ETV Bharat / bharat

High Alert in Punjab: পঞ্জাব-হরিয়ানা সীমানায় হাই অ্যালার্ট, বাড়ল ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা

পঞ্জাব পুলিশ 'পলাতক' অমৃতপাল সিংকে ধরতে জায়গায় জায়গায় অভিযান চালাচ্ছে । অপরদিকে ওয়ারিস পঞ্জাব দে নেতাদের দাবি, অমৃতপাল পুলিশের হেফাজতে রয়েছে ৷ এমতাবস্থায় পঞ্জাব-হরিয়ানা সীমানায় তল্লাশি বাড়ানো হয়েছে (High Alert in Punjab) । অমৃতপালের গ্রেফতার হওয়া অনুগামীদের মুক্তির দাবিতে হরিয়ানার সিরসা ও কর্নালে শিখরা বিক্ষোভ করছে । এরই মাঝে ইন্টারনেট পরিষেবা বন্ধের সময়সীমা বাড়াল পঞ্জাব সরকার ৷

Sikh protesters demand Amritpal release
চণ্ডীগড়ে 144 ধারা জারি
author img

By

Published : Mar 20, 2023, 12:19 PM IST

চণ্ডীগড়, 20 মার্চ: মঙ্গলবার অর্থাৎ 21 মার্চ দুপুর 12টা পর্যন্ত পঞ্জাবে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspension Extended ) ৷ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পঞ্জাব সরকার ৷ অমৃতপাল সিংয়ের গ্রেফতারির ঘটনাকে ঘিরে রাজ্যে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায় তাই 19 মার্চ ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল ৷ সেই নিষেধাজ্ঞাপ মেয়াদ আরও একদিন বাড়ানো হল ৷ পাশাপাশি বন্ধ থাকবে এসএমএস ও ডঙ্গল পরিষেবা ৷ তবে এই সময়ে বাংকের কাজ ও মোবাইল রিচার্জ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷

খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক 'পলাতক' অমৃতপাল সিংকে (Amritpal Singh) ধরতে পুলিশ পঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে । নিরাপত্তার স্বার্থে সেই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে । পাশাপাশি হরিয়ানা পুলিশ পঞ্জাব সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বলে জানা গিয়েছে ।

Ban on Internet service in Punjab
পঞ্জাবে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

হরিয়ানা-পঞ্জাব সীমানায় কড়া নজরদারি রাখা হয়েছে । পঞ্জাব ও হরিয়ানার মধ্যে চলাচলকারী যানবাহনগুলিকে সীমানা এলাকায় ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে । আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি অভিযানের জন্য সীমানায় পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে । সন্দেহভাজন ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ফতেহাবাদ, সিরসা, কুরুক্ষেত্র, আম্বালা, কারনাল এবং পঞ্চকুলায় 'নাকা' চেকিং পয়েন্ট বসিয়ে যানবাহন পরীক্ষা করা হচ্ছে ।

চণ্ডীগড়ে 144 ধারা জারি: হরিয়ানা ও পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে । বিভিন্ন জায়গায় জারি হয়েছে 144 ধারা ৷ ফলে এলাকায় পাঁচ বা তার বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবেন না । এমনকী রাস্তায় নেমে বিক্ষোভও করতে পারবেন না । বিক্ষোভ করার জন্য চণ্ডীগড় 25 সেক্টরে অবস্থিত সমাবেশের মাঠকে চিহ্নিত করা হয়েছে । সেখানেই বিক্ষোভ করা যেতে পারে একমাত্র ৷ জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নির্দেশে বলা হয়েছে, লাইসেন্সধারী হলেও কেউ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবে না । তলোয়ার, লাঠি ও ধারালো বস্তুও নিষিদ্ধ করা হয়েছে ।

আটক আন্দোলনকারী শিখরা: হরিয়ানার সিরসা জেলায় শিখ সম্প্রদায়ের লোকেরা অমৃতপাল সিংয়ের সমর্থনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় এবং রাস্তা অবরোধ করে । ফলে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ 60 জনের বেশি আন্দোলনকারীকে হেফাজতে নিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় । আটক হওয়া শিখরা থানায় পৌঁছে অমৃতপালের মুক্তির দাবি জানাতে থাকেন (Sikh protesters demand Amritpal release) । পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দেয় । পাশাপাশি জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ ।

কর্নালে শিখদের গুরুত্বপূর্ণ সভা: রবিবার শিখ সম্প্রদায়ের লোকেরা অমৃতপালের সমর্থনে এবং পুলিশের পদক্ষেপের বিরোধিতা করে কর্নালে একটি সভা করেছে । তাদের দাবি, অমৃতপাল সিংকে খালিস্তানি সন্ত্রাসী বলা হচ্ছে যদিও তিনি মানুষকে মাদকাসক্ত থেকে বাঁচাতে কাজ করছেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 21 মার্চ কর্নালে শিখদের বৈঠক হবে, যেখানে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে । ওয়ারিস পঞ্জাব দে সংগঠনের প্রধানের সঙ্গে জড়িত 78 জনেরও বেশি লোককে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে । খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক অমৃতপাল বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন: এখনও অধরা অমৃতপাল, পঞ্জাবে স্তব্ধ ইন্টারনেট; বন্ধ এসএমএস পরিষেবা

