ETV Bharat / bharat

Retired IPS Died in Fire: এসি থেকে বাড়িতে ভয়াবহ আগুন, মৃত্যু প্রাক্তন আমলার - ভয়াবহ অগ্নিকাণ্ড

রাতে এসিতে হঠাৎই শটসার্কিট ৷ আর তা থেকে গোটা বাড়িতে ছড়িয়ে পড়ল আগুন ৷ আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ি থেকে বেরবার পথ খুঁজে পাননি প্রাক্তন আইজি, তাঁর স্ত্রী ও সন্তান (Massive Fire broke out in house of Retired IPS) ৷

UP Fire Incident
ETV Bharat
author img

By

Published : Oct 23, 2022, 12:24 PM IST

লখনউ, 23 অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অবসরপ্রাপ্ত আমলার ৷ মারাত্মক জখম হয়েছে তাঁর স্ত্রী এবং পুত্র ৷ তাঁরা হাসপাতালে ভর্তি ৷ শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ উত্তর প্রদেশের লখনউয়ে ইন্দিরা নগর এলাকায় আইপিএস অফিসারের বাড়িতে আগুন লেগে যায় ৷ সেখান থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা (Retired IPS Officer dies as major fire broke out in house) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে চারটি আগুন নেভানোর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁরা অবসরপ্রাপ্ত আইজি দীনেশ চন্দ্র পাণ্ডে, তাঁর স্ত্রী অরুণা এবং ছেলে শশাঙ্ককে উদ্ধার করেন ৷ পুলিশ জানিয়েছে, সবাইকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন আমলার মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী এবং পুত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন: লখনউয়ের হোটেলে ভয়াবহ আগুন, মৃত 4

গাজিপুর পুলিশ স্টেশনের ইনচার্জ মনোজ কুমার মিশ্র বলেন, "এসিতে শটসার্কিট হওয়ায় এই আগুন লাগে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে৷ বাড়ির থেকে বেরনোর পথেও দাউ দাউ করে আগুন জ্বলছিল ৷ তাই তিনজনের কেউ পালাতে পারছিল না ৷ তাঁরা তাঁদের ভাইপোকে খবর দেয় এবং তারপর ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছয় ৷ "

লখনউ, 23 অক্টোবর: ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল অবসরপ্রাপ্ত আমলার ৷ মারাত্মক জখম হয়েছে তাঁর স্ত্রী এবং পুত্র ৷ তাঁরা হাসপাতালে ভর্তি ৷ শনিবার রাত আনুমানিক 11টা নাগাদ উত্তর প্রদেশের লখনউয়ে ইন্দিরা নগর এলাকায় আইপিএস অফিসারের বাড়িতে আগুন লেগে যায় ৷ সেখান থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা (Retired IPS Officer dies as major fire broke out in house) ৷

সরকারি সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার খবর পেয়ে চারটি আগুন নেভানোর ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় ৷ তাঁরা অবসরপ্রাপ্ত আইজি দীনেশ চন্দ্র পাণ্ডে, তাঁর স্ত্রী অরুণা এবং ছেলে শশাঙ্ককে উদ্ধার করেন ৷ পুলিশ জানিয়েছে, সবাইকে লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন আমলার মৃত্যু হয় ৷ তাঁর স্ত্রী এবং পুত্রের শারীরিক অবস্থা আশঙ্কাজনক ৷

আরও পড়ুন: লখনউয়ের হোটেলে ভয়াবহ আগুন, মৃত 4

গাজিপুর পুলিশ স্টেশনের ইনচার্জ মনোজ কুমার মিশ্র বলেন, "এসিতে শটসার্কিট হওয়ায় এই আগুন লাগে এবং খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে৷ বাড়ির থেকে বেরনোর পথেও দাউ দাউ করে আগুন জ্বলছিল ৷ তাই তিনজনের কেউ পালাতে পারছিল না ৷ তাঁরা তাঁদের ভাইপোকে খবর দেয় এবং তারপর ঘটনাস্থলে দমকলবাহিনী পৌঁছয় ৷ "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.