ETV Bharat / bharat

Chandrayaan-3 Moon Landing: 'আগামী 14 দিন খুবই গুরুত্বপূর্ণ', চন্দ্রাভিযান নিয়ে মন্তব্য ইসরো চেয়ারম্যানের

23 অগস্ট চাঁদের মাটিতে নেমেছে চন্দ্রযান-3 ৷ এখন সেখানে বৈজ্ঞানিক তথ্য সন্ধানের কাজ করছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান ৷ তাই আগামী সপ্তাহ দুয়েক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে জানালেন ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 8:24 AM IST

Updated : Aug 27, 2023, 3:45 PM IST

ETV Bharat
চন্দ্রযান 3 এবং ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ

তিরুবনন্তপুরম, 27 অগস্ট: "আগামী 13-14 দিন খুব উত্তেজনার", বললেন ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ ৷ মিশন চন্দ্রযান-3-এর সাফল্যের পর প্রথমবার কেরল সফরে গিয়েছিলেন ৷ সেখানে শনিবার রাতে তিনি এই কথা বলেন ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ এখন চাঁদের মাটিতে হাঁটছে রোভার প্রজ্ঞান ৷ সেই ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো ৷ এখন 14 দিন ধরে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটি নিয়ে নানারকম গবেষণা করবে এবং সেই তথ্য ইসরোকে পাঠাবে ৷

এই প্রসঙ্গে সোমানাথ বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত ৷ চন্দ্রযান-3 ঠিকঠাক ল্যান্ডিং করতে পেরেছে ৷ বৈজ্ঞানিক মিশনের বেশির ভাগ লক্ষ্যই পূরণ হবে বলে মনে করছি ৷ এবার আগামী 14 দিনে চাঁদে অনেক কিছু পরিমাপ করার কাজ চলবে ৷ তাই আগামী 13-14 দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । পাশাপাশি উত্তেজনারও বটে ৷" তিনি আশাবাদী মহাকাশ বিজ্ঞানে আরও অনেক কিছুই করতে পারবে ইসরো ৷

  • #WATCH | Kerala: ISRO chief S Somanath says, "We are extremely happy with the successful landing of Chandrayaan-3 on the Moon...Most of the scientific mission objectives are going to be met...I understand that all the scientific data is looking very good. But we will continue to… pic.twitter.com/CQA44bqNhI

    — ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সৌরজগতের অন্য গ্রহেও মহাকাশযান পাঠাবে ভারত ? মিশন চন্দ্রযান-3 সফল হওয়ার পর দেশবাসীর মনে এই প্রশ্ন জেগেছে ৷ এ নিয়ে ইসরোর চেয়ারম্যান বলেন, "অন্য গ্রহে অভিযানের ক্ষমতা রয়েছে ভারতের ৷" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পেস সেক্টর নিয়ে অনেক দূর পর্যন্ত পরিকল্পনা করেছেন ৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তা কার্যকর করতে তৈরি ৷

শনিবার ভোরে 4দিনের দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফর শেষ করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি গ্রিস থেকে সোজা বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করেন ৷ মেগা রোড শো করে ইসরোয় পৌঁছন ৷ সেখানে চন্দ্রযান-3-এর সাফল্যে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ এবং অন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

এদিকে গতকালই ইসরো সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে আদিত্য এল-1 ৷ এস সোমানাথ এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় স্পেস পোর্টে এসে পৌঁছেছে আদিত্য এল-1 ৷ এই মহাকাশযান সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ৷

তিরুবনন্তপুরম, 27 অগস্ট: "আগামী 13-14 দিন খুব উত্তেজনার", বললেন ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ ৷ মিশন চন্দ্রযান-3-এর সাফল্যের পর প্রথমবার কেরল সফরে গিয়েছিলেন ৷ সেখানে শনিবার রাতে তিনি এই কথা বলেন ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ এখন চাঁদের মাটিতে হাঁটছে রোভার প্রজ্ঞান ৷ সেই ভিডিয়ো প্রকাশ করেছে ইসরো ৷ এখন 14 দিন ধরে ল্যান্ডার বিক্রম ও রোভার প্রজ্ঞান চাঁদের মাটি নিয়ে নানারকম গবেষণা করবে এবং সেই তথ্য ইসরোকে পাঠাবে ৷

এই প্রসঙ্গে সোমানাথ বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত ৷ চন্দ্রযান-3 ঠিকঠাক ল্যান্ডিং করতে পেরেছে ৷ বৈজ্ঞানিক মিশনের বেশির ভাগ লক্ষ্যই পূরণ হবে বলে মনে করছি ৷ এবার আগামী 14 দিনে চাঁদে অনেক কিছু পরিমাপ করার কাজ চলবে ৷ তাই আগামী 13-14 দিন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । পাশাপাশি উত্তেজনারও বটে ৷" তিনি আশাবাদী মহাকাশ বিজ্ঞানে আরও অনেক কিছুই করতে পারবে ইসরো ৷

  • #WATCH | Kerala: ISRO chief S Somanath says, "We are extremely happy with the successful landing of Chandrayaan-3 on the Moon...Most of the scientific mission objectives are going to be met...I understand that all the scientific data is looking very good. But we will continue to… pic.twitter.com/CQA44bqNhI

    — ANI (@ANI) August 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সৌরজগতের অন্য গ্রহেও মহাকাশযান পাঠাবে ভারত ? মিশন চন্দ্রযান-3 সফল হওয়ার পর দেশবাসীর মনে এই প্রশ্ন জেগেছে ৷ এ নিয়ে ইসরোর চেয়ারম্যান বলেন, "অন্য গ্রহে অভিযানের ক্ষমতা রয়েছে ভারতের ৷" তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পেস সেক্টর নিয়ে অনেক দূর পর্যন্ত পরিকল্পনা করেছেন ৷ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো তা কার্যকর করতে তৈরি ৷

শনিবার ভোরে 4দিনের দক্ষিণ আফ্রিকা এবং গ্রিস সফর শেষ করে দেশে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি গ্রিস থেকে সোজা বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করেন ৷ মেগা রোড শো করে ইসরোয় পৌঁছন ৷ সেখানে চন্দ্রযান-3-এর সাফল্যে ইসরোর চেয়ারম্যান এস সোমানাথ এবং অন্য বিজ্ঞানীদের শুভেচ্ছা জানান ৷

আরও পড়ুন: শনি-সকালে বেঙ্গালুরুতে মোদির মেগা শো, বিমানবন্দর টু ইসরো ; দেখুন ভিডিয়ো

এদিকে গতকালই ইসরো সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সূর্যের উদ্দেশ্যে রওনা দেবে আদিত্য এল-1 ৷ এস সোমানাথ এই বিষয়টি নিশ্চিত করেছেন ৷ ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় স্পেস পোর্টে এসে পৌঁছেছে আদিত্য এল-1 ৷ এই মহাকাশযান সূর্য সম্পর্কে তথ্য সংগ্রহ করবে ৷

Last Updated : Aug 27, 2023, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.