ETV Bharat / bharat

বিদেশে টিকা রফতানি বন্ধের আবেদন, প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের - চিঠি

প্রধানমন্ত্রীর বার্তা, আগামী 11 থেকে 14 এপ্রিল রাজ্য়গুলি ‘‘টিকা উৎসব’’ পালন করুক ৷ যাতে টিকার সর্বাধিক ও যথাযথ ব্য়বহার করা যায় ৷ এদিকে, টিকার অভাবে নাজেহাল মহারাষ্ট্র সরকার ৷ এই পরিস্থিতিতে ‘‘উৎসব’’ পালন না করে দেশে টিকার সুষম বণ্টনের উপর জোর দিলেন রাহুল গান্ধি ৷ টুইটারে তাঁর প্রশ্ন, দেশবাসীর জীবন বিপন্ন করে বিদেশে টিকার রফতানি কতটা যুক্তিযুক্ত ? একইসঙ্গে, প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দেশবাসীর টিকাকরণ নিশ্চিত করার পক্ষে সওয়াল করলেন রাহুল ৷

Is it right to export vaccines, put countrymen at risk, asks Rahul Gandhi
দেশে টিকার অভাব পূরণ না করে বিদেশে টিকা রফতানিতে উদ্বিগ্ন রাহুল গান্ধি
author img

By

Published : Apr 9, 2021, 1:07 PM IST

Updated : Apr 9, 2021, 2:15 PM IST

নয়াদিল্লি, 9 এপ্রিল : বিদেশে রফতানি বন্ধ করে আগে দেশবাসীর টিকাকরণ নিশ্চিত করুক কেন্দ্র ৷ যে ভারতীয়দের অন্যদের আগে টিকা দরকার, তাঁদের অবিলম্বে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ শুক্রবার এই আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড টিকার অভাব নিয়ে সরব হয়েছেন রাহুল ৷ তাঁর প্রশ্ন, যখন ডোজের অভাবে দেশবাসীর সকলের করোনার টিকাকরণ সম্ভব হচ্ছে না, তখন বিদেশে টিকা রফতানি কতটা যুক্তিযুক্ত ? শুক্রবার এই প্রশ্নই তোলেন রাহুল গান্ধি ৷ তাঁর মতে, দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে, তা অত্যন্ত গুরুতর সমস্য়া ৷

এদিন এই বিষয়ে টুইটারে সরব হন রাহুল ৷ সেখানে তিনি লেখেন, ‘‘করোনা অতিমারিতে টিকার অভাব একটি অত্যন্ত গুরুতর সমস্য়া ৷ এটা মোটেও উৎসবের সময় নয় ৷’’ শুক্রবার হিন্দিতে টুইট করে এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

  • बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
    अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?

    केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।

    हम सबको मिलकर इस महामारी को हराना होगा।

    — Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, ‘‘দেশের মানুষের জীবন বিপন্ন করে বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ ? কেন্দ্রের উচিত পক্ষপাতিত্ব না করে প্রত্য়েকটি রাজ্যকে যথেষ্ট পরিমাণে করোনার টিকা সরবরাহ করা ৷ আমাদের সকলকে একসঙ্গে এই অতিমারির মোকাবিলা করতে হবে এবং একে হারাতে হবে ৷’’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আগামী 11 থেকে 14 এপ্রিল প্রতিটি রাজ্য়ের ‘‘টিকা উৎসব’’ পালন করা উচিত ৷ যাতে টিকার সর্বাধিক ও যথাযথ ব্য়বহার সম্ভব হয় ৷ এদিকে, টিকার অভাবে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে ৷ মুম্বই, পুণের মতো করোনাপ্রবণ শহরগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টিকাকরণ কেন্দ্র ৷ রাজ্য়ের দাবি, কেন্দ্রীয় সরকার নতুন করে টিকা না পাঠালে তাদের পক্ষে আর বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলি খোলা সম্ভব নয় ৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, টিকার অভাবের যুক্তি সঠিক নয় ৷ এমনকী স্বাস্থ্য মন্ত্রকের পাল্টা অভিযোগ, রাজ্য় সরকারের ব্যর্থতার জন্যই টিকা নিয়ে সমস্য়া তৈরি হয়েছে ৷ আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে সঙ্কট বাড়ছে আমজনতার ৷

আরও পড়ুন : দিল্লিতে একই হাসপাতালের 37 চিকিৎসক করোনায় আক্রান্ত

রাহুল গান্ধির বার্তা, মহামারির আবহে এমন পরিস্থিতি কখনই কাম্য নয় ৷ তাঁর মতে, দেশের প্রত্যেকটি রাজ্য যাতে প্রয়োজন মাফিক টিকার ডোজ পায়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে ৷ রাহুলের ইঙ্গিত, দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহের কথা ভাবা যেতে পারে ৷ আর তা নিশ্চিত করতেই সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন রাহুল গান্ধি ৷

