নয়াদিল্লি, 9 এপ্রিল : বিদেশে রফতানি বন্ধ করে আগে দেশবাসীর টিকাকরণ নিশ্চিত করুক কেন্দ্র ৷ যে ভারতীয়দের অন্যদের আগে টিকা দরকার, তাঁদের অবিলম্বে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ শুক্রবার এই আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷
প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড টিকার অভাব নিয়ে সরব হয়েছেন রাহুল ৷ তাঁর প্রশ্ন, যখন ডোজের অভাবে দেশবাসীর সকলের করোনার টিকাকরণ সম্ভব হচ্ছে না, তখন বিদেশে টিকা রফতানি কতটা যুক্তিযুক্ত ? শুক্রবার এই প্রশ্নই তোলেন রাহুল গান্ধি ৷ তাঁর মতে, দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে, তা অত্যন্ত গুরুতর সমস্য়া ৷
এদিন এই বিষয়ে টুইটারে সরব হন রাহুল ৷ সেখানে তিনি লেখেন, ‘‘করোনা অতিমারিতে টিকার অভাব একটি অত্যন্ত গুরুতর সমস্য়া ৷ এটা মোটেও উৎসবের সময় নয় ৷’’ শুক্রবার হিন্দিতে টুইট করে এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷
-
बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?
केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।
हम सबको मिलकर इस महामारी को हराना होगा।
">बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021
अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?
केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।
हम सबको मिलकर इस महामारी को हराना होगा।बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
— Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021
अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?
केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।
हम सबको मिलकर इस महामारी को हराना होगा।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, ‘‘দেশের মানুষের জীবন বিপন্ন করে বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ ? কেন্দ্রের উচিত পক্ষপাতিত্ব না করে প্রত্য়েকটি রাজ্যকে যথেষ্ট পরিমাণে করোনার টিকা সরবরাহ করা ৷ আমাদের সকলকে একসঙ্গে এই অতিমারির মোকাবিলা করতে হবে এবং একে হারাতে হবে ৷’’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আগামী 11 থেকে 14 এপ্রিল প্রতিটি রাজ্য়ের ‘‘টিকা উৎসব’’ পালন করা উচিত ৷ যাতে টিকার সর্বাধিক ও যথাযথ ব্য়বহার সম্ভব হয় ৷ এদিকে, টিকার অভাবে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে ৷ মুম্বই, পুণের মতো করোনাপ্রবণ শহরগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টিকাকরণ কেন্দ্র ৷ রাজ্য়ের দাবি, কেন্দ্রীয় সরকার নতুন করে টিকা না পাঠালে তাদের পক্ষে আর বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলি খোলা সম্ভব নয় ৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, টিকার অভাবের যুক্তি সঠিক নয় ৷ এমনকী স্বাস্থ্য মন্ত্রকের পাল্টা অভিযোগ, রাজ্য় সরকারের ব্যর্থতার জন্যই টিকা নিয়ে সমস্য়া তৈরি হয়েছে ৷ আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে সঙ্কট বাড়ছে আমজনতার ৷
আরও পড়ুন : দিল্লিতে একই হাসপাতালের 37 চিকিৎসক করোনায় আক্রান্ত
রাহুল গান্ধির বার্তা, মহামারির আবহে এমন পরিস্থিতি কখনই কাম্য নয় ৷ তাঁর মতে, দেশের প্রত্যেকটি রাজ্য যাতে প্রয়োজন মাফিক টিকার ডোজ পায়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে ৷ রাহুলের ইঙ্গিত, দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহের কথা ভাবা যেতে পারে ৷ আর তা নিশ্চিত করতেই সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন রাহুল গান্ধি ৷