ETV Bharat / bharat

Internet Suspend in Nuh: ব্রজ মণ্ডল শোভাযাত্রার কারণে 3 দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ নুহতে - ইন্টারনেট পরিষেবা

Internet Service Suspended During Braj Mandal Procession in Nuh: 26-28 অগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ নুহতে ৷ 28 অগস্ট ব্রজ মণ্ডল শোভাযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন ৷

Internet Suspend in Nuh ETV BHARAT
Internet Suspend in Nuh
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2023, 1:29 PM IST

নূহ (হরিয়ানা), 27 অগস্ট: 28 অগস্ট নুহতে আবারও হিন্দু সংগঠনগুলি ব্রজ মণ্ডল শোভাযাত্রা বের করার ঘোষণা করেছে ৷ সেই শোভাযাত্রার কারণে 26-28 অগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলাশাসক ধীরেন্দ্র খারগাটা ৷ পুরো বিষয়টিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি নুহতে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷

গত মাসে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন ৷ এমনকি আশেপাশের জেলার কিছু অংশেও ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ৷ জেলা জুড়ে 144 ধারাও জারি করেছিল হরিয়ানা সরকার ৷ কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে নুহতে ৷ আর তখনই সর্বজাতি হিন্দু মহাপঞ্চায়েতের তরফে ব্রজ মণ্ডল শোভাযাত্রা করার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে, ফের কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ৷

এই শোভাযাত্রার কারণে সোমবার নুহ জেলায় স্কুল, কলেজ-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং অফিস-কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ জেলার ডেপুটি কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ এই শোভাযাত্রা চলাকালীন কোনও ব্যক্তি তরোয়াল, লাঠি, ছুরি, লাইসেন্সড আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবেন না ৷ তবে, শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে ৷ 144 ধারা জারি থাকায় পাঁচ বা তার বেশি লোকজনের জমায়েত করা যাবে না ৷ তবে, সেনা, আধাসেনা এবং কর্মরত সরকারি পরিষেবার সঙ্গে জড়িতদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না ৷

আরও পড়ুন: 13 দিন পর ইন্টারনেট পরিষেবা চালু হল হিংসা বিধ্বস্ত নুহতে

গত 31 জুলাই ব্রজ মণ্ডল যাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় নুহতে ৷ এই ঘটনার রেশ এতটাই বড় আকার ধারণ করে যে, রাস্তায় গাড়ি ও দোকান পুড়িয়ে দেয় সংঘর্ষে জড়িতরা ৷ প্রায় 50 এর বেশি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় 2 জন হোমগার্ড-সহ 6 জনের মৃত্যু হয়েছিল ৷ আর 60 জনের বেশি মানুষ আহত হয়েছিলেন ৷ তাই এবার নিরাপত্তায় আর কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন ৷

নূহ (হরিয়ানা), 27 অগস্ট: 28 অগস্ট নুহতে আবারও হিন্দু সংগঠনগুলি ব্রজ মণ্ডল শোভাযাত্রা বের করার ঘোষণা করেছে ৷ সেই শোভাযাত্রার কারণে 26-28 অগস্ট পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলাশাসক ধীরেন্দ্র খারগাটা ৷ পুরো বিষয়টিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করেন তিনি ৷ সেই বৈঠকে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার পাশাপাশি নুহতে আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে 144 ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷

গত মাসে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল হরিয়ানার নুহ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছিল জেলা প্রশাসন ৷ এমনকি আশেপাশের জেলার কিছু অংশেও ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ৷ জেলা জুড়ে 144 ধারাও জারি করেছিল হরিয়ানা সরকার ৷ কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে নুহতে ৷ আর তখনই সর্বজাতি হিন্দু মহাপঞ্চায়েতের তরফে ব্রজ মণ্ডল শোভাযাত্রা করার কথা ঘোষণা করা হয়েছে ৷ এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে, ফের কোনও অশান্তির ঘটনা না ঘটে, সেই কারণে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন ৷

এই শোভাযাত্রার কারণে সোমবার নুহ জেলায় স্কুল, কলেজ-সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক এবং অফিস-কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ জেলার ডেপুটি কমিশনার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে ৷ এই শোভাযাত্রা চলাকালীন কোনও ব্যক্তি তরোয়াল, লাঠি, ছুরি, লাইসেন্সড আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে পারবেন না ৷ তবে, শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক সঙ্গে রাখা যাবে ৷ 144 ধারা জারি থাকায় পাঁচ বা তার বেশি লোকজনের জমায়েত করা যাবে না ৷ তবে, সেনা, আধাসেনা এবং কর্মরত সরকারি পরিষেবার সঙ্গে জড়িতদের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না ৷

আরও পড়ুন: 13 দিন পর ইন্টারনেট পরিষেবা চালু হল হিংসা বিধ্বস্ত নুহতে

গত 31 জুলাই ব্রজ মণ্ডল যাত্রাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয় নুহতে ৷ এই ঘটনার রেশ এতটাই বড় আকার ধারণ করে যে, রাস্তায় গাড়ি ও দোকান পুড়িয়ে দেয় সংঘর্ষে জড়িতরা ৷ প্রায় 50 এর বেশি গাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ৷ এই ঘটনায় 2 জন হোমগার্ড-সহ 6 জনের মৃত্যু হয়েছিল ৷ আর 60 জনের বেশি মানুষ আহত হয়েছিলেন ৷ তাই এবার নিরাপত্তায় আর কোনও ফাঁক রাখতে চাইছে না পুলিশ প্রশাসন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.