নয়াদিল্লি, 9 এপ্রিল : বিদেশে রফতানি বন্ধ করে আগে দেশবাসীর টিকাকরণ নিশ্চিত করুক কেন্দ্র ৷ যে ভারতীয়দের অন্যদের আগে টিকা দরকার, তাঁদের অবিলম্বে টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক ৷ শুক্রবার এই আবেদন জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷

প্রসঙ্গত, ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য়ে কোভিড টিকার অভাব নিয়ে সরব হয়েছেন রাহুল ৷ তাঁর প্রশ্ন, যখন ডোজের অভাবে দেশবাসীর সকলের করোনার টিকাকরণ সম্ভব হচ্ছে না, তখন বিদেশে টিকা রফতানি কতটা যুক্তিযুক্ত ? শুক্রবার এই প্রশ্নই তোলেন রাহুল গান্ধি ৷ তাঁর মতে, দেশের নানা প্রান্তে টিকার যে অভাব দেখা দিয়েছে, তা অত্যন্ত গুরুতর সমস্য়া ৷

এদিন এই বিষয়ে টুইটারে সরব হন রাহুল ৷ সেখানে তিনি লেখেন, ‘‘করোনা অতিমারিতে টিকার অভাব একটি অত্যন্ত গুরুতর সমস্য়া ৷ এটা মোটেও উৎসবের সময় নয় ৷’’ শুক্রবার হিন্দিতে টুইট করে এ নিয়ে নিজের উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷

  • बढ़ते कोरोना संकट में वैक्सीन की कमी एक अतिगंभीर समस्या है, ‘उत्सव’ नहीं-
    अपने देशवासियों को ख़तरे में डालकर वैक्सीन एक्सपोर्ट क्या सही है?

    केंद्र सरकार सभी राज्यों को बिना पक्षपात के मदद करे।

    हम सबको मिलकर इस महामारी को हराना होगा।

    — Rahul Gandhi (@RahulGandhi) April 9, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তথা কেন্দ্রের কাছে তাঁর প্রশ্ন, ‘‘দেশের মানুষের জীবন বিপন্ন করে বিদেশে টিকা রফতানি কি আদৌ সঠিক পদক্ষেপ ? কেন্দ্রের উচিত পক্ষপাতিত্ব না করে প্রত্য়েকটি রাজ্যকে যথেষ্ট পরিমাণে করোনার টিকা সরবরাহ করা ৷ আমাদের সকলকে একসঙ্গে এই অতিমারির মোকাবিলা করতে হবে এবং একে হারাতে হবে ৷’’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, আগামী 11 থেকে 14 এপ্রিল প্রতিটি রাজ্য়ের ‘‘টিকা উৎসব’’ পালন করা উচিত ৷ যাতে টিকার সর্বাধিক ও যথাযথ ব্য়বহার সম্ভব হয় ৷ এদিকে, টিকার অভাবে মহারাষ্ট্রের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে ৷ মুম্বই, পুণের মতো করোনাপ্রবণ শহরগুলিতে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক টিকাকরণ কেন্দ্র ৷ রাজ্য়ের দাবি, কেন্দ্রীয় সরকার নতুন করে টিকা না পাঠালে তাদের পক্ষে আর বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রগুলি খোলা সম্ভব নয় ৷ অন্যদিকে কেন্দ্রের দাবি, টিকার অভাবের যুক্তি সঠিক নয় ৷ এমনকী স্বাস্থ্য মন্ত্রকের পাল্টা অভিযোগ, রাজ্য় সরকারের ব্যর্থতার জন্যই টিকা নিয়ে সমস্য়া তৈরি হয়েছে ৷ আর এই দড়ি টানাটানির মাঝে পড়ে সঙ্কট বাড়ছে আমজনতার ৷

আরও পড়ুন : দিল্লিতে একই হাসপাতালের 37 চিকিৎসক করোনায় আক্রান্ত

রাহুল গান্ধির বার্তা, মহামারির আবহে এমন পরিস্থিতি কখনই কাম্য নয় ৷ তাঁর মতে, দেশের প্রত্যেকটি রাজ্য যাতে প্রয়োজন মাফিক টিকার ডোজ পায়, তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে ৷ রাহুলের ইঙ্গিত, দেশের প্রয়োজন মিটিয়ে তবেই বিদেশে টিকা সরবরাহের কথা ভাবা যেতে পারে ৷ আর তা নিশ্চিত করতেই সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন রাহুল গান্ধি ৷

Last Updated : Apr 9, 2021, 2:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.