যাল এসএসএলভি-র সলিড বুস্টার স্টেজ (এসএস1)-এর সফল উৎক্ষেপণ করা হল (newly developed solid booster stage SS1 for the new launch vehicle of ISRO) ৷ সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে (Satish Dhawan Space Centre in Andhra Pradesh) এই সফল উৎক্ষেপন হয়েছে ৷ গোটা বিষয়টি ইসরোর চেয়ারম্যান সোমনাথের তত্ত্বাবধানে ৷

ইসরো এই নিয়ে একটি বিবৃতি দিয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, এই উৎক্ষেপণের জন্য যে যে প্যারামিটারগুলো দেখা দরকার ছিল, সব ঠিকমতো পাওয়া গিয়েছে ৷ এতে বেশ কিছু নতুন প্রযুক্তি রয়েছে ৷ এর আগে এসএসএলভি-তে ব্যবহারের জন্য এসএস2 ও এসএস3-এর উৎক্ষেপণ আগেই করা হয়েছে ৷ আগামী মে মাসে এসএসএলভি-ডি1 এর উৎক্ষেপণ রয়েছে ৷ এই এই বুস্টার স্টেজগুলি কাজ করবে ৷

ইসরো ভারতীয় মহাকাশ বাণিজ্যে একটি সস্তা বিদেশি স্যাটেলাইট কক্ষপথে উৎক্ষেপণ করতে চায় । ছোট রকেট-সহ ছোট উপগ্রহ ব্যবহারের খরচ নিশ্চিত করার জন্য এসএসএলভি-কে কমানো হয়েছে । এটি 500 কেজি পর্যন্ত ওজনের স্যাটেলাইটকে কক্ষপথে নিয়ে যেতে পারে ।

আরও পড়ুন : Chandrayaan-2 : চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.