চণ্ডীগড়, 20 মার্চ: মঙ্গলবার অর্থাৎ 21 মার্চ দুপুর 12টা পর্যন্ত পঞ্জাবে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা (Internet Services Suspension Extended ) ৷ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল পঞ্জাব সরকার ৷ অমৃতপাল সিংয়ের গ্রেফতারির ঘটনাকে ঘিরে রাজ্যে যাতে কোনওরকম অশান্তি না ছড়ায় তাই 19 মার্চ ইন্টারনেট পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল ৷ সেই নিষেধাজ্ঞাপ মেয়াদ আরও একদিন বাড়ানো হল ৷ পাশাপাশি বন্ধ থাকবে এসএমএস ও ডঙ্গল পরিষেবা ৷ তবে এই সময়ে বাংকের কাজ ও মোবাইল রিচার্জ করা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷

খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক 'পলাতক' অমৃতপাল সিংকে (Amritpal Singh) ধরতে পুলিশ পঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে । নিরাপত্তার স্বার্থে সেই রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ পঞ্জাবের বেশ কয়েকটি জায়গায় 144 ধারা জারি করা হয়েছে । পাশাপাশি হরিয়ানা পুলিশ পঞ্জাব সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বলে জানা গিয়েছে ।

Ban on Internet service in Punjab
পঞ্জাবে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা

হরিয়ানা-পঞ্জাব সীমানায় কড়া নজরদারি রাখা হয়েছে । পঞ্জাব ও হরিয়ানার মধ্যে চলাচলকারী যানবাহনগুলিকে সীমানা এলাকায় ভালোভাবে পরীক্ষা করা হচ্ছে । আইনশৃঙ্খলা রক্ষায় তল্লাশি অভিযানের জন্য সীমানায় পুলিশ বাহিনীকে দেখা যাচ্ছে । সন্দেহভাজন ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ফতেহাবাদ, সিরসা, কুরুক্ষেত্র, আম্বালা, কারনাল এবং পঞ্চকুলায় 'নাকা' চেকিং পয়েন্ট বসিয়ে যানবাহন পরীক্ষা করা হচ্ছে ।

চণ্ডীগড়ে 144 ধারা জারি: হরিয়ানা ও পঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে । বিভিন্ন জায়গায় জারি হয়েছে 144 ধারা ৷ ফলে এলাকায় পাঁচ বা তার বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবেন না । এমনকী রাস্তায় নেমে বিক্ষোভও করতে পারবেন না । বিক্ষোভ করার জন্য চণ্ডীগড় 25 সেক্টরে অবস্থিত সমাবেশের মাঠকে চিহ্নিত করা হয়েছে । সেখানেই বিক্ষোভ করা যেতে পারে একমাত্র ৷ জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা নির্দেশে বলা হয়েছে, লাইসেন্সধারী হলেও কেউ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে পারবে না । তলোয়ার, লাঠি ও ধারালো বস্তুও নিষিদ্ধ করা হয়েছে ।

আটক আন্দোলনকারী শিখরা: হরিয়ানার সিরসা জেলায় শিখ সম্প্রদায়ের লোকেরা অমৃতপাল সিংয়ের সমর্থনে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেয় এবং রাস্তা অবরোধ করে । ফলে যানজটের সৃষ্টি হয় ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ 60 জনের বেশি আন্দোলনকারীকে হেফাজতে নিয়ে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয় । আটক হওয়া শিখরা থানায় পৌঁছে অমৃতপালের মুক্তির দাবি জানাতে থাকেন (Sikh protesters demand Amritpal release) । পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে সবাইকে ছেড়ে দেয় । পাশাপাশি জনগণকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে পুলিশ ।

কর্নালে শিখদের গুরুত্বপূর্ণ সভা: রবিবার শিখ সম্প্রদায়ের লোকেরা অমৃতপালের সমর্থনে এবং পুলিশের পদক্ষেপের বিরোধিতা করে কর্নালে একটি সভা করেছে । তাদের দাবি, অমৃতপাল সিংকে খালিস্তানি সন্ত্রাসী বলা হচ্ছে যদিও তিনি মানুষকে মাদকাসক্ত থেকে বাঁচাতে কাজ করছেন । বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, 21 মার্চ কর্নালে শিখদের বৈঠক হবে, যেখানে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে । ওয়ারিস পঞ্জাব দে সংগঠনের প্রধানের সঙ্গে জড়িত 78 জনেরও বেশি লোককে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে । খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক অমৃতপাল বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন: এখনও অধরা অমৃতপাল, পঞ্জাবে স্তব্ধ ইন্টারনেট; বন্ধ এসএমএস পরিষেবা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.