ETV Bharat / bharat

Pakistan Planning Attacks in India : ভারতে জঙ্গি হামলার ছক পাকিস্তানে, দাবি এনআইএর

গতকাল হরিয়ানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অস্ত্র, অপরাধমূলক কাজকর্মের জিনিসপত্রের হদিশ পেয়েছে এনআইএ ৷ তাতেই জানা গিয়েছে, পাকিস্তান থেকে ভারতে আক্রমণ চালানোর পরিকল্পনা চলছে (Pakistan Planning Attacks in India) ৷

Pakistan Inter Service Intelligence
এনআইএ তল্লাশি অভিযান
author img

By

Published : Jun 23, 2022, 8:26 AM IST

নয়াদিল্লি, 23 জুন : ভারতের বিভিন্ন জায়গায় নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (Inter-Service Intelligence ISI), সঙ্গে রয়েছে বাবর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআই ৷ এমনটাই দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ বুধবার এনআইএ আইইডি বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করতে লুধিয়ানা, ফিরোজপুর এবং গুরদাসপুরের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ৷ এছাড়া হরিয়ানার কারনালে বাটরারা টোল প্লাজা মধুবনেও অস্ত্রশস্ত্রের জন্য সন্ধান চালে (ISI, Babar Khalsa International planning attacks in India claims NIA) ৷

এই অভিযানে তিনটি আইইডি, একটি পিস্তল, দু'টি ম্যাগাজিন, 31 লাইভ রাউন্ডস, ছ'টি মোবাইল এবং 1.30 লক্ষ টাকা পাওয়া গিয়েছে ৷ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি সাদা ইনোভা থেকে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এর আগে 5 মে মধুবন পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করে হরিয়ানা পুলিশ ৷ পরে এনআইএ মামলাটির দায়িত্ব গ্রহণ করে ৷

আরও পড়ুন : Kashmiri Pandits Urge UN : উপত্যকায় জঙ্গি হামলায় মদত জোগাচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসংঘের দ্বারস্থ কাশ্মীরি পণ্ডিত সংগঠন

এনআইএ-র তরফে জানানো হয়, পাকিস্তান-স্থিত বিকেআই সংগঠনের পরিচালক হরবিন্দর সিং ওরফে রিন্ডা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তরফে ভারতের বিভিন্ন অংশে বিস্ফোরক পদার্থ, অস্ত্র পাচারের কাজ চালাচ্ছে ৷ তার সঙ্গে যুক্ত রয়েছে ধৃত চার ব্যক্তি ৷

বুধবারের তল্লাশি অভিযানে ডিজিটাল যন্ত্রপাতি, আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ছাড়া অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত জিনিসপত্র পাওয়া গিয়েছে ৷

নয়াদিল্লি, 23 জুন : ভারতের বিভিন্ন জায়গায় নাশকতামূলক হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (Inter-Service Intelligence ISI), সঙ্গে রয়েছে বাবর খালসা ইন্টারন্যাশনাল বা বিকেআই ৷ এমনটাই দাবি করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ ৷ বুধবার এনআইএ আইইডি বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করতে লুধিয়ানা, ফিরোজপুর এবং গুরদাসপুরের সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ৷ এছাড়া হরিয়ানার কারনালে বাটরারা টোল প্লাজা মধুবনেও অস্ত্রশস্ত্রের জন্য সন্ধান চালে (ISI, Babar Khalsa International planning attacks in India claims NIA) ৷

এই অভিযানে তিনটি আইইডি, একটি পিস্তল, দু'টি ম্যাগাজিন, 31 লাইভ রাউন্ডস, ছ'টি মোবাইল এবং 1.30 লক্ষ টাকা পাওয়া গিয়েছে ৷ এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি সাদা ইনোভা থেকে 4 জনকে গ্রেফতারও করা হয়েছে ৷ এর আগে 5 মে মধুবন পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করে হরিয়ানা পুলিশ ৷ পরে এনআইএ মামলাটির দায়িত্ব গ্রহণ করে ৷

আরও পড়ুন : Kashmiri Pandits Urge UN : উপত্যকায় জঙ্গি হামলায় মদত জোগাচ্ছে পাকিস্তান, রাষ্ট্রসংঘের দ্বারস্থ কাশ্মীরি পণ্ডিত সংগঠন

এনআইএ-র তরফে জানানো হয়, পাকিস্তান-স্থিত বিকেআই সংগঠনের পরিচালক হরবিন্দর সিং ওরফে রিন্ডা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তরফে ভারতের বিভিন্ন অংশে বিস্ফোরক পদার্থ, অস্ত্র পাচারের কাজ চালাচ্ছে ৷ তার সঙ্গে যুক্ত রয়েছে ধৃত চার ব্যক্তি ৷

বুধবারের তল্লাশি অভিযানে ডিজিটাল যন্ত্রপাতি, আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ছাড়া অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত জিনিসপত্র পাওয়া গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.