ETV Bharat / bharat

গান্ধি পরিবার কমিশন পায়নি বলে কি যুদ্ধবিমান কেনেনি কংগ্রেস সরকার, খোঁচা সম্বিতের - রাহুল গান্ধি

বিজেপি মুখপাত্রের কটাক্ষ, "2019-এর লোকসভা নির্বাচনে যা করেছিল, সেই একই ভঙ্গিতে কংগ্রেস মোদিজিকে হেনস্থা করছে ৷ সেই সময় তারা ব্যর্থ হয়েছিল ৷ সেই ভুল পদ্ধতি নিয়ে ফের মাঠে নামায় তাদের স্বাগত ৷"

s
s
author img

By

Published : Jul 5, 2021, 8:46 AM IST

নয়া দিল্লি, 5 জুলাই : রাফাল (Rafale) বিতর্কে কংগ্রেসকে পাল্টা বিঁধল বিজেপি ৷ গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্রর (Sambit Patra) প্রশ্ন, দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের ব্যবস্থা করেনি কেন কংগ্রেস সরকার ? চাহিদা মতো কমিশন পায়নি বলে ?

নতুন করে ভারতের সঙ্গে রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে ফ্রান্স (France) সরকার ৷ এই সংবাদ প্রাকাশ্যে আসতেই সম্মুখ সমরে কংগ্রেস ও বিজেপি ৷ দুই দলের নেতাদের মধ্যে ফের শুরু হয়েছে বাকযুদ্ধ ৷ সম্প্রতি কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, ফ্রান্সে রাফাল চুক্তির সম্ভাব্য দুর্নীতির প্রশ্নে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর বিজেপি সরকার মৌনব্রত অবলম্বন করল কেন ? পাল্টা সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেস জাতীয় নিরাপত্তার প্রশ্নে অভিযোগ তুলছে ৷ তিনি বলেন, "10 বছর ধরে দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের কোনও ব্যবস্থা করেনি কংগ্রেস সরকার ৷ গান্ধি পরিবার তাদের চাহিদা মতো কমিশন পায়নি বলেই কি যুদ্ধবিমান কেনা হয়নি ?"

আরও পড়ুন: রাফাল দুর্নীতির অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত ফ্রান্সের

সম্বিত পাত্রের মন্তব্য, ফের অন্যকে হেনস্থার পথ বেছে নিয়েছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, এমনকী তাঁর দাড়ি নিয়ে হেনস্থা করা হচ্ছে ৷ বিজেপি মুখপাত্রের কটাক্ষ, "2019-এর লোকসভা নির্বাচনে যা করেছিল, সেই একই ভঙ্গিতে কংগ্রেস মোদিজিকে (Narendra Modi) হেনস্থা করছে ৷ সেই সময় তারা ব্যর্থ হয়েছিল ৷ সেই ভুল পদ্ধতি নিয়ে ফের মাঠে নামায় তাদের স্বাগত ৷ তবে, দেশের মানুষ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও কংগ্রেসকে এর যোগ্য জবাব দেবে ৷"

নয়া দিল্লি, 5 জুলাই : রাফাল (Rafale) বিতর্কে কংগ্রেসকে পাল্টা বিঁধল বিজেপি ৷ গেরুয়া শিবিরের মুখপাত্র সম্বিত পাত্রর (Sambit Patra) প্রশ্ন, দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের ব্যবস্থা করেনি কেন কংগ্রেস সরকার ? চাহিদা মতো কমিশন পায়নি বলে ?

নতুন করে ভারতের সঙ্গে রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগের বিচারবিভাগীয় তদন্ত শুরু করেছে ফ্রান্স (France) সরকার ৷ এই সংবাদ প্রাকাশ্যে আসতেই সম্মুখ সমরে কংগ্রেস ও বিজেপি ৷ দুই দলের নেতাদের মধ্যে ফের শুরু হয়েছে বাকযুদ্ধ ৷ সম্প্রতি কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, ফ্রান্সে রাফাল চুক্তির সম্ভাব্য দুর্নীতির প্রশ্নে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর বিজেপি সরকার মৌনব্রত অবলম্বন করল কেন ? পাল্টা সম্বিত পাত্রের অভিযোগ, কংগ্রেস জাতীয় নিরাপত্তার প্রশ্নে অভিযোগ তুলছে ৷ তিনি বলেন, "10 বছর ধরে দেশের বিমান বাহিনীর ক্রমহ্রাসমান শক্তির কথা জানা থাকলেও যুদ্ধবিমানের কোনও ব্যবস্থা করেনি কংগ্রেস সরকার ৷ গান্ধি পরিবার তাদের চাহিদা মতো কমিশন পায়নি বলেই কি যুদ্ধবিমান কেনা হয়নি ?"

আরও পড়ুন: রাফাল দুর্নীতির অভিযোগ নিয়ে বিচারবিভাগীয় তদন্তের সিদ্ধান্ত ফ্রান্সের

সম্বিত পাত্রের মন্তব্য, ফের অন্যকে হেনস্থার পথ বেছে নিয়েছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব, এমনকী তাঁর দাড়ি নিয়ে হেনস্থা করা হচ্ছে ৷ বিজেপি মুখপাত্রের কটাক্ষ, "2019-এর লোকসভা নির্বাচনে যা করেছিল, সেই একই ভঙ্গিতে কংগ্রেস মোদিজিকে (Narendra Modi) হেনস্থা করছে ৷ সেই সময় তারা ব্যর্থ হয়েছিল ৷ সেই ভুল পদ্ধতি নিয়ে ফের মাঠে নামায় তাদের স্বাগত ৷ তবে, দেশের মানুষ রাহুল গান্ধি (Rahul Gandhi) ও কংগ্রেসকে এর যোগ্য জবাব দেবